মসজিদ
নাঈমুল ইসলাম গুলজার
মসজিদের ওই পাক মাটিতে দে বিছিয়ে ললাটখানা
শুভ্র করে নে ওরে তোর জীবন বইয়ের মলাটখানা।
সব আঁধারের দ্বার ভেঙে তুই সিজদা দে তোর জায়নামাজে
বেহেশতী নূর দেখবি রে তোর দিলনগরের আয়না মাঝে।
জিকির ধ্বনির সুর দিয়ে তুই কর মিতালী রবের সাথে
নূরমাখা সব আবেগ পাবি গভীর অনুভবের সাথে।
দুনিয়াদারির ভাবনা যত দে ফেলে সব দাফন করে
মসজিদেরই পাক মাটি তুই নে ওরে তোর আপন করে।
চমৎকার ছড়া।
ভালো লিখেছেন।
মসজিদকে নিয়ে।
শুভ কামনা রইলো।
ভালোবাসা♥
মসজিদকে নিয়ে অসাধারণ একটি ছড়া।
হামনাত পড়লে যেমন ভালো লাগে এটা পড়তেও তেমন লাগলো।
আপনি দারুণ লিখেছেন। আসলে সুন্দর বিষয়ের লেখাগুলো সুন্দরই হয়।
ভালোবাসা♥
শুভ্র-শুদ্ধ
ছড়াটা প্রথম অন্ত্যমিল থাকলেও, বাকি একটাতেও অন্ত্যমিল নেই। আর বেশ করে মাত্রা তো একদম মিল নেই ও ছন্দেরও অভাব। তবে ছড়াটা একটা ভালো জিনিস নিয়ে লেখা ছিল, শুভ কামনা রইল।
শুকরিয়া আপনার মতামতের জন্য।তবে আপনি ভুল বলেছেন।মাত্রা এবং অন্তমিলের ব্যবহার আমি যথেষ্ট করেছি বলে আমার বিশ্বাস।ভালোবাসা♥
আসসালামু আলাইকুম। লেখনী খুব ভালো লেগেছে। থিমটাও খুব সুন্দর ছিল। তবে কিছুটা ইসলামিক গজলের মতো লেগেছে আমার কাছে।
যাইহোক সবকিছু মিলিয়ে ভালো ছিল। আগামীর জন্য শুভ কামনা।
ভালোবাসা♥
মসজিদ নিয়ে ছড়া!
দারুন হয়েছে। ছন্দের মিলের ঘাটতি আছে কিছুটা। মূলত লাইন গুলো বড় হয়ে যাওয়ার কারনে ছন্দমিলের অভাব দেখা দিয়েছে।
ধন্যবা, সুন্দর একটা বিষয় নিয়ে লিখেছেন।