শিকল টুটে
প্রকাশিত: নভেম্বর ৫, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,615 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

শিকল টুটে
জান্নাতুন না’ঈম

আয় তোরা সব বাঁধনহারা
মিছিল গেলো ছুটে,
শুভ্র কেতুর ধুম্র জালে
বন্ধী শিকল টুটে।

রুদ্র তপন নবীন প্রাণ
দখিন বায়ুর সজীব ঘ্রাণ
জীবন নদী যায়রে বয়ে
এবারে ধর্ হাল-
তুফান স্রোতের ঘূর্ণিধারা
ছন্দ-মাতাল মরণ ছড়া,
নীলের অসীম জগৎ মাঝে
বিজয় কেতন ওড়া।
অত্যাচারীর অহমিকে?
টুটিয়ে যতো মনের সাধে,
বিদ্রোহীরা ওঠ্ রে জেগে–
রাতের তিমির আঁধার কেটে,
আসুক মধুর শমন!
বার্তা পাঠায় আলোর খামে,
দূর শশ্মানের পবন!

ধনধান্যে পুষ্পে ভরা,
বসুন্ধরার উথাল হাওয়া,
রক্ত-কমল ঝিলের নীরে,
বিদ্রোহীরা স্নারের পারে,
যুদ্ধ তিলক আঁকে|

আবার তোরা-
বাঁধনহারা;
আছিস কোথা ছন্নছাড়া
মিছিল গেল ছুটে,
প্রদীপ জ্বালো ভন্ডামীর ওই-
শিকল যত টুটে ||

সম্পর্কিত পোস্ট

যদি পাশে থাকো

যদি পাশে থাকো

তাসফিয়া শারমিন ** আজকের সকালটা অন্য রকম। সাত সকালে আম্মু বকা দিলো। মানুষের ঘুম একটু দেরিতে ভাঙতেই পারে। তাই বলে এত রাগার কী আছে ?একেবারে যে দোষ আমারও তাও নয়। মানুষ ঘুম থেকে উঠে ফোনে বা দেওয়াল ঘড়িতে সময় দেখে। কিন্তু আমি উঠি জানালার পর্দা সরিয়ে বাইরের আলো দেখে।কে জানে...

কুড়িয়ে পাওয়া রত্ন

কুড়িয়ে পাওয়া রত্ন

অনন্যা অনু 'আমিনা বেগম' মেমোরিয়াল এতিমখানার গেট খুলে ভেতরে ঢুকতেই ওমরের বুকটা ধুক ধুক করতে শুরু করে। ওমর ধীর গতিতে ভেতরে প্রবেশ করে। চারদিকে তখন সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। ওমর গত রাতের ফ্লাইটে আমেরিকা থেকে এসেছে। সে এসেই সোজা আমিনা বেগম মেমোরিয়াল এতিমখানায়...

দাদাভাইকে চিঠি

দাদাভাইকে চিঠি

প্রিয় দাদাভাই, শুরুতে তোকে শরতের শিউলি ফুলের নরম নরম ভালোবাসা। কেমন আছিস দাদাভাই? জানি তুই ভালো নেই, তবুও দাঁতগুলো বের করে বলবি ভালো আছি রে পাগলী! দাদাভাই তুই কেন মিথ্যা ভালো থাকার কথা লেখিস প্রতিবার চিঠিতে? তুই কি মনে করিস আমি তোর মিথ্যা হাসি বুঝি না? তুই ভুলে গেছিস,...

৭ Comments

  1. Halima tus sadia

    ভালো লিখেছেন।
    বর্ণনাভঙ্গি ভালো ছিলো।তবে অনেকগুলো শব্দ
    বুঝতে পারি নাই।
    বানানেও তেমন ভুল নেই
    দখিন–দক্ষিন
    শুভ কামনা রইলো।

    Reply
  2. Naeemul Islam Gulzar

    অসাধারণ ছড়া।তবে ছড়া লেখার ক্ষেত্রে যুগোপযোগী শব্দের প্রয়োগ ঘটানো উচিত যাতে সাধারণ পাঠক বুঝতে পারে।আর পাঠক যদি ছড়াটার অর্থ বুঝতে পারে তবেই তো ছড়াকারের ছড়াটি সার্থকতা পাবে।বিষয়টি বিবেচনা করবেন।শুভকামনা নিরন্তর

    Reply
  3. Tanjina Tania

    সুন্দর ছড়া। আরেকটু প্রাঞ্জল ভাষায় হলে আরও ভালো হত। শুভকামনা।

    Reply
  4. Md Rahim Miah

    ছড়াটা অনেক ভালো লেগেছে, তবে কঠিন শব্দ দেওয়ার কারণে ছড়াটা অনেক পাঠক হয়তো বুঝতে পারবে না। ছড়া যাতে সাধারণ পাঠক বুঝতে পারে সেইভাবে লেখাই বেটার মনে করি। শুভ কামনা আপনার জন্য

    Reply
  5. সুস্মিতা শশী

    সুন্দর ছড়া। সবার মত আমিও বলছি ভাষা’টা একটু কঠিন হয়ে গেছে।

    Reply
  6. অচেনা আমি

    আসসালামু আলাইকুম। ছড়াটি ভালোই ছিল। কিন্তু যেহেতু শিশুদের জন্য লেখা তাই সহজ ভাষায় লিখলে বুঝতে সুবিধা হয়। যাইহোক ভালো লিখেছেন। আগামীর জন্য শুভ কামনা।

    Reply
  7. Nafis Intehab Nazmul

    ছড়া সাধারণত শিশু উপযোগী হওয়া প্রয়োজন। আর তার জন্য প্রয়োজন ভাষার সরল প্রয়োগ। কঠিন ভাষা ব্যবহার করেও ছন্দমিল ঠিক রেখেছেন।
    শুভকামনা রইল

    Reply

Leave a Reply to Tanjina Tania Cancel reply

Your email address will not be published. Required fields are marked *