বন্ধুত্ব কিংবা দূরত্ব
প্রকাশিত: মার্চ ১৫, ২০১৮
লেখকঃ vickycherry05

 1,595 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ vickycherry05

গল্প লেখকঃ
মায়াবতী টিপান্নিতা
(মার্চ – ২০১৮)
……………

যারা বলে ‘জীবনে কখনো বিয়ে করব না’ শেষমেশ দেখা যায় এরাই সবার আগে বিয়ে করে দিব্যি আছে। অন্তত বিয়ে করব না বলে যে সংকল্প তারা একটা সময় করেছিল সেটাও হয়ত বেমালুম ভুলে বসে সংসারের গেঁড়াকলে।
তোর মনে আছে ঐশী আমাদের দুরন্ত শৈশবের কথা? তখন সবার মধ্যে তুই ছিলি সবচে কাছের আমার।
আমার খুব জানতে ইচ্ছে করে এখনো কী কেউ তোকে ‘ঐ’ বলে ডাকে? মনে আছে তোর? আমাকে বলেছিলি জীবনে কখনো তোকে ছেড়ে একটু দূরেও যাব না আমি। সবাই আমাদের দেখে বলতো বিয়ের পর দুজন দুখানে চলে যাবা এত মাখামাখির কি দরকার? দুজনেই তখন গাল ফুলিয়ে বলতাম কক্ষনো না, দরকার হয় বিয়েই করব না!

তখন বুঝিনি এখন মনে হয় আসলেই কি দরকার ছিল এত মাখামাখির? কলেজ পার করার পরই তোর বিয়ে হয়ে গেল। বরাবরের মত আমি একলা হয়ে গেলাম।
জানিস ঐ মানিয়ে নিয়েছিলাম হয়ত তোকে ছাড়া জীবন। কিন্তু মাঝে মাঝে সমাজের আর দশটা মেয়ের সংসার জীবন দেখে আমার দমবন্ধ হয়ে আসতো। তখন তোর কথা খুব মনে পড়তো। আমরা তো পাখি হতে চেয়েছিলাম। খুব করে সারাটা জীবন যাযাবরের মত ঘুরে বেড়াতে চেয়েছিলাম সকল বেড়াজাল বাদ দিয়ে!
অথচ কি অদ্ভুত! না চাইলেও মেয়েদের শত বেড়াজালে আটকে থাকা লাগে।
তোর মনে আছে মাঝে মাঝে ভীষণ অভিমানে আমরা পালাতে চাইতাম? ঘরে কেউ বকলেই ইচ্ছে করত ব্যাগটা গুছিয়ে পালিয়ে যাই। এখনো হাঁপিয়ে গেলে ইচ্ছে করে পালাতে কিন্তু সেই আগের মত আমাদের কখনো পালানো হয়না!

একি শহরে আছি আমরা, তুই এখন দুই সন্তানের মা। সংসারের চাপে নুজ্য এক বয়স্ক নারী যেন আস্ত একটা। তুই হয়ত কখনো জানবি না আমি কেনো তোর সাথে যোগাযোগ রাখিনা। আসলে তোর মাঝে আগের সেই দুরন্ত ঐশীকে খুঁজে পাইনা আমি। হাজারটা চিন্তায় চুপসে যাওয়া তোর মুখটা দেখতে ভাল লাগবে না।
আমি এখনো আগের সেই ঐ কে মনের মধ্যে লালন করে থাকি এতে অন্তত মানসিক প্রশান্তিটা পাই।

জীবন থেকে যা হারিয়ে যায় তা কখনো ফিরে আসেনা, তুই ও হয়ত আমার সেরকম হারিয়ে যাওয়া কোন এক অমুল্য জিনিস। তবুও তোকে ভালবেসে যাব আজীবন, বুকের মধ্যে লালন করে যাব অতীতের সেই ঠুনকো স্মৃতিগুলো।

সম্পর্কিত পোস্ট

অঘোষিত মায়া

অঘোষিত মায়া

বইয়ের প্রিভিউ ,, বই : অঘোষিত মায়া লেখক :মাহবুবা শাওলীন স্বপ্নিল . ১.প্রিয়জনের মায়ায় আটকানোর ক্ষমতা সবার থাকে না। ২.মানুষ কখনো প্রয়োজনীয় কথা অন্যদের জানাতে ভুল করে না। তবে অপ্রয়োজনীয় কথা মানুষ না জানাতে চাইলেও কীভাবে যেন কেউ না কেউ জেনে যায়। ৩. জগতে দুই ধরণের মানুষ...

আমার জামি

আমার জামি

জান্নাতুল না'ঈমা জীবনের খাতায় রোজ রোজ হাজারো গল্প জমা হয়। কিছু গল্প ব্যর্থতার,কিছু গল্প সফলতার। কিছু আনন্দের,কিছু বা হতাশার। গল্প যেমনই হোক,আমরা ইরেজার দিয়ে সেটা মুছে ফেলতে পারি না। চলার পথে ফ্ল্যাশব্যাক হয়। অতীতটা মুহূর্তেই জোনাই পরীর ডানার মতো জ্বলজ্বলিয়ে নাচতে...

ভাইয়া

ভাইয়া

ভাইয়া! আবেগের এক সিক্ত ছোঁয়া, ভালবাসার এক উদ্দীপনা, ভাইয়া! ভুলের মাঝে ভুল কে খোঁজা, আর ভালবাসার মাঝে ভাইকে খোঁজা, দুটোই এক কথা! ভুল তো ভুল ই তার মাঝে ভুল কে খোঁজা যেমন মূর্খতা বা বোকামি। ঠিক তেমনি ভালবাসার মাঝে ভাইকে খোজাও মূর্খতা! আমার কাছে ভাইয়া শব্দটাই ভালবাসার...

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *