[খুশিনা খাতুন]
চৌরাস্তার মোড়ে,
কড়া রোদে বা শীতের ভোরে
জটলা বেঁধে পথ শিশুর দল,
কে যে ওরা! আমার কৌতুহল।
চেনা চেনা মুখের আদল যেন,
ওদের অমন বিশ্রী হাসি কেন?
প্রশ্ন করি , একজনকে ডেকে
“তোমরা সব এসেছো কোথ্থেকে?
জানতে পারি, পরিচয় কী তোমার?”
উত্তর দেয়,“ অন্ধ কবি হোমার,
লিখছি দেখ,ইলিয়াড; ওডিসি।”
দেখি হাতে ভাঙা কাঁচের শিশি।
“আমি হলাম লিউ নার্দো দ্য ভিঞ্চি।
আর একজন বলল হেসে কিঞ্চিৎ।
মোনালিসা, আমিই তো রোজ আঁকি
যদিও কল্পনায়, বাস্তবে সব ফাঁকি।”
রোগা ছেলেটা বলে হেসে হেসে
“গর্ত,পাথর এইতো চাঁদের দেশে।
নীল আমস্ট্রং আমিই তুমি জানো?
সবই তো স্বপ্ন,সত্যি হয়না কেন?” মুখের দিকে হঠাৎ চেয়ে দেখি
এরাই এখন পথশিশু , এ কী?
এদের আমি দেখেছি অনেক আগে,
গ্রিক, রোমান কিংবা অন্য যুগে।
এরাও পারে বিশ্ব করতে জয়।
কিন্তু এখন প্রানটা যায়, এটাই সংশয়!
পথশিশুদের চমৎকারভাবে তুলে ধরেছেন। কিছু কিছু লাইনের অন্তমিল ছুটে গেছে আশা করি পরবর্তীতে আরো ভালো কিছু পাব।
সবই তো স্বপ্ন,সত্যি হয়না কেন?”
মুখের দিকে হঠাৎ চেয়ে দেখি
এরাই এখন পথশিশু , এ কী?
লাইন 3টে এইরকম হওয়ার কথা ছিল,কীভাবে হল ওটা বুঝিনি।
আর কোন লাইনে অন্তমিল ছুটেছে যদি দেখাতেন,সুবিধা হত।
ধন্যবাদ।
কৌতুহল- কৌতূহল
কোথ্থেকে-কোথায় থেকে
ভালো ছিল, তবে অনেক লাইনে অন্ত্যমিল মিলেনি।আর অনেক লাইনে মাত্রা মিলেনি, বেশ করে শেষেরটা ৬মাত্রা আর উপরেরটা ৫,যা মিলেনি। তবে ছন্দের কিছুটা মিল ছিল, শুভ কামনা রইল।
আসসালামু আলাইকুম। খুব সুন্দরভাবে পথশিশুদের বর্ণনা কয়েকটা লাইনের মধ্যে তুলে ধরার দারুণ এক চেষ্টা। প্রত্যেকটা লাইনই সুন্দর। তবে সামান্য কিছু ভুল রয়েছে, যেগুলো না থাকলে আরও চমৎকার হতো।
হয়না – হয় না
প্রানটা – প্রাণটা
এইতো – এই তো
২০তম লাইন কেমন যেন ছন্নছাড়া হয়ে গেছে। হয়তো টাইপিং মিসটেক।
সবকিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে। আগামীর জন্য শুভ কামনা।
ভালো লিখেছেন।
বর্ণনাভঙ্গি ভালো ছড়ার।
পথশিশুদের নিয়ে লেখা।দারুণভাবে ফুটিয়ে তুলছেন।
শুভ কামনা রইলো।
লিওনার্দো দ্য ভিঞ্চি নামটা নিয়ে কনফিউশন আছে। ছড়াটা একেবারেই অন্যরকম। দারুণ লেগেছে।