শীতের শৈশব
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৮
লেখকঃ augustmault0163

 3,704 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

শীতের শৈশব
জেবিন সুলতানা

শীতের প্রভাতে কাঁথার তলে গভির ঘুমে যখন,
মা এসে কয়,নিদ্রা ছাড় আর মক্তবে যাও এখন।
ভয়ে আমি কহিলাম মা,যাবোনা আজ শীত যে বেশি,
মায়ের রাগ দেখিয়া নড়ে উঠলো আমার পেশী।
শীতের দুপুরে সোয়েটার গায়ে খেতে আসলাম যখন,
মা এসে কয়,খাওয়া পরে জলদি গোসলে যাও এখন।
ভয়ে আমি কহিলাম মা,গোসলের পানি যে খুব শীতল।
মায়ের রাগ দেখিয়া আমার বুকে লাগিল অনল।
সন্ধ্যায় খেলা শেষে ঘরে ফিরে কাঁথার নিচে যখন,
মা এসে কয়,কিসের ঘুম এই সময়ে?পড়তে যাও এখন।
ভয়ে আমি কহিলাম মা,পড়া আজ নেই তেমন।
শুনে মা কহিল,ঠিক আছে কাল থেকে যেন না হয় এমন।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৪ Comments

  1. Halima tus sadia

    অসাধারণ কবিতা। ছন্দেরও মিল রয়েছে।
    পড়ে ভালো লাগলো।
    বানানে কয়েকটা ভুল
    গভির–গভীরে
    যাবোনা–যাবো না
    শুভ কামনা রইলো।

    মায়ের

    Reply
  2. সুস্মিতা শশী

    গভির – গভীর
    যাবোনা – যাবো না

    Reply
  3. অচেনা আমি

    আসসালামু আলাইকুম। কবিতাটা খারাপ না, ভালোই। তবে আর একটু বড় হলে হলে বেশি লাগতো।
    গভির – গভীর
    যাবোনা – যাবো না
    ছাড় – ছাড়ো ( যেহেতু তুমি করে সম্বোধন করা হয়েছে। তুমি করে সম্বোধনে’ো ‘ব্যবহৃত হয়।)

    আগামীর জন্য অনেক অনেক শুভ কামনা।

    Reply
  4. Md Rahim Miah

    গভির-গভীর
    তলে-নিচে
    কহিলাম-বলিলাম (যেহেতু চলিত ভাষা ব্যবহার হয়েছে আঞ্চলিক ভাষা না দেওয়া উত্তম)

    যাবোনা -যাবো না
    দেখিয়া-দেখে
    শুনে-শোনে
    কবিতাটা মাঝে অনেকটা ছন্দ মিল আছে, কিন্তু গদ্য কবিতা বলা যায়। আর যাইহোক চলিত ভাষা আর আঞ্চলিক ভাষা কবিতার মাঝে এক করার জন্য কবিতার সুন্দর্য্য নষ্ট হয়ে গেছে। ভালো লাগলেও কবিতা এইভাবে লেখা মানায় না ভাষা মিশ্রণ ঘটিয়ে। শুভ কামনা রইল

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *