ছড়া – খুকির বায়না
নীরা মাজহার
.
মায়ের কাছে খুকি ধরল বায়না,
পড়ালেখা করতে আর সে চায়না।
বাবা এসে শুধালেন, কারণটা কী?
পড়া সব উল্টো খুকি পড়বেটা কি!
.
হাট্টিমা টিম টিমরা আর
মাঠে পাড়ে না ডিম,
শিংগুলোও হয়েছে উধাও
আছাড় খায় ধ্রিম! ধ্রিম!
.
নোটন নোটন পায়রাগুলি
আর ঝোটন বাধে না,
খোকার নাচন দেখেও আর
ভোদর নাচে না।
.
তাই তো খুকি পড়বে না আর
যাবে না আর স্কুলে,
হাসবে,খেলবে, আঁকবে আর
দিন যাবে পুতুল খেলে।
.
এসব করে পড়ালেখা
না করলে কি আর হয়!
স্কুলে যাওয়ার বাবার রায়
খুকির মনে নাহি সয়।
.
জ্বরের ঢং ধরে এখন
খুকি করে কুইকুই,
পেটে নাকি পিলে হয়েছে
ভুম ভুম ভুট ভুই!
স্কুলে না যাওয়ার জন্য দারুণ বুদ্ধি করেছে। অন্তমিল আরো শক্তিশালী হওয়া উচিৎ ছিল। শুভ কামনা।
আসসালামু আলাইকুম।
ছড়ায় ছন্দ মিলের কিছুটা অভাব রয়েছে। তাছাড়াও আরো কিছু ভুল রয়েছে।
ধরল – ধরলো
চায়না – চায় না
পড়বেটা কি – পড়বেটা কী
বাধে – বাঁধে
শুভ কামনা রইলো আগামীর জন্য।
ভালো লাগলো।দারুণ লিখেছেন।
খুকির পড়ায় মন বসে না।তাই স্কুলে না যাওয়ার জন্য খুকির কতো বায়না।
শুভ কামনা রইলো।
বাধে না। এখানে ব’র উপর চন্দ্রবিন্দু হবে। ছড়াা সত্যি অনেক মজার ছিল। ছড়ার ভিতর বিখ্যাত কিছু ছড়ার উল্লেখ ছড়ার মাধুর্য আরও বাড়িযেছে।
ধরল-ধরলো
চায়না -চায় না (মাত্রা আর অন্ত্যমিল মিলাতে গিয়ে শব্দ একসাথে করে ফেলেছেন আর না সব সময় আলেদা বসে)
বাধে-বাঁধে
তবে অনেক জায়গাতে মাত্রা মিলেনি, সেই সাথে ছন্দ আর অন্ত্যমিলও অনেক জায়গাতে অভাব বলা যায়। যাইহোক ভালো ছিল, শুভ কামনা রইল।