টুকুন
প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,468 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

ঊৎস রহমান

আচ্ছা বাবা,
চাদঁটা কেন হাসে,
মামনি,তোমায় ভালবেসে।
আচ্ছা বাবা,
জোনাক কেন জ্বলে,
রাতটা আধার বলে।
আচ্ছা বাবা,
তারাগুলো অত দুরে কেন,
দুর থেকে ভালবাসতে পারি যেন.
আচ্ছা বাবা,
সকালটা কেন এত আলো,
রাতের আধারটা যে কালো.
আচ্ছা বাবা,
পাখিরা কেন আকাশে ঊড়ে,
ওরা অনেক দুঃখী বলে.
আচ্ছা বাবা,
ঐ দুর আকাশের চেয়েও কি দুরে আমার মা,
হ্যা রে টুকুন ঐ দুর আকাশের থেকেও দুরে,
আমার নীলীমা.

সম্পর্কিত পোস্ট

যদি পাশে থাকো

যদি পাশে থাকো

তাসফিয়া শারমিন ** আজকের সকালটা অন্য রকম। সাত সকালে আম্মু বকা দিলো। মানুষের ঘুম একটু দেরিতে ভাঙতেই পারে। তাই বলে এত রাগার কী আছে ?একেবারে যে দোষ আমারও তাও নয়। মানুষ ঘুম থেকে উঠে ফোনে বা দেওয়াল ঘড়িতে সময় দেখে। কিন্তু আমি উঠি জানালার পর্দা সরিয়ে বাইরের আলো দেখে।কে জানে...

কুড়িয়ে পাওয়া রত্ন

কুড়িয়ে পাওয়া রত্ন

অনন্যা অনু 'আমিনা বেগম' মেমোরিয়াল এতিমখানার গেট খুলে ভেতরে ঢুকতেই ওমরের বুকটা ধুক ধুক করতে শুরু করে। ওমর ধীর গতিতে ভেতরে প্রবেশ করে। চারদিকে তখন সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। ওমর গত রাতের ফ্লাইটে আমেরিকা থেকে এসেছে। সে এসেই সোজা আমিনা বেগম মেমোরিয়াল এতিমখানায়...

দাদাভাইকে চিঠি

দাদাভাইকে চিঠি

প্রিয় দাদাভাই, শুরুতে তোকে শরতের শিউলি ফুলের নরম নরম ভালোবাসা। কেমন আছিস দাদাভাই? জানি তুই ভালো নেই, তবুও দাঁতগুলো বের করে বলবি ভালো আছি রে পাগলী! দাদাভাই তুই কেন মিথ্যা ভালো থাকার কথা লেখিস প্রতিবার চিঠিতে? তুই কি মনে করিস আমি তোর মিথ্যা হাসি বুঝি না? তুই ভুলে গেছিস,...

৬ Comments

  1. Naeemul Islam Gulzar

    বিষয় নির্ধারণ চমৎকার।তবে লেখাটা কেমন যেন অসম্পূর্ণ লেগেছে।এবং অন্তমিল,মাত্রার দিকে আরোও খেয়াল দিবেন।ভালোবাসা♥

    Reply
  2. Tasnim Rime

    ছড়াটা সুন্দর ছিল। কিন্তু যতি চিহ্নের ব্যবহার ঠিক নেই। বানানেও বেশ কিছু ভুল অাছে।
    অাধার- অাঁধার
    দুরে- দূরে
    দুর- দূর
    ভালবাসতে- ভালোবাসতে
    অাধারটা- অাঁধারটা
    ঊড়ে- উড়ে

    Reply
  3. রেজাউল করিম

    সু্ন্দর হয়েছে।
    আধার–>আঁধার
    আধারে–>আঁধারে
    হ্যা–>হ্যাঁ
    নীলীমা–>নিলীমা

    Reply
  4. আফরোজা আক্তার ইতি

    অনেক ভালো লেগেছে। বাচ্চাদের শুধু প্রশ্ন থাকে। পারিপার্শ্বের প্রকৃতি ও বাস্তবতায় তারা অবাক হয় মুগ্ধ হয়,ক্ষণে ক্ষণে তাদের মনে নানাবিধ প্রশ্ন জেগে উঠে তারা সবার কাছ থেকে উত্তর জেনে মনের কৌতুহল মিটাতে চায়।
    তেমনটাই ফুটিয়ে তুলেছেন আপনার ছড়ায়।
    বানানে কয়েকটা ভুল আছে।
    আধার- আঁধার।
    দুর- দূর।
    ভালবাসতে- ভালোবাসতে।
    হ্যা- হ্যাঁ।
    নীলীমা- নীলিমা।
    চরণের শেষে দাঁড়ির বদলে ফুলস্টপ ব্যবহার করেছেন। এটা মারাত্মক ভুল। পরবর্তীতে সতর্ক থাকবেন।
    শুভ কামনা।

    Reply
  5. Rifat

    দূর — দূর
    আধার — আঁধার
    হ্যা — হ্যাঁ
    খুবই সুন্দর একটি ছড়া পড়লাম। সুন্দর ছন্দমিল রয়েছে
    শুভ কামনা।

    Reply
  6. shahrulislamsayem@gmail.com

    বেশ ভালো লাগার মত ছড়া, ছন্দের মিলটাও বেশ গোছানো,
    তবে বানান ভুল…………’দুরে’ -‘দূরে’

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *