ব‌ই পড়া
প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,775 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লেখা: ফারহা নূর

বই পড়া
খুবই কড়া,
মা দেয় তাড়া
বাবা দেয় ঝাড়া,
স্যার দেয় বকুনি
আমার উঠে ঝাঁকুনি!
আসছে তেড়ে পরীক্ষা
আমার হলো জ্বররীক্ষা!
হবে না আর বই পড়া,
তাই ভেবে দই বড়া
পেটে পুরে দিলাম ঘুম,
উঠে দেখি তাল পড়ছে পিঠে দুম!
মা বলে আর হবে না শিক্ষা
আমি বলি আর নিব না দীক্ষা,
বাবা বলে এবার করতে হবে ভীক্ষা!
তাই না শুনে আমার হলো যক্ষা,
স্যার বলেন পাবে না আর রক্ষা।

সম্পর্কিত পোস্ট

যদি পাশে থাকো

যদি পাশে থাকো

তাসফিয়া শারমিন ** আজকের সকালটা অন্য রকম। সাত সকালে আম্মু বকা দিলো। মানুষের ঘুম একটু দেরিতে ভাঙতেই পারে। তাই বলে এত রাগার কী আছে ?একেবারে যে দোষ আমারও তাও নয়। মানুষ ঘুম থেকে উঠে ফোনে বা দেওয়াল ঘড়িতে সময় দেখে। কিন্তু আমি উঠি জানালার পর্দা সরিয়ে বাইরের আলো দেখে।কে জানে...

কুড়িয়ে পাওয়া রত্ন

কুড়িয়ে পাওয়া রত্ন

অনন্যা অনু 'আমিনা বেগম' মেমোরিয়াল এতিমখানার গেট খুলে ভেতরে ঢুকতেই ওমরের বুকটা ধুক ধুক করতে শুরু করে। ওমর ধীর গতিতে ভেতরে প্রবেশ করে। চারদিকে তখন সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। ওমর গত রাতের ফ্লাইটে আমেরিকা থেকে এসেছে। সে এসেই সোজা আমিনা বেগম মেমোরিয়াল এতিমখানায়...

দাদাভাইকে চিঠি

দাদাভাইকে চিঠি

প্রিয় দাদাভাই, শুরুতে তোকে শরতের শিউলি ফুলের নরম নরম ভালোবাসা। কেমন আছিস দাদাভাই? জানি তুই ভালো নেই, তবুও দাঁতগুলো বের করে বলবি ভালো আছি রে পাগলী! দাদাভাই তুই কেন মিথ্যা ভালো থাকার কথা লেখিস প্রতিবার চিঠিতে? তুই কি মনে করিস আমি তোর মিথ্যা হাসি বুঝি না? তুই ভুলে গেছিস,...

৫ Comments

  1. shahrulislamsayem@gmail.com

    বাহ, চড়ার ছন্দটা বেশ ভালোভাবে সাজানো। খুব ভালো

    Reply
  2. আফরোজা আক্তার ইতি

    এই ছড়াটা একেবারে আমার জন্য পারফেক্ট। পড়তে বসলেই ঘুম আসতো। বিরক্ত লাগতো। ছড়াটা পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এটাই সত্যি যে পড়ালেখা না করলে ভবিষ্যতে ভুগতে হয়।
    ছড়াটা বেশ সুন্দর হলেও অন্তমিলগুলো দূর্বল লেগেছে। অন্তমিলের জন্য বানানগুলোও ভুল হয়েছে।
    ভীক্ষা- ভিক্ষা।
    যক্ষা- যক্ষ্মা।
    শুভ কামনা

    Reply
  3. Naeemul Islam Gulzar

    মজার ছড়া।তবে ‘জ্বররীক্ষা’ শব্দটা বুঝি। শুভকামনা♥

    Reply
  4. Rifat

    ভীক্ষা — ভিক্ষা
    যক্ষা — যক্ষ্মা
    ছড়াটি সুন্দর। তবে ছন্দমিল আরও ভালো করা উচিৎ ছিল।
    শুভ কামনা।

    Reply
  5. Halima tus sadia

    চমৎকার লিখেছেন আপু।
    ছন্দের ধারাবাহিকতা রয়েছে।
    বই পড়তে না বসায় মায়ের বকুনি খাওয়া আজ খুব মিস করি।ছড়াটি পড়ে মনে পড়ে গেল।
    বই না পড়ে ঘুমোলে মা কাঁথা উঠে নিয়ে ধুমধাম মাইর দিতো।
    পড়তে রা বসলে কতো কথা শুনতে হতো।

    বানানে দুটো ভুল
    যক্ষা–যক্ষ্মা
    ভীক্ষা–ভিক্ষা
    শুভ কামনা রইলো।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *