নূরানা হক
একটি ছেলে বসে বসে
আপন মনে ভাবে,
আজকে সে ঘর ছাড়বে
অনেক দূরে যাবে।
.
কল্প পাখা ভর দিয়ে
স্বপ্নলোকে যাবে,
কুসুম কুসুম ইচ্ছে তার
নতুন সুর পাবে।
.
যাবে সে মেঘের দেশে
মেঘ বালিকার সাথে,
তারার সাথে করবে খেলা
জোনাক জ্বলা রাতে।
নূরানা হক
একটি ছেলে বসে বসে
আপন মনে ভাবে,
আজকে সে ঘর ছাড়বে
অনেক দূরে যাবে।
.
কল্প পাখা ভর দিয়ে
স্বপ্নলোকে যাবে,
কুসুম কুসুম ইচ্ছে তার
নতুন সুর পাবে।
.
যাবে সে মেঘের দেশে
মেঘ বালিকার সাথে,
তারার সাথে করবে খেলা
জোনাক জ্বলা রাতে।
তাসফিয়া শারমিন ** আজকের সকালটা অন্য রকম। সাত সকালে আম্মু বকা দিলো। মানুষের ঘুম একটু দেরিতে ভাঙতেই পারে। তাই বলে এত রাগার কী আছে ?একেবারে যে দোষ আমারও তাও নয়। মানুষ ঘুম থেকে উঠে ফোনে বা দেওয়াল ঘড়িতে সময় দেখে। কিন্তু আমি উঠি জানালার পর্দা সরিয়ে বাইরের আলো দেখে।কে জানে...
অনন্যা অনু 'আমিনা বেগম' মেমোরিয়াল এতিমখানার গেট খুলে ভেতরে ঢুকতেই ওমরের বুকটা ধুক ধুক করতে শুরু করে। ওমর ধীর গতিতে ভেতরে প্রবেশ করে। চারদিকে তখন সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। ওমর গত রাতের ফ্লাইটে আমেরিকা থেকে এসেছে। সে এসেই সোজা আমিনা বেগম মেমোরিয়াল এতিমখানায়...
প্রিয় দাদাভাই, শুরুতে তোকে শরতের শিউলি ফুলের নরম নরম ভালোবাসা। কেমন আছিস দাদাভাই? জানি তুই ভালো নেই, তবুও দাঁতগুলো বের করে বলবি ভালো আছি রে পাগলী! দাদাভাই তুই কেন মিথ্যা ভালো থাকার কথা লেখিস প্রতিবার চিঠিতে? তুই কি মনে করিস আমি তোর মিথ্যা হাসি বুঝি না? তুই ভুলে গেছিস,...
একদম আমার মনের কথা। আমারো ইচ্ছা করে যদি সব কিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও যেতে পারতাম। ঘুরে বেড়াতে পারতাম পুরো শহর। এই বদ্ধ ঘরে বন্দী থাকতে আর ভালো লাগে না। বাচ্চাদের মন আবেগপ্রবণ ও কল্পনাশক্তি প্রখর থাকে তাই তারা এসব ভাবতেই ভালোবাসে বেশি।
অনেক সুন্দর লিখেছেন। ছন্দমিল গুলাও ভালো লেগেছেম বানানেও কোনো ভুল পাই নি।
শুভ কামনা রইল।
অনেক মজার ছড়া।শিশুদের কল্পনাকে আরো প্রখর করবে।তবে শিশুতোষ ছড়ার ক্ষেত্রে এমন শব্দের ব্যবহার অনুচিত যেগুলোর অর্থ তারা বুঝে না।যেমন: কল্প পাখা,কল্পলোকে ইত্যাদি।শুভকামনা♥
উক্ত ছড়াটিতে বালকদের চিন্তন দক্ষতার বিশেষ পরিচয় পাওয়া যায়। তারা যখন একাকী থাকে তখন সাধারণত এসব কাল্পনিক চিন্তাভাবনাতেই ডুবে থাকতে পছন্দ করে।
লাইনগুলোও বেশ চমৎকার ছন্দবদ্ধভাবে রচিত।
সবিশেষ বলতে চাই, ছড়াটি আরো বড় করলে মজার হতো।
খুবই সুন্দর একটা ছড়া। ভাবুক ছেলের ভাবনাগুলো ছন্দের মাধ্যমে উপস্থাপিত হয়েছে।
শুভ কামনা।
ছেলেটি বসে বসে ভাবে ঘর ছেড়ে অনেক দূরে ছেড়ে চলে যাবে।বদ্ধ ঘরে সত্যিই বিরক্তিকর লাগে।
মেঘের দেশে গিয়ে ইচ্ছে করে মেঘ বালিকার সাথে আনন্দ করি।তারার সাথে খেলতে ইচ্ছে করে, জোনাক জ্বলা রাতে।
চমৎকার একটি ছড়া।পড়ে মুগ্ধ হলাম।তবে ছড়াটি আরও বড় করার দরকার ছিলো।
শুভ কামনা।