তামান্না স্নিগ্ধা
.
আমি এক ব্যাঙ
করি ঘ্যাঙ ঘ্যাঙ।
চাটি মারি টাকে
থাকি খুব সুখে।
আর করি রান্না
কিছু মিছু কান্না।
ওপাশের ছাতাতে
গায়ের এক মাথাতে
থাকে এক হুলো
মন খুব ভুলো।
মাছ বেছে কাটা খায়
দিনে ঘুম রাতে তাই
চুপ করে বসে থাকে
দেয়ালে।
দেয়ালের সিঁড়িতে
বসে এক পিঁড়িতে
ও বাড়ির দিদিমা
হাতে নিয়ে তজবী
বলে তোরা পড়বি
তেত্রিশ বার সুবাহানআল্লাহ!
ব্যাঙ পড়ে ঘ্যাঙ ঘ্যাঙ
হুলোতে মিউ মিউ
খুশি হয়ে দিদিমা
বলে ওঠে ঘ্যাঙমিউ।
যদি পাশে থাকো
তাসফিয়া শারমিন ** আজকের সকালটা অন্য রকম। সাত সকালে আম্মু বকা দিলো। মানুষের ঘুম একটু দেরিতে ভাঙতেই পারে। তাই বলে এত রাগার কী আছে ?একেবারে যে দোষ আমারও তাও নয়। মানুষ ঘুম থেকে উঠে ফোনে বা দেওয়াল ঘড়িতে সময় দেখে। কিন্তু আমি উঠি জানালার পর্দা সরিয়ে বাইরের আলো দেখে।কে জানে...
বাহ! বেশ মজার একটা ছড়া পড়লাম। বাচ্চারা এটা পড়লে বেশ আনন্দ পাবে। তাদের উপযোগী ছড়া। ছন্দমিল গুলোও ভালো লেগেছে।
কাটা- কাঁটা।
শুভ কামনা।
খুব মজার একটি ছড়া।পড়ে ভালো লাগলো।শিশুতোষ ছড়া তো এরকমই হয়।শুভকামনা♥
খুব মজার ছড়া।
ছন্দেরও মিল রয়েছে।
আমাদের উচিৎ ছোট বাচ্চাদের এরকম ছড়া শিখানো।
তারা খুবই আনন্দ পাবে।
শুভ কামনা রইলো।