ঘ্যাঙমিউ
প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,306 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

তামান্না স্নিগ্ধা
.
আমি এক ব্যাঙ
করি ঘ্যাঙ ঘ্যাঙ।
চাটি মারি টাকে
থাকি খুব সুখে।
আর করি রান্না
কিছু মিছু কান্না।
ওপাশের ছাতাতে
গায়ের এক মাথাতে
থাকে এক হুলো
মন খুব ভুলো।
মাছ বেছে কাটা খায়
দিনে ঘুম রাতে তাই
চুপ করে বসে থাকে
দেয়ালে।
দেয়ালের সিঁড়িতে
বসে এক পিঁড়িতে
ও বাড়ির দিদিমা
হাতে নিয়ে তজবী
বলে তোরা পড়বি
তেত্রিশ বার সুবাহানআল্লাহ!
ব্যাঙ পড়ে ঘ্যাঙ ঘ্যাঙ
হুলোতে মিউ মিউ
খুশি হয়ে দিদিমা
বলে ওঠে ঘ্যাঙমিউ।

সম্পর্কিত পোস্ট

যদি পাশে থাকো

যদি পাশে থাকো

তাসফিয়া শারমিন ** আজকের সকালটা অন্য রকম। সাত সকালে আম্মু বকা দিলো। মানুষের ঘুম একটু দেরিতে ভাঙতেই পারে। তাই বলে এত রাগার কী আছে ?একেবারে যে দোষ আমারও তাও নয়। মানুষ ঘুম থেকে উঠে ফোনে বা দেওয়াল ঘড়িতে সময় দেখে। কিন্তু আমি উঠি জানালার পর্দা সরিয়ে বাইরের আলো দেখে।কে জানে...

কুড়িয়ে পাওয়া রত্ন

কুড়িয়ে পাওয়া রত্ন

অনন্যা অনু 'আমিনা বেগম' মেমোরিয়াল এতিমখানার গেট খুলে ভেতরে ঢুকতেই ওমরের বুকটা ধুক ধুক করতে শুরু করে। ওমর ধীর গতিতে ভেতরে প্রবেশ করে। চারদিকে তখন সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। ওমর গত রাতের ফ্লাইটে আমেরিকা থেকে এসেছে। সে এসেই সোজা আমিনা বেগম মেমোরিয়াল এতিমখানায়...

দাদাভাইকে চিঠি

দাদাভাইকে চিঠি

প্রিয় দাদাভাই, শুরুতে তোকে শরতের শিউলি ফুলের নরম নরম ভালোবাসা। কেমন আছিস দাদাভাই? জানি তুই ভালো নেই, তবুও দাঁতগুলো বের করে বলবি ভালো আছি রে পাগলী! দাদাভাই তুই কেন মিথ্যা ভালো থাকার কথা লেখিস প্রতিবার চিঠিতে? তুই কি মনে করিস আমি তোর মিথ্যা হাসি বুঝি না? তুই ভুলে গেছিস,...

৩ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    বাহ! বেশ মজার একটা ছড়া পড়লাম। বাচ্চারা এটা পড়লে বেশ আনন্দ পাবে। তাদের উপযোগী ছড়া। ছন্দমিল গুলোও ভালো লেগেছে।
    কাটা- কাঁটা।
    শুভ কামনা।

    Reply
  2. Naeemul Islam Gulzar

    খুব মজার একটি ছড়া।পড়ে ভালো লাগলো।শিশুতোষ ছড়া তো এরকমই হয়।শুভকামনা♥

    Reply
  3. Halima tus sadia

    খুব মজার ছড়া।
    ছন্দেরও মিল রয়েছে।
    আমাদের উচিৎ ছোট বাচ্চাদের এরকম ছড়া শিখানো।
    তারা খুবই আনন্দ পাবে।
    শুভ কামনা রইলো।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *