#নূরানা হক
|
বাবাকে গিয়ে
বলছে ছেলে,
বাবা, ‘দেখ এসে।’
আকাশ হতে
চাঁদের আলো
পড়ছে খসে খসে।
.
কাস্তের মতো
ভাঁজ নিয়েছে,
দেখলে লাগে মজা।
কালকে হবে
রোজার ইদ
আজকে শেষ রোজা।
.
কালকে হবে
গরীব-ধনীর
একটি মিলন মেলা।
ঘুচে যাবে
সব ব্যবধান
মুছবে অন্যায় খেলা।
যদি পাশে থাকো
তাসফিয়া শারমিন ** আজকের সকালটা অন্য রকম। সাত সকালে আম্মু বকা দিলো। মানুষের ঘুম একটু দেরিতে ভাঙতেই পারে। তাই বলে এত রাগার কী আছে ?একেবারে যে দোষ আমারও তাও নয়। মানুষ ঘুম থেকে উঠে ফোনে বা দেওয়াল ঘড়িতে সময় দেখে। কিন্তু আমি উঠি জানালার পর্দা সরিয়ে বাইরের আলো দেখে।কে জানে...
ঈদ নিয়ে চমৎকার একটি ছড়া পড়লাম।যদিও এখন ঈদের সময় না।তবে অন্তমিলে এবং মাত্রায় আরেকটু খেয়াল দিলে আরোও চমৎকার হবে আশা করি।শুভকামনা নিরন্তর ছড়াকারের জন্য।
ভালো লিখেছেন।চমৎকার একটি ছড়া ঈদকে নিয়ে।
ভালো লাগলো।
তবে কমা ব্যবহারে ভুল করছেন।
শুভ কামনা রইলো।
এগিয়ে যান,লেখার হাত ভালো।
ভালো লেগেছে।
অনেক সুন্দর লিখেছেন। ছড়া জিনিসটাই বোধহয় সুন্দর। কমা’র ব্যবহারে একটু ত্রুটি করেছেন মনে হলো। শুভকামনা
ইদ-ঈদ
আর কমা ব্যবহার ভুল আছে।
তবে ভালো লিখেছেন।প্রথমে ভেবেছিলাম ছড়ার অন্ত্যমিল, মাত্রা, ছন্দ কিছু মিল নেই। পরে খেয়াল করে দেখলাম আপনে তিন সারিভাবে ছড়া লিখেছেন ছন্দ ও অন্ত্যমিল মিলিয়ে আর মাত্রা। এইভাবে ছড়া লেখা যায় কিনা জানি না। তাই কিছু বলতে পারছি না দুঃখিত। তবে শুভ কামনা রইল।
আসসালামু আলাইকুম। ছড়ার প্রসঙ্গে কী আর বলবো, ছড়া মানেই সুন্দর, আনন্দে ভরপুর। তবে চিহ্ন ব্যবহারে আরও সচেতন হতে হবে। শুভ কামনা