-Tanzib R Rishad
ছড়ার নাম:রোদ বৃষ্টি
রোদ মামা,
রোদ মামা,
একটুখানি ঘুমাও,
বৃষ্টি এলে,
মেঘের তলে,
দিব্যি তো পালাও.
ঝড় আসে,
তুফান আসে,
তখন তো কাদো,
বৃষ্টি শেষে,
এসে ভেসে,
ঠিকই তো হাসো.
একটুখানি তাপ ছড়ালে,
কি তাহাতে ক্ষতি,
মনটা আরো প্রশান্ত হতো,
আরেকটুখানি বাড়তি.
তোমার তলে বসে,
থাকা বড্ড দায়,
কি করিলে ঊপায় মিলিবে,
মিলেনা সে উপায়.
বৃষ্টিহীনা দুপুরবেলা,
একটুখানি এসে,
বৃষ্টি এলে ভিজব তবে,
দুজনে ভালবেসে..
রোদকে নিয়ে ছড়া।
ভালো লাগলো।
বৃষ্টির সময় রোদ মামা পালায়।
বৃষ্টির সময় ভিজতে খুব ভালো লাগে।
ঊপায়–উপায়
শুভ কামনা রইলো।
এই ছড়াটা তো পড়েছি ১৩নাম্বার ছড়াতে আর কমেন্টও করেছি। মোহসিনা আপু ছড়াটা দুইবার পোষ্ট হয়েছে মনে হয়
এই ছড়াটা কি ভুলবশত দুইবার পোস্ট হলো কি না বুঝতে পারছি না। মনে হলো আরেকবার পড়েছি।