সুমির সৎমা
প্রকাশিত: ফেব্রুয়ারী ৮, ২০১৮
shot ma
লেখকঃ vickycherry05

 1,462 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ vickycherry05

গল্প লেখকঃ
মাহদী হাসান ফরাজী
(ফেব্রুয়ারী’১৮)
……………

ফুটফুটে একটি মেয়ে সুমি। এক ভাই ও তিন বোনের মাঝে সে সবার ছোট। মা-বাবার আদরের দুলালী। সুমি ছোট হলে কি হবে! সুমির আবদার উপেক্ষা করবে? এমন সাহস-দূ:সাহস কারো নেই। সুমির ওষ্ঠ কাঁপন পালনে সকলে বাধ্য। সুমির অভিমানকে সবাই ভয় পায়। ফলে সুমি যা চায় তাই পায়।
একবার রাত বারটায় ঘুম ভাঙ্গে সুমির। আদরের রাজকন্যা গভীর নিশিতে কলা খাওয়ার বায়না ধরে। রাতের নির্জন প্রহরে অবলা মা বেরিয়ে পড়েন কলার খোঁজে। ফিরে আসেন কলা হাতে। কলা পেয়ে সুমি তো আহ্লাদে আটখানা।
মা-বাবার স্নেহ-মমতা আর ভাই-বোনের আদর-সোহাগে বয়ে যাচ্ছিল সুমির সুখের জীবন। কিন্তু বেশি দিন তার ভাগ্য সহায় হল না। অবুঝ সুমির বুঝ হওয়ার পূর্বেই সুখতারা অন্তপথে। হঠাৎ পরম মায়ের করম মমতার বিচ্ছেদ ঘটল। সুমিকে ফেলে পরপারের অতিথি বরণ করল। থমকে গেল সুমির জীবনতরী। ছিটকে পড়ল সুখতরী থেকে। সুমির জীবন হয়ে উঠল মেহেদি পাতার ন্যায়, যার উপরে সবুজ সজীব হলেও ভেতরটা রক্ত লাল। হৃদয়ের রক্তক্ষরণ যেন বাইরের সজীবতাকে ছাপিয়ে যেতে চায়। সুমির ভাগ্যাকাশে শুরু হল তুমুল মরুঝড়। ভেঙ্গে গেল অবুঝ মনের স্বপ্নপ্রাসাদ।
সুমির জীবনের মোড় ঘুরে গেল। শহর ছেড়ে গ্রামের পথে সুমি। গ্রামে পেল নতুন আবহাওয়া,নতুন মা।কিন্তু প্রতিকুলতা অনূকুলতাকে ঢেকে নিল। পেল না মায়ের সেই মায়া মমতা। ছোট্ট সুমির জীবন প্রারম্ভেই শত্রু-মিত্রের খেলা। প্রতিপক্ষের ভূমিকায় সৎমা। ঘুমানোর সময় যে সুমির প্রহর গুণত সুস্বাদু খাবার, সে সুমিকে দু’বেলা ভাতের জন্য শুনতে হয় হাজারও বকুনি। সৎমার কারণে বাবাও আর মন ভরে আদর করতে পারে না সুমিকে। ছোট্ট সুমি বুঝে উঠতে পারে না। অবুঝ হৃদয়ে শুধু একটি প্রশ্ন বারবার উঁকি দিচ্ছে,কেন এমন হচ্ছে? কি আমার অপরাধ?
সকলের জন্য উত্তরটা সহজ হলেও সুমির জন্য তা বোধগম্য নয়। কোমল হৃদয়ে সৎমার আচরণ কতটুকুইবা উপলব্ধ হতে পারে?
তার ভাবনা তো এতটুকুই যে,মা মায়ের মতই। সৎ বা আপন-এমন শব্দ তার কোমল অভিধানেই। তাই তো মায়ের স্নেহের খুঁজে ছুটে এসেছিল গ্রামে। বেঁধেছিল অনেক স্বপ্ন। মায়ের কাছে বায়না ধরবে পুতুল কিনে দেয়ার। খেলা করবে সমবয়সীদের সাথে। এ ছিল তার তুলতুলে হৃদয়ের ভাবনা,যা বাস্তবতা থেকে অনেক দূরে।
সুমি এখন একটু বড় হয়েছে। একটু একটু বুঝতে শিখেছে। সৎমায়ের অসৎ আচরণের হেতু কিছুটা আঁচ করতে পেরেছে। এখন সৎমায়ের আচরণ সুমিকে আরো বেশি পীড়া দেয়। মাঝে মাঝেই আনমনা হয়ে যায় সুমি। হারিয়ে যায় মায়ের মমতা বিজরিত স্মৃতির পাতায়। কোমল ওষ্ঠে বিড়বিড়িয়ে বলতে থাকে,”মা!কেন আমাকে একা ফেলে চলে গেলে? আমাকে কেন নিয়ে গেলে না? মা? ওমা? একবার এসে দেখে যাওনা মা,তোমার আদরের সুমি ক-ত কষ্টে আছে। একবার স্বপ্নে দেখা দাও মা!” সে রাতেই সুমি স্বপ্ন দেখে,কলা হাতে দাঁড়িয়ে মা। পরম মমতায় হাতছানি দিয়ে ডাকছে সুমিকে। সুমি দিকশূন্য হয়ে পাগলের মত দৌড়াচ্ছে মায়ের দিকে। সুমি নিজেকে সামলাতে না পেরে হোঁচট খেয়ে পড়ে গেল। অমনি ঘুম ভেঙ্গে গেল সুমির। ঘড়ির কাটা তখন বারটার ঘরে। সুমির স্মৃতির ক্যানভাসে ভীড় করল মমতাময়ী মায়ে প্রীতি। সে রাতের ঘটনা আয়নার ন্যায় ঝলঝলিয়ে উঠল। এক নিশীথে মায়ের কাছে কলা খাওয়ার বায়না ধরেছিল বাস্তব জগতে। আরেক নিশীথে মা কলা নিয়ে হাজির স্বপ্ন জগতে। কিন্তু সুমির অদৃষ্ট লিখন বড়ই করুণ! মায়ের কৃত্রিম মিলন ছোঁয়ার পূর্বেই বিচ্ছেদ পীড়া। মায়ের স্মরণে গভীর রাতে বালিশে মুখ গোজে ফোঁপিয়ে কাঁদতে থাকে সুমি। কান্নার ক্ষিণ আওয়াজে রাতের নিস্তব্ধতা ভেঙ্গে একাকার। গাছ থেকে টিনের চালে টপ টপ পানি ঝরে সমবেদনা জানায় সুমিকে।
সৎমার আচরণে প্রতিবেশিরাও হতবাগ! সৎমার কাল্পনিক চরিত্র আজ বাস্তব উপলব্ধি করছে বিস্ময়ে আঁখি। সুমির কানে ব্যথা। সুমির জন্য ডাক্তারখানা বিরল! ব্যথায় কাতরাচ্ছে সুমি। দেখছে গগন ও জমিনবাসী। শুধু সৎমা ব্যতিত। এক কোমল হৃদয় প্রতিবেশী এগিয়ে আসল। সৎমাকে হাদীসের মর্মবাণী শুনাল যে,”মুসলমানদের ঐ ঘর সবচেয়ে নিকৃষ্ট যে ঘরে এতিমের সাথে দুর্ব্যবহার করা হয়”। অজ্ঞ মূর্খতার অতল গহ্বরে নিমজ্জিত সৎমার অন্তরাত্মা কেঁপে উঠল হাদীসের মর্ম শ্রবনে। তৎক্ষণাত সুমির জন্য ডাক্তারখানা উন্মুক্ত হল। অত:পর সুমির লেখা-পড়া বিষয়ে সুপরামর্শ দিলে, সুমির ভাগ্যাকাশে নতুন রবির উদয় হয় শান্তির বার্তা নিয়ে। সুমিকে মাদরাসায় ভর্তি করানো হল। সুমির জীবন কাননে নতুন করে ফোটতে লাগল পুষ্পকলি। আসতে লাগল ঝাঁকে ঝাঁকে সুখ পাখির দল। সরব কল্লোলে গেয়ে চলল মুক্তির গান। সুমি ফিরে পেল সোনালী দিন। আবার সুখ সাগরে ভাসতে লাগল সুমির জীবনতরী। ভুলে গেল সুমি দুখের প্রশ্ন।
Jamatul Forazi

সম্পর্কিত পোস্ট

অঘোষিত মায়া

অঘোষিত মায়া

বইয়ের প্রিভিউ ,, বই : অঘোষিত মায়া লেখক :মাহবুবা শাওলীন স্বপ্নিল . ১.প্রিয়জনের মায়ায় আটকানোর ক্ষমতা সবার থাকে না। ২.মানুষ কখনো প্রয়োজনীয় কথা অন্যদের জানাতে ভুল করে না। তবে অপ্রয়োজনীয় কথা মানুষ না জানাতে চাইলেও কীভাবে যেন কেউ না কেউ জেনে যায়। ৩. জগতে দুই ধরণের মানুষ...

আমার জামি

আমার জামি

জান্নাতুল না'ঈমা জীবনের খাতায় রোজ রোজ হাজারো গল্প জমা হয়। কিছু গল্প ব্যর্থতার,কিছু গল্প সফলতার। কিছু আনন্দের,কিছু বা হতাশার। গল্প যেমনই হোক,আমরা ইরেজার দিয়ে সেটা মুছে ফেলতে পারি না। চলার পথে ফ্ল্যাশব্যাক হয়। অতীতটা মুহূর্তেই জোনাই পরীর ডানার মতো জ্বলজ্বলিয়ে নাচতে...

ভাইয়া

ভাইয়া

ভাইয়া! আবেগের এক সিক্ত ছোঁয়া, ভালবাসার এক উদ্দীপনা, ভাইয়া! ভুলের মাঝে ভুল কে খোঁজা, আর ভালবাসার মাঝে ভাইকে খোঁজা, দুটোই এক কথা! ভুল তো ভুল ই তার মাঝে ভুল কে খোঁজা যেমন মূর্খতা বা বোকামি। ঠিক তেমনি ভালবাসার মাঝে ভাইকে খোজাও মূর্খতা! আমার কাছে ভাইয়া শব্দটাই ভালবাসার...

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *