পথশিশু
প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,726 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

[খুশিনা খাতুন]

চৌরাস্তার মোড়ে,
কড়া রোদে বা শীতের ভোরে
জটলা বেঁধে পথ শিশুর দল,
কে যে ওরা! আমার কৌতুহল।
চেনা চেনা মুখের আদল যেন,
ওদের অমন বিশ্রী হাসি কেন?
প্রশ্ন করি , একজনকে ডেকে
“তোমরা সব এসেছো কোথ্থেকে?
জানতে পারি, পরিচয় কী তোমার?”
উত্তর দেয়,“ অন্ধ কবি হোমার,
লিখছি দেখ,ইলিয়াড; ওডিসি।”
দেখি হাতে ভাঙা কাঁচের শিশি।
“আমি হলাম লিউ নার্দো দ্য ভিঞ্চি।
আর একজন বলল হেসে কিঞ্চিৎ।
মোনালিসা, আমিই তো রোজ আঁকি
যদিও কল্পনায়, বাস্তবে সব ফাঁকি।”
রোগা ছেলেটা বলে হেসে হেসে
“গর্ত,পাথর এইতো চাঁদের দেশে।
নীল আমস্ট্রং আমিই তুমি জানো?
সবই তো স্বপ্ন,সত্যি হয়না কেন?” মুখের দিকে হঠাৎ চেয়ে দেখি
এরাই এখন পথশিশু , এ কী?
এদের আমি দেখেছি অনেক আগে,
গ্রিক, রোমান কিংবা অন্য যুগে।
এরাও পারে বিশ্ব করতে জয়।
কিন্তু এখন প্রানটা যায়, এটাই সংশয়!

সম্পর্কিত পোস্ট

যদি পাশে থাকো

যদি পাশে থাকো

তাসফিয়া শারমিন ** আজকের সকালটা অন্য রকম। সাত সকালে আম্মু বকা দিলো। মানুষের ঘুম একটু দেরিতে ভাঙতেই পারে। তাই বলে এত রাগার কী আছে ?একেবারে যে দোষ আমারও তাও নয়। মানুষ ঘুম থেকে উঠে ফোনে বা দেওয়াল ঘড়িতে সময় দেখে। কিন্তু আমি উঠি জানালার পর্দা সরিয়ে বাইরের আলো দেখে।কে জানে...

কুড়িয়ে পাওয়া রত্ন

কুড়িয়ে পাওয়া রত্ন

অনন্যা অনু 'আমিনা বেগম' মেমোরিয়াল এতিমখানার গেট খুলে ভেতরে ঢুকতেই ওমরের বুকটা ধুক ধুক করতে শুরু করে। ওমর ধীর গতিতে ভেতরে প্রবেশ করে। চারদিকে তখন সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। ওমর গত রাতের ফ্লাইটে আমেরিকা থেকে এসেছে। সে এসেই সোজা আমিনা বেগম মেমোরিয়াল এতিমখানায়...

দাদাভাইকে চিঠি

দাদাভাইকে চিঠি

প্রিয় দাদাভাই, শুরুতে তোকে শরতের শিউলি ফুলের নরম নরম ভালোবাসা। কেমন আছিস দাদাভাই? জানি তুই ভালো নেই, তবুও দাঁতগুলো বের করে বলবি ভালো আছি রে পাগলী! দাদাভাই তুই কেন মিথ্যা ভালো থাকার কথা লেখিস প্রতিবার চিঠিতে? তুই কি মনে করিস আমি তোর মিথ্যা হাসি বুঝি না? তুই ভুলে গেছিস,...

৬ Comments

  1. সুস্মিতা শশী

    পথশিশুদের চমৎকারভাবে তুলে ধরেছেন। কিছু কিছু লাইনের অন্তমিল ছুটে গেছে আশা করি পরবর্তীতে আরো ভালো কিছু পাব।

    Reply
    • khushina khatun

      সবই তো স্বপ্ন,সত্যি হয়না কেন?”
      মুখের দিকে হঠাৎ চেয়ে দেখি
      এরাই এখন পথশিশু , এ কী?

      লাইন 3টে এইরকম হওয়ার কথা ছিল,কীভাবে হল ওটা বুঝিনি।

      আর কোন লাইনে অন্তমিল ছুটেছে যদি দেখাতেন,সুবিধা হত।
      ধন্যবাদ।

      Reply
  2. Md Rahim Miah

    কৌতুহল- কৌতূহল
    কোথ্থেকে-কোথায় থেকে
    ভালো ছিল, তবে অনেক লাইনে অন্ত্যমিল মিলেনি।আর অনেক লাইনে মাত্রা মিলেনি, বেশ করে শেষেরটা ৬মাত্রা আর উপরেরটা ৫,যা মিলেনি। তবে ছন্দের কিছুটা মিল ছিল, শুভ কামনা রইল।

    Reply
  3. অচেনা আমি

    আসসালামু আলাইকুম। খুব সুন্দরভাবে পথশিশুদের বর্ণনা কয়েকটা লাইনের মধ্যে তুলে ধরার দারুণ এক চেষ্টা। প্রত্যেকটা লাইনই সুন্দর। তবে সামান্য কিছু ভুল রয়েছে, যেগুলো না থাকলে আরও চমৎকার হতো।
    হয়না – হয় না
    প্রানটা – প্রাণটা
    এইতো – এই তো
    ২০তম লাইন কেমন যেন ছন্নছাড়া হয়ে গেছে। হয়তো টাইপিং মিসটেক।

    সবকিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে। আগামীর জন্য শুভ কামনা।

    Reply
  4. Halima tus sadia

    ভালো লিখেছেন।
    বর্ণনাভঙ্গি ভালো ছড়ার।
    পথশিশুদের নিয়ে লেখা।দারুণভাবে ফুটিয়ে তুলছেন।
    শুভ কামনা রইলো।

    Reply
  5. Tanjina Tania

    লিওনার্দো দ্য ভিঞ্চি নামটা নিয়ে কনফিউশন আছে। ছড়াটা একেবারেই অন্যরকম। দারুণ লেগেছে।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *