সিলেট
প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,743 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

যাকারিয়া আহমদ

সবুজ শ্যামল সোনার সিলেট
দু’টি কুঁড়ির দেশ
পাহাড়-টিলা নদী ঘেরা
শান্ত পরিবেশ।
দেখার মতো অনেক কিছু
আছে সিলেটে
গান কবিতা লেখা আছে
সোনার পিলেটে।
রাতাগুল আর বাংলাবাড়ি
শাহজালালের কই
জাফলং আর বিসনাকান্দি
প্রাকৃতিক এক বই।
হরীপুরে উতলা আছে
জলে অনল জ্বলে
এগাছ ওগাছ বানর নাচে
চলে দলে দলে।
কাঁঠাল আনারসে ঠাসা
হরীপুরের মাটি
তার তুলনা সে নিজেই
এত্তো পারিপাটি।
পান পানি আর পাথর আছে
গোয়াইনঘাট থানায়
দর্শনীয় জায়গা আছে
চোখ ফেরানো দায়!
জৈন্তাতে খাসিয়া পাহাড়
পান হয় উৎপাদন
কানাইঘাটে কমলা-লেবু
মানুষের বাঁধন।
পীর আউলিয়ার জন্মভূমি
জকিগঞ্জের মাটি
চাপঘাটি সুপারি আছে
খাটির চেয়ে খাটি।
বিয়ানীবাজার বড়লেখা
দেখার মতো স্থান
গাছগাছালি অনেক আছে
আছে পাখির গান।
সাতক যদি বাদ পড়ে যায়
সিমেন্ট পাবো কই?
কাগজের কারখানা আছে
যাতে লিখি বই।

সম্পর্কিত পোস্ট

যদি পাশে থাকো

যদি পাশে থাকো

তাসফিয়া শারমিন ** আজকের সকালটা অন্য রকম। সাত সকালে আম্মু বকা দিলো। মানুষের ঘুম একটু দেরিতে ভাঙতেই পারে। তাই বলে এত রাগার কী আছে ?একেবারে যে দোষ আমারও তাও নয়। মানুষ ঘুম থেকে উঠে ফোনে বা দেওয়াল ঘড়িতে সময় দেখে। কিন্তু আমি উঠি জানালার পর্দা সরিয়ে বাইরের আলো দেখে।কে জানে...

কুড়িয়ে পাওয়া রত্ন

কুড়িয়ে পাওয়া রত্ন

অনন্যা অনু 'আমিনা বেগম' মেমোরিয়াল এতিমখানার গেট খুলে ভেতরে ঢুকতেই ওমরের বুকটা ধুক ধুক করতে শুরু করে। ওমর ধীর গতিতে ভেতরে প্রবেশ করে। চারদিকে তখন সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। ওমর গত রাতের ফ্লাইটে আমেরিকা থেকে এসেছে। সে এসেই সোজা আমিনা বেগম মেমোরিয়াল এতিমখানায়...

দাদাভাইকে চিঠি

দাদাভাইকে চিঠি

প্রিয় দাদাভাই, শুরুতে তোকে শরতের শিউলি ফুলের নরম নরম ভালোবাসা। কেমন আছিস দাদাভাই? জানি তুই ভালো নেই, তবুও দাঁতগুলো বের করে বলবি ভালো আছি রে পাগলী! দাদাভাই তুই কেন মিথ্যা ভালো থাকার কথা লেখিস প্রতিবার চিঠিতে? তুই কি মনে করিস আমি তোর মিথ্যা হাসি বুঝি না? তুই ভুলে গেছিস,...

৫ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    অসাধারণ একটি ছড়া। সমগ্র সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, তার বিখ্যাত স্থান ও সিলেটের গৌরবগুলো খুব সুন্দরভাবে ছন্দের তালে তালে লেখক তার ছড়ায় ফুটিয়ে তুলেছেন। খুবই ভালো লাগলো। সিলেটের প্রতি ভালোবাসা আর মুগ্ধতা ছড়ায় উপলব্ধি করা যাচ্ছে। কবিতা পড়ে এক মুহূর্তেই যে কেউ সিলেটের প্রেমে পড়ে যেতে বাধ্য কারণ সিলেট এত্তোই সুন্দর!
    অনেক ভালো লিখেছেন। বানান বেশ নির্ভুল, শব্দগুচ্ছ ও ছন্দমিল চমৎকার। কিন্তু পিলেট শব্দটির মানে আমি জানি না, দয়া করে জানাবেন।

    Reply
  2. Naeemul Islam Gulzar

    দারুণ একটি ছড়া পড়লাম।একজন সিলেটি হিসেবে একটু বেশিই ভালো লেগেছে।তবে সবকিছু ঠিক থাকলেও জায়গাগুলোর বানানে ভুল রয়েছে।যেমন:-রাতাগুল=রাতারগুল,সাতক=ছাতক,বিসনাকান্দি=বিছনাকান্দি,হরীপুর=হরিপুর।তবে লেখাটি আমাকে মুগ্ধ করেছে????

    Reply
  3. Rifat

    খুব সুন্দরভাবে সিলেটের উপস্থাপন করেছেন ছড়ার মাধ্যমে। তবে আমি মনে করি আপনাকে ছড়ার ব্যাপারে আরও ভালো করে জানা উচিৎ।
    ছন্দমিল আরও ভালো হওয়া প্রয়োজন ছিল।
    শুভ কামনা।

    Reply
  4. shahrulislamsayem@gmail.com

    এই একটি ছড়ার মধ্যে সিলেটের প্রাকৃতিক বর্ণনা, দর্শনীয় স্থানের নাম সহ প্রায় সব কিছুই ফুটে উঠেছে, এরকম ছড়ার মাধ্যমে শেখাটা খুব ভালো লাগে, এই ছড়াটিও খুব ভালো লেগেছে

    Reply
  5. Halima tus sadia

    অসাধারণ লেখনি।শব্দ চয়নেও খুব সুন্দর।মনোমুগ্ধকর লেখা।
    চমৎকারভাবে সিলেটের সকল মনোরম দৃশ্যের কথা ফুটে তুলেছেন। সত্যিই সিলেট জায়গাটা অনেক সুন্দর।মন জুড়ানো জায়গা।
    বানানে কিছু ভুল
    বিসনাকান্দি–বিছনাকান্দি
    রাতাগুল–রাতারগুল
    সাতক–ছাতক
    দর্শনীয়–দর্শণীয়

    শুভ কামনা রইলো।
    লেখার হাত ভালো,এগিয়ে যান।

    Reply

Leave a Reply to shahrulislamsayem@gmail.com Cancel reply

Your email address will not be published. Required fields are marked *