রূপকথা
শামীমা আক্তার শানু
একটি আপেল,একটি কমলা
দেবো তোকে
লক্ষ্মী সোনা ।
একটি পেয়ারা,একটি আম
মেখে খাবি
দেখবি মজা ।
হরেক রকম খেলনা দেবো
ঘটি,বাটি,বালতি
পুতুল দেবো তিনটি ।
সাত সমুদ্র পাড়ি দেবো
সেথায় গিয়ে
রাজপুৃত্র আনবো ।
রংধনুর রথে করে
নিয়ে যাবে
আমার লক্ষ্মী সোনাকে ।
ছড়ার মুল বৈশিষ্ট্য ছন্দের মিল আর এখানে তার অভাব ঘটেছে।
ছড়ায় অন্তমিল থাকা আবশ্যক।না থাকলে তা ছড়া হয় না।লেখককে এই বিষয়ে খেয়াল রাখা উচিৎ।শুভকামনা নিরন্তর
আসসালামু আলাইকুম।
ছড়ায় ছন্দ মিল থাকাটা খুব জরুরি। কিন্তু এই ছড়াটিতে ছন্দের মিল তেমন একটা পাইনি। ছড়ার নামটাও বেমানান লেগেছে আমার কাছে৷ আগামীতে আশা করি আরও ভালো হবে। শুভ কামনা।
চমৎকার লেখনি।
ভালো লাগলো।শব্দ চয়নও ভালো।
সহজ সরল ভাষায় লেখা লক্ষ্মী সোনাকে নিয়ে।
শুভ কামনা রইলো।
ধন্যবাদ
ছড়ার মাঝে যা থাকা দরকার একটাও নেই এইখানে, অন্ত্যমিল ঠিক নেই আর ছন্দও মিল নেই, সেই সাথে মাত্রা। ছড়া না বলে এটাকে সাধারণ লেখা মেয়েকে উদ্দেশ্যে বলা যায়। তবে ভালো ছিল, শুভ কামনা।
বেশ সাবলীল ভাষায় লিখা দারুণ একটি ছড়া। কিন্তু বড্ড তাড়াহুরায় শেষ হলো যেন।
ধন্যবাদ
ছড়ায় ছন্দ আবশ্যক। যেটা আপনার ছড়াতে নাই।
কিছুদিন আগে, গ্রুপে ছড়া কবিতা লেখার নিয়ম পোস্ট করেছিলো মোহাসিনা আপা, পড়ে নিয়েন।