ছড়া
খুকির বায়না

খুকির বায়না

ছড়া - খুকির বায়না নীরা মাজহার . মায়ের কাছে খুকি ধরল বায়না, পড়ালেখা করতে আর সে চায়না। বাবা এসে শুধালেন, কারণটা কী? পড়া সব উল্টো খুকি পড়বেটা কি! . হাট্টিমা টিম টিমরা আর মাঠে পাড়ে না ডিম, শিংগুলোও হয়েছে উধাও আছাড় খায় ধ্রিম! ধ্রিম! . নোটন নোটন পায়রাগুলি আর ঝোটন বাধে না,...

রূপকথা

রূপকথা

রূপকথা শামীমা আক্তার শানু একটি আপেল,একটি কমলা দেবো তোকে লক্ষ্মী সোনা । একটি পেয়ারা,একটি আম মেখে খাবি দেখবি মজা । হরেক রকম খেলনা দেবো ঘটি,বাটি,বালতি পুতুল দেবো তিনটি । সাত সমুদ্র পাড়ি দেবো সেথায় গিয়ে রাজপুৃত্র আনবো । রংধনুর রথে করে নিয়ে যাবে আমার লক্ষ্মী সোনাকে...

পুতুলের বিয়ে

পুতুলের বিয়ে

  ছড়ার নাম: পুতুলের বিয়ে। লেখা:রাহিম মিয়া। চুমকি আমার আজ খেলছে পুতুলের খেলা, তাই দেখে বইছে আমার সুখেই মেলা। আজ যে আমার পুতুলের বিয়ে হবে, টাকা হাজার দিয়েই কন্যার সাথে তবে। টাকা ছাড়া নিব না কন্যা বাড়ি, যত দাও শাসন আর কড়া ঝাড়ি। কিন্তু শেষে হল না কোনো কাজ, চুমকি...

রোদ বৃষ্টি

রোদ বৃষ্টি

-Tanzib R Rishad ছড়ার নাম:রোদ বৃষ্টি রোদ মামা, রোদ মামা, একটুখানি ঘুমাও, বৃষ্টি এলে, মেঘের তলে, দিব্যি তো পালাও. ঝড় আসে, তুফান আসে, তখন তো কাদো, বৃষ্টি শেষে, এসে ভেসে, ঠিকই তো হাসো. একটুখানি তাপ ছড়ালে, কি তাহাতে ক্ষতি, মনটা আরো প্রশান্ত হতো, আরেকটুখানি বাড়তি. তোমার...

মাছরাঙা

মাছরাঙা

মাছরাঙ্গা আহমেদ জনি নদী, ডোবা, পুকুড় পাড়ে উঁচু মাটির গর্তে, মৎস্য শিকারীর বসত যেন মৎস শিকার করতে। পুকুড় পাড়ে, ছোট্ট ডালে ঘাপটি মেরে বসে, মৎস্য যখন ভেসে উঠে থাবা মারে কষে। পানির নিচে শিকার দেখতে বিশেষ ভাবে সৃষ্টি, মৎস্যের অবস্থান টের পেতে তীরের মত দৃষ্টি। তীক্ষ্ণ...

পাখির স্বাধীনতা

পাখির স্বাধীনতা

পাখির স্বাধীনতা . লেখা : সাইফুল কবির সোহাগ . ধানের ক্ষেতে একটি পাখি রোজ, করতে আসে খাবার কিছুর খোঁজ। খাবার পেলে পেখম তুলে নাচে। সবুজ শ্যামল হিজল ফুলের গাছে। দেখতে এমন লাগবে সবার ভাই, বলবে হেসে রুপটি এমন নাই। একটি মানুষ দেখতে এই রুপ এসে, হঠাৎ কেন ফেললো এমন হেসে! হয়তো...

পথশিশু

পথশিশু

[খুশিনা খাতুন] চৌরাস্তার মোড়ে, কড়া রোদে বা শীতের ভোরে জটলা বেঁধে পথ শিশুর দল, কে যে ওরা! আমার কৌতুহল। চেনা চেনা মুখের আদল যেন, ওদের অমন বিশ্রী হাসি কেন? প্রশ্ন করি , একজনকে ডেকে “তোমরা সব এসেছো কোথ্থেকে? জানতে পারি, পরিচয় কী তোমার?” উত্তর দেয়,“ অন্ধ কবি হোমার, লিখছি...

আমার শৈশব

আমার শৈশব

আমার শৈশব মোঃ সোয়াইব হোসেন দুরন্তপনা আর অবাধ স্বাধীনতার দিন শৈশব স্মৃতি ভাসে হৃদয়ে অমলিন। সারা দিন হৈহুল্লোড়, আর ছুটাছুটি পড়ালেখায় ছিলাম আমি,বেশ মোটামুটি। মেতেছি পুকুর জলে, পাড়ার ছেলেগুলো মিলে খেলেছি ছুঁই ছুঁই খেলা, আমার শৈশব বেলা। পুকুর পাড়ের গাছে, লাফের মজা আছে লাফ...

রোদ বৃষ্টি

রোদ বৃষ্টি

-Tanzib R Rishad ছড়ার নাম:রোদ বৃষ্টি রোদ মামা, রোদ মামা, একটুখানি ঘুমাও, বৃষ্টি এলে, মেঘের তলে, দিব্যি তো পালাও. ঝড় আসে, তুফান আসে, তখন তো কাদো, বৃষ্টি শেষে, এসে ভেসে, ঠিকই তো হাসো. একটুখানি তাপ ছড়ালে, কি তাহাতে ক্ষতি, মনটা আরো প্রশান্ত হতো, আরেকটুখানি বাড়তি. তোমার...

ইদ

ইদ

#নূরানা হক | বাবাকে গিয়ে বলছে ছেলে, বাবা, 'দেখ এসে।' আকাশ হতে চাঁদের আলো পড়ছে খসে খসে। . কাস্তের মতো ভাঁজ নিয়েছে, দেখলে লাগে মজা। কালকে হবে রোজার ইদ আজকে শেষ রোজা। . কালকে হবে গরীব-ধনীর একটি মিলন মেলা। ঘুচে যাবে সব ব্যবধান মুছবে অন্যায়...

মসজিদ

মসজিদ

মসজিদ নাঈমুল ইসলাম গুলজার মসজিদের ওই পাক মাটিতে দে বিছিয়ে ললাটখানা শুভ্র করে নে ওরে তোর জীবন বইয়ের মলাটখানা। সব আঁধারের দ্বার ভেঙে তুই সিজদা দে তোর জায়নামাজে বেহেশতী নূর দেখবি রে তোর দিলনগরের আয়না মাঝে। জিকির ধ্বনির সুর দিয়ে তুই কর মিতালী রবের সাথে নূরমাখা সব আবেগ...

সৃষ্টিকর্তা

সৃষ্টিকর্তা

  ছড়া : সৃষ্টিকর্তা সুস্মিতা শশী কে বানালো চন্দ্র সূর্য কে বানালো তারা, কে বানালো বলো মাগো সাগর নদী ধারা ৷ কে বানালো পাহাড় পর্বত কে বানালো আকাশ, কে বানালো মরুভূমি আর হিম শীতল বাতাস। কে বানালো ভোরের পাখি কণ্ঠে দিল গান, কে বলো মা টিকিয়ে রাখে লক্ষ কোটি প্রাণ। ছোট্ট...