লেখা:মো:আব্দুল্লাহ হাদি
ঝুম ঝুম ঝুম বৃষ্টি পড়ছে,
যাব না আজ পাঠশালায়।
ঘুমাবো আজ সারাদিনই,
দুলবো স্বপ্নের দোলনায়।
দুপুর বেলা ভিজব আমি,
ঝিরি ঝিরি বৃষ্টির ঝরনায়।
মাগো তুমি রাগ করো না,
যাব না আজ পাঠশালায়।
রাতের বেলা খাবো খিচুরি,
মা তুমি করো রান্না।
তখনও মা যেন পড়ে বৃষ্টি,
ঝরে বৃষ্টির ঝরনা।
ঘুমানোর সময় দাদির কাছে,
অনেক গল্প শুনবো।
দাদি কয়টা গল্প বলল,
তুমি আমি গুনবো।
যখন সবাই ঘুমিয়ে পড়বে,
থাকবে ঘুমের ঘোরে।
আমি চুপি চুপি করব দোয়া,
“হে আল্লাহ কলও যেন এমনি বৃষ্টি ঝরে”।
অসাধারণ! বৃষ্টির সাথে খিচুড়ি আর দাদীর মুখে গল্প শোনা দু’টোই যেনো একই সুতোয় বাঁধা। একটির সাথে অন্যটির সম্পর্ক নিবিড়। রিমঝিম বৃষ্টিতে পড়ালেখাতেও মন বসে না। মন হারিয়ে যায় অদূর সীমানায়।
খুবই সুন্দর লিখেছেন। ছন্দমিলগুলোও বেশ ভালো। বানানে কোনো ভুল নেই। শুধু শেষ চরণে আছে।
কলও- কালও।
শুভ কামনা।
বৃষ্টি নিয়ে লেখা ছড়া।সুন্দর????।তবে একটাও অন্তমিল হয় নি।ছড়ার ক্ষেত্রে যেটা আবশ্যক।শুভকামনা♥
চমৎকার লিখেছেন।
ছন্দেরও মিল রয়েছে।
সত্যিই বৃষ্টি হলে স্কুলেও যেতে মন চায় না।বৃষ্টিতে ভিজতে মন চায়।আর খিচুরি হলেতো আরও ভালো।
বসে বসে দাদির গল্প শুনা অনেক মজার।
সেই দিনগুলো মিস করি।
সারাদিন ঘুমোতে ইচ্ছা করে।
বানানে তেমন ভুল নেই
ঝরনা–ঝরণা
কলও–কালও
শুভ কামনা রইলো।