ঊৎস রহমান
আচ্ছা বাবা,
চাদঁটা কেন হাসে,
মামনি,তোমায় ভালবেসে।
আচ্ছা বাবা,
জোনাক কেন জ্বলে,
রাতটা আধার বলে।
আচ্ছা বাবা,
তারাগুলো অত দুরে কেন,
দুর থেকে ভালবাসতে পারি যেন.
আচ্ছা বাবা,
সকালটা কেন এত আলো,
রাতের আধারটা যে কালো.
আচ্ছা বাবা,
পাখিরা কেন আকাশে ঊড়ে,
ওরা অনেক দুঃখী বলে.
আচ্ছা বাবা,
ঐ দুর আকাশের চেয়েও কি দুরে আমার মা,
হ্যা রে টুকুন ঐ দুর আকাশের থেকেও দুরে,
আমার নীলীমা.
বিষয় নির্ধারণ চমৎকার।তবে লেখাটা কেমন যেন অসম্পূর্ণ লেগেছে।এবং অন্তমিল,মাত্রার দিকে আরোও খেয়াল দিবেন।ভালোবাসা♥
ছড়াটা সুন্দর ছিল। কিন্তু যতি চিহ্নের ব্যবহার ঠিক নেই। বানানেও বেশ কিছু ভুল অাছে।
অাধার- অাঁধার
দুরে- দূরে
দুর- দূর
ভালবাসতে- ভালোবাসতে
অাধারটা- অাঁধারটা
ঊড়ে- উড়ে
সু্ন্দর হয়েছে।
আধার–>আঁধার
আধারে–>আঁধারে
হ্যা–>হ্যাঁ
নীলীমা–>নিলীমা
অনেক ভালো লেগেছে। বাচ্চাদের শুধু প্রশ্ন থাকে। পারিপার্শ্বের প্রকৃতি ও বাস্তবতায় তারা অবাক হয় মুগ্ধ হয়,ক্ষণে ক্ষণে তাদের মনে নানাবিধ প্রশ্ন জেগে উঠে তারা সবার কাছ থেকে উত্তর জেনে মনের কৌতুহল মিটাতে চায়।
তেমনটাই ফুটিয়ে তুলেছেন আপনার ছড়ায়।
বানানে কয়েকটা ভুল আছে।
আধার- আঁধার।
দুর- দূর।
ভালবাসতে- ভালোবাসতে।
হ্যা- হ্যাঁ।
নীলীমা- নীলিমা।
চরণের শেষে দাঁড়ির বদলে ফুলস্টপ ব্যবহার করেছেন। এটা মারাত্মক ভুল। পরবর্তীতে সতর্ক থাকবেন।
শুভ কামনা।
দূর — দূর
আধার — আঁধার
হ্যা — হ্যাঁ
খুবই সুন্দর একটি ছড়া পড়লাম। সুন্দর ছন্দমিল রয়েছে
শুভ কামনা।
বেশ ভালো লাগার মত ছড়া, ছন্দের মিলটাও বেশ গোছানো,
তবে বানান ভুল…………’দুরে’ -‘দূরে’