মো:রাজন আহমেদ (নীরব)|
আমার মা আমার জান
মা ছাড়া বাঁচেনা প্রাণ।
মা,আমার চোখের আলো
দুঃখ কষ্টের মাঝে,,
মা,আমায় বাসে ভাল।
যেই মা দশ মাস দশদিন
গর্ভে ধারণ করলেন মোরে,,
সেই মাকে আমি
ভুলি কেমন করে!!
মো:রাজন আহমেদ (নীরব)|
আমার মা আমার জান
মা ছাড়া বাঁচেনা প্রাণ।
মা,আমার চোখের আলো
দুঃখ কষ্টের মাঝে,,
মা,আমায় বাসে ভাল।
যেই মা দশ মাস দশদিন
গর্ভে ধারণ করলেন মোরে,,
সেই মাকে আমি
ভুলি কেমন করে!!
তাসফিয়া শারমিন ** আজকের সকালটা অন্য রকম। সাত সকালে আম্মু বকা দিলো। মানুষের ঘুম একটু দেরিতে ভাঙতেই পারে। তাই বলে এত রাগার কী আছে ?একেবারে যে দোষ আমারও তাও নয়। মানুষ ঘুম থেকে উঠে ফোনে বা দেওয়াল ঘড়িতে সময় দেখে। কিন্তু আমি উঠি জানালার পর্দা সরিয়ে বাইরের আলো দেখে।কে জানে...
অনন্যা অনু 'আমিনা বেগম' মেমোরিয়াল এতিমখানার গেট খুলে ভেতরে ঢুকতেই ওমরের বুকটা ধুক ধুক করতে শুরু করে। ওমর ধীর গতিতে ভেতরে প্রবেশ করে। চারদিকে তখন সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। ওমর গত রাতের ফ্লাইটে আমেরিকা থেকে এসেছে। সে এসেই সোজা আমিনা বেগম মেমোরিয়াল এতিমখানায়...
প্রিয় দাদাভাই, শুরুতে তোকে শরতের শিউলি ফুলের নরম নরম ভালোবাসা। কেমন আছিস দাদাভাই? জানি তুই ভালো নেই, তবুও দাঁতগুলো বের করে বলবি ভালো আছি রে পাগলী! দাদাভাই তুই কেন মিথ্যা ভালো থাকার কথা লেখিস প্রতিবার চিঠিতে? তুই কি মনে করিস আমি তোর মিথ্যা হাসি বুঝি না? তুই ভুলে গেছিস,...
মা যে আমাদের কত কষ্ট করে গর্ভে ধারণ করেন, জন্ম দেন এবং লালন পালন করেন এর আন্দাজ করার মতো ক্ষমতা আমাদের হবে না। যেই মা আমাদের এরকম অমানুষিক কষ্ট করে লালন পালন কঅরএএন তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউই হতে পারে না। তিনি আমাদের দুনিয়ার আলো দেখিয়েছেন, স্রষ্টা পরেই তার স্থান।
অনেক ভালো লিখেছেন। মাকে নিয়ে লেখা সবসময়ই সুন্দর হয়।
বানানে একটা ভুল আছে।
ভাল- ভালো।
শুভ কামনা।
মা আমাদের সবারই আবেগের জায়গা।ছড়াটিতে তাই তুলে ধরা হয়েছে।শুভকামনা♥
চমৎকার লিখেছেন মাকে নিয়ে ছড়া।
মা শব্দটি অতি মধুর।মাকে ছাড়া বেঁচে থাকা বড় কষ্টকর।
প্রতিটা সন্তানের কাছে তার মা প্রিয় হওয়া উচিৎ।
আমাদেরকে দশ মাস গর্ভে ধারণ করেছেন।
তবে আমরা সেই মাকেই একদিন ভুলে যাই।
শুভ কামনা রইলো।
ছড়া ১০ লাইন হওয়া উচিৎ কমপক্ষে।
আপনার এইটা ৯ লাইন।