তোমার আমার ব্যবধান
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,168 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লেখাঃ রেজাউল করিম।

তোমার আমার তোমার মাঝে,
রয়েছে ব্যবধান।
তুমি ধনী,
আমি এক কুলির সন্তান।
তোমার বাবা করে ওকালতি,
কামায় ভুড়ি ভুড়ি।
আমার বাবা দিন-মজুরি,
ভাগ্য ঠুকেই মরি।
থাকো তুমি অট্টালিকায়,
শান্তি আরামে রেশ।
কুঁড়েঘরের ছাউনিতে মোর,
দিন কেটে যায় বেশ।
তুমি হলে আকাশের চাঁদ,
আমি হলাম মাটি।
ভালোবেসে মন হয়েছে,
দিয়াশলাইয়ের কাঠি।
সেই কাঠিটা ধুকে ধুকে,
পুড়ছে দিবা-রাতি।
মন বলে মোর নাইকো কিছুই,
নিভু নিভু বাতি।
ভালোবাসা কেবলি খড়ের বাসা,
ঠুনকো তার উঠান।
বাস্তবতাই বুঝিয়ে দেয়,
তোমার আমার ব্যবধান।।

সম্পর্কিত পোস্ট

পূনর্জন্ম

জুয়াইরিয়া জেসমিন অর্পি . কলেজ থেকে ফিরেই পিঠের ব্যাগটা বিছানায় ছুড়ে ফেললো অন্বেষা। তারপর পড়ার টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে নিয়ে ধপ করে বসে দুই হাত দিয়ে মাথাটা চেপে ধরলো।প্রচণ্ড মেজাজ খারাপ ওর। আজ ওদের সেমিস্টার ফাইনালের রেজাল্ট দিয়েছে। একদমই ভালো করেনি সে। যদিও শুরু...

অনুভূতি

অনুভূতি

লেখা: মুন্নি রহমান চারদিকে ফজরের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে। বাইরে এখনো আবছা অন্ধকার। তড়িঘড়ি করে বিছানা ছাড়লো মালা। ঘরের কাজ সেরে বের হতে হবে ফুল কিনতে। তাড়াতাড়ি না গেলে ভালো ফুল পাওয়া যায় না আর ফুল তরতাজা না হলে কেউ কিনতে চায় না। মাথার ওপরে তপ্ত রোদ যেন...

অসাধারণ বাবা

অসাধারণ বাবা

লেখক:সাজেদ আল শাফি বাসায় আসলাম প্রায় চার মাস পর। বাবা অসুস্থ খুব।তা নাহলে হয়তো আরও পরে আসতে হতো।গাড়ি ভাড়া লাগে ছয়শো পঁচিশ টাকা।এই টাকাটা রুমমেটের কাছ থেকে ধার নিয়েছি।তার কাছে এই পর্যন্ত দশ হাজার টাকা ঋণ হয়েছে।বলি চাকরি হলেই দিয়ে দিব। পড়াশোনা শেষ করে দুই বছর...

১৩ Comments

  1. আখলাকুর রহমান

    লেখাঃ – লেখা: (বিসর্গের অপব্যবহার হয়েছে)

    অনেক সুন্দর লিখেছেন। বাস্তবতায় সব কিছু বলে দেয়।
    শুভ কামনা রইল।

    Reply
    • রেজাউল করিম

      ধন্যবাদ ভাইজান।

      Reply
  2. আরাফাত তন্ময়

    শব্দটা দিন-মজুর।
    সুন্দর শব্দচয়নে মুগ্ধ হলাম।
    শুভ কামনা রইলো

    Reply
  3. tusher

    অসাধারন লেখনি। মনোমুগ্ধকর প্রকাশ। লেখকের জন্য শুভকামনা রইল।

    Reply
  4. Tusher

    অসাধারন লেখনি। মনোমুগ্ধকর প্রকাশ। লেখকের জন্য শুভকামনা রইল।…

    Reply
  5. Tusher

    গল্পে ভালোবাসার এক অসাধারন প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন।পড়ে খুব ভালো লাগল। আরো সামনে এগিয়ে যান। শুভকামনা রইল।

    Reply
  6. Tahsin Rhythm

    oshadharon

    Reply
  7. Shafiur Rahman

    “ভালোবেশে মন হয়েছে,
    দিয়াশলাইয়ের কাঠি।”
    অসাধারন বিশ্লেষণ!
    শুভ কামনা রইলো????

    Reply
  8. Fardin islam

    অসাধারণ

    Reply
  9. আফরোজা আক্তার ইতি

    খুবই ভালো লিখেছেন। দু’টি মনের মিল থাকলেই ভালোবাসা যায়, কিন্তু ভালোবাসা বাস্তবতার কাছেও হেরে যায়। বাস্তবতা খুবই কঠিন জিনিষ। এর জন্য ধনী-দরিদ্র,সাদা-কালো সবকিছুতেই বিভেদ সৃষ্টি হয়। আর এই বিভেদের জন্য লি হয় হাজারো কিছু সত্যিকারের ভালোবাসা।
    সুন্দর লিখেছেন।
    দিন-মজুরি- দিন-মজুর।
    কেবলি- কেবলই।

    Reply
  10. Halima tus sadia

    চমৎকার কবিতা।
    প্রতিটা চরণ বাস্তবতার কথা বলে।শব্দচয়নেও বেশ ভালো।গুছিয়ে লিখেছেন।

    ধনী,গরীবের ভালোবাসা সবসময় পূর্ণতা পায় না।তবে মনের মিল থাকতে হবে।
    আমাদের সমাজে বৈষম্য থাকবেই।এটা কখনো দূর হবে না। এই বৈষম্যের কারণে কতো ভালোবাসা বিলীন হয়ে যাচ্ছে।
    বানানেও তেমন কোনো ভুল নেই।
    দিন-মুজুরি–দিন -মুজুর
    শুভ কামনা রইলো।

    Reply
  11. মাহফুজা সালওয়া

    প্রথম দিকে ছন্দের অন্তমিল পাওয়া গেলেও, পরে মনে হলো ছন্দপতন ঘটেছে।
    থিমটা ভালো ছিলো,কিন্তু প্রয়োজন ছিলো আরও সুন্দর উপস্থাপনার।
    চর্চা চালিয়ে যাবেন।
    শুভকামনা।।

    Reply

Leave a Reply to মাহফুজা সালওয়া Cancel reply

Your email address will not be published. Required fields are marked *