লজ্জা
প্রকাশিত: মার্চ ১৫, ২০১৮
লেখকঃ vickycherry05

 2,446 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ vickycherry05

গল্প লেখকঃ
চৌধুরী মারুফ
(মার্চ – ২০১৮)
…………

সেদিনের পর থেকে প্রতিটা ক্ষণই দুঃস্বপ্নের মতো কাটছে আনুশার। কেবলই মনে হয় কারা যেন তাকে ঘিরে চক্রাকারে আবর্তিত হচ্ছে। সাথে কতগুলো অদ্ভুত রকমের বিশ্রী হাসির শব্দ। আর মাথায় ঘুরপাক খাচ্ছে মাল, ফিতা এবং সাইজ এ জাতীয় কিছু শব্দ। রাত তখন ১ টা বেজে ৫৭ মিনিট। বিছানা ছেড়ে ছোট্ট পড়ার টেবিলটায় গিয়ে বসলো আনুশা। জানলা দিয়ে বাইরের তারা ভরা আকাশের দিকে তাকিয়ে ভাবছে তার চারপাশের সব চেনা- পরিচিত পুরুষ গুলোর কথা। আর ভাবছে তাদের নির্বিঘ্নে কলেজ- ভার্সিটি- অফিস যাবার কথা, স্বাধীন চিত্তে এ প্রান্ত হতে ও প্রান্তে ঘুরে বেড়ানোর কথা, রাত- বিরাতে ব্যস্ততা শেষে নিরাপদে নীড়ে ফেরার কথা। এসব ভাবতে ভাবতে কখন জানি চোখ দুটো বেয়ে টপটপ করে জল গড়িয়ে পড়তে লাগলো টেবিলে রাখা হিটলারের ‘মাইন ক্যাম্ফ’ নামক আত্মজীবনীটার উপর সে টেরই পেলনা। হঠাৎ কাঁপা কাঁপা হাতে শরীরের কাপড় সরিয়ে নিজেকে খানিকটা উন্মুক্ত করে নিল আনুশা। নিজের উন্নত বক্ষে হাত দিয়ে অন্ধকারে নিজেরই প্রতিবিম্ব আবিষ্কারের চেষ্টা করতে লাগলো। অতঃপর টেবিলের পাশে রাখা চকচকে চাকুটা হাতে তুলে কোন এক অজানা পুরুষের অবনত বক্ষের কথা ভাবতে ভাবতেই চোখ দু’টো বুজে নিল।

সম্পর্কিত পোস্ট

অঘোষিত মায়া

অঘোষিত মায়া

বইয়ের প্রিভিউ ,, বই : অঘোষিত মায়া লেখক :মাহবুবা শাওলীন স্বপ্নিল . ১.প্রিয়জনের মায়ায় আটকানোর ক্ষমতা সবার থাকে না। ২.মানুষ কখনো প্রয়োজনীয় কথা অন্যদের জানাতে ভুল করে না। তবে অপ্রয়োজনীয় কথা মানুষ না জানাতে চাইলেও কীভাবে যেন কেউ না কেউ জেনে যায়। ৩. জগতে দুই ধরণের মানুষ...

আমার জামি

আমার জামি

জান্নাতুল না'ঈমা জীবনের খাতায় রোজ রোজ হাজারো গল্প জমা হয়। কিছু গল্প ব্যর্থতার,কিছু গল্প সফলতার। কিছু আনন্দের,কিছু বা হতাশার। গল্প যেমনই হোক,আমরা ইরেজার দিয়ে সেটা মুছে ফেলতে পারি না। চলার পথে ফ্ল্যাশব্যাক হয়। অতীতটা মুহূর্তেই জোনাই পরীর ডানার মতো জ্বলজ্বলিয়ে নাচতে...

ভাইয়া

ভাইয়া

ভাইয়া! আবেগের এক সিক্ত ছোঁয়া, ভালবাসার এক উদ্দীপনা, ভাইয়া! ভুলের মাঝে ভুল কে খোঁজা, আর ভালবাসার মাঝে ভাইকে খোঁজা, দুটোই এক কথা! ভুল তো ভুল ই তার মাঝে ভুল কে খোঁজা যেমন মূর্খতা বা বোকামি। ঠিক তেমনি ভালবাসার মাঝে ভাইকে খোজাও মূর্খতা! আমার কাছে ভাইয়া শব্দটাই ভালবাসার...

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *