মাছরাঙ্গা
আহমেদ জনি
নদী, ডোবা, পুকুড় পাড়ে
উঁচু মাটির গর্তে,
মৎস্য শিকারীর বসত যেন
মৎস শিকার করতে।
পুকুড় পাড়ে, ছোট্ট ডালে
ঘাপটি মেরে বসে,
মৎস্য যখন ভেসে উঠে
থাবা মারে কষে।
পানির নিচে শিকার দেখতে
বিশেষ ভাবে সৃষ্টি,
মৎস্যের অবস্থান টের পেতে
তীরের মত দৃষ্টি।
তীক্ষ্ণ দৃষ্টি পানির বুকে
ডাইভ দিয়ে পড়ে,
ধারালো লম্বা ঠোঁট দিয়ে
মৎস্য শিকার করে।
- মৎস্য এদের প্রধান খাদ্য
অল্পে থাকে তুষ্টি,
ব্যাঙাচি আর জলজ পোকায়
আছে তাতেও দৃষ্টি।
প্রকৃতি প্রেমী যে দেখে
মুগ্ধ করে তাকে,
ছোট্ট একটি মাছের ছটফট
লম্বা ঠোটের ফাঁকে।
রঙ্গ চঙে ক্ষুদে, শান্ত ধৈর্যশীল
দেখতে ক্ষুদে আকার,
মৎস্য শিকার দেখে মোদের
আছে অনেক শিখার।∞
মাছরাঙাকে নিয়ে সুন্দর একটি ছড়া পড়লাম।
ভালো ছিল। শিশু উপযোগী দারুণ একটি ছড়া। এভাবেই লিখে যান। শুভ কামনা।
মাছরাঙ্গাকে নিয়ে ছড়া।
ভালো লাগলো।
মাছরাঙ্গা ধারালো ঠোঁট দিয়ে মৎস্য শিকার করে।
তাদের থেকে অনেক কিছু শিখার আছে।
শুভ কামনা রইলো।
‘ডাইভ’ এটা মনে হয় ইংরেজি শব্দ তাই ব্যবহার না করা উত্তম।
মাত্রা আর অন্ত্যমিল ঠিক আছে, তবে এক জায়গাতে মাত্রা মিল নেই, ৪এর জায়গাতে ৫মাত্রা বসেছে। তবে ছন্দেরও অনেক জায়গাতে মিলেনি। যাইহোক ভালো ছিল, শুভ কামনা রইল।
ডাইভ কি আঞ্চলিক শব্দ? মাঝে 1 দিলেন কেন? বুঝলাম না ঠিক।
ডাইভ কি আঞ্চলিক শব্দ? মাঝে 1 দিলেন কেন? বুঝলাম না ঠিক। যাইহোক, শুভকামনা
ডাইভ মানে কি?
আর, রঙ্গ চঙে নাকি রঙ চঙে?
মাছরাঙা কে নিয়ে সুন্দর একটি ছড়া।