সাইফুল ইসলাম জীবন
ও তরীর মাঝি
কোথা তুমি যাও?
তোমার তরীতে
আমায় নিয়া যাও।
আমার গাঁওয়ে
গেলে মাঝি,
মন জুড়াবে তোমার
শত বার দেখিবে তুমি
অপরূপ লীলাভূমি।
ও মাঝি বকুনি দিবে
ম-বাবা যদি হয় দেরি,
তোমার তরীতে পার করে দাও
বিনিময়ে যত নাও পয়সাকড়ি।
ও মাঝি লুকিয়ে যাচ্ছে
সূর্যেরই কিরণ,
একটু পরে চাঁদের আলোয়
আলোকিত হবে ভুবন।
সন্ধা আকাশের শুকতারা
আকাশে হবে জড়ো
ও ঘাটের মাঝি,
এবার তরী তুমি ছাড়ো।
দেখতে দেখতে মন জুড়াবে
চল যদি আমার গাঁও,
ও ঘাটের মাঝি –
আমায় তুলে নাও।
চমৎকার ছড়া।পড়ে ভালো লাগল।
ছড়ায় ফুটে উঠেছে একজন যাত্রীকে তরী দিয়ে নৌকা পাড় করানোর দৃশ্য।এ দৃশ্যটা সত্যিই সুন্দর।
গ্রামের সৌন্দর্যই তো প্রকৃত সৌন্দর্য।নদী,গাছপালা,চিরসবুজের সমারোহ একমাত্র গ্রামেই।
আর নদী পাড় হওয়া দৃশ্যটাতো আরও দারুণ।
মাঝিরা সবসময়ই অনেক যাত্রী নিয়ে নদী পাড়ি দেয়।
একজন নিয়ে খুব কমই যায়।
সূর্যের আলো যখন অস্তমিত হয় তখন গ্রামে সন্ধ্যা ঘনিয়ে আসে। সন্ধ্যার দৃশ্যটা গ্রামে সত্যিই অনেক সুন্দর।
ঠান্ডা বাতাস প্রবাহিত হয়।
গ্রামের এ অপরুপ লীলাভূমি শতবার দেখতে মন চায়।
বানানেও ভুল নেই
তবে ম-বা—-এটা মা-বাবা হবে
সন্ধা–সন্ধ্যা
শুভ কামনা রইলো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ♥ অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখিত।
ছড়াটা খুবই সুন্দর। কবি খুব সুন্দরভাবে বাংলার সৌন্দর্যকে তার কবিতায় ফুটিয়ে তুলেছেন। একদিকে বাড়ি ফেরার তাড়া, বাবা-মায়ের বকুনির ভয় আর অন্যদিকে সূর্যাস্তের এক বর্ণনা ছড়াটিকে অনন্য করেছে। ভালো লাগল পড়ে। কবিতায় ছন্দমিলও খুব ভালো ছিল।
ম-বাবা- মা-বাবা।
সন্ধা- সন্ধ্যা।
শুভ কামনা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ♥ অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখিত।
বাড়ি ফিরা যাত্রী আকুতি, মিনতি, কথোপকথন, ছড়ার মাঝে অপার সুন্দর্যে হারিয়ে গিয়েছলাম, ভালো লাগলো, শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে ♥
একদিকে সন্ধ্যা ঘনিয়ে রাত নামার দৃশ্যের বর্ণনা অার অন্যদিকে দেরি করে বাড়ি ফিরলে মায়ের বকুনি খাওয়ার ভয়ে নদী পার হওয়ার তাড়া সব মিলিয়ে সুন্দর অাবহ্ সৃষ্টি হয়েছে ছন্দ- ছড়ায়।
ম-বাবা→ মা-বাবা
সন্ধা- সন্ধ্যা
শব্দ দুইটা ভুল অাছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ♥ অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখিত।
চির সবুজের দৃশ্য বরাবরি মন ছুঁয়ে যায়, নদীর ধারে সবুজের সমহার ছুঁয়ে যায় অজান্তে অবচেতন মনকে। কবিতার কথকের আকুতি, নদী পারাপারের মিনতি, বাংলার অপরূপ দৃশ্যের প্রতিচ্ছবি দুলে যায় মন। কবিতার জয় হোক, শুভকামনা
ম-বাবা — মা-বাবা
সন্ধা — সন্ধ্যা
নিজের গ্রামের সৌঁন্দর্যকে ছড়ার মাধ্যেম খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
কিন্তু মাঝে কিছু জায়গায় ছন্দমিল ছিল না।
শুভ কামনা।
বাহ, খুব ভালো লেগেছে, সাধারন নদীর পরিবেশ নিয়ে বা মাঝি নিয়ে এরকম ছন্দের ছড়া খুব কমই দেখেছি, সেই দিক থেকে খুব ভালো ছড়া