ছড়ার নাম: পুতুলের বিয়ে।
লেখা:রাহিম মিয়া।
চুমকি আমার আজ খেলছে পুতুলের খেলা,
তাই দেখে বইছে আমার সুখেই মেলা।
আজ যে আমার পুতুলের বিয়ে হবে,
টাকা হাজার দিয়েই কন্যার সাথে তবে।
টাকা ছাড়া নিব না কন্যা বাড়ি,
যত দাও শাসন আর কড়া ঝাড়ি।
কিন্তু শেষে হল না কোনো কাজ,
চুমকি আমাই মিষ্টি কথায় করলো বশবাজ।
বিয়ে হবে চুমকির সাথে আমার একদিন,
সেই আশায় কন্যা নিব নিজেরই অধীন।
পুতুলের খেলা – পুতুল খেলা
তাই দেখে বইছে আমার সুখেই মেলা – সুখের হবে মনে হয়।
আমাই – আমায়
আসসালামু আলাইকুম। ছড়াটি মোটামুটি ভালো লেগেছে। কিছু কিছু ভুল রয়েছে যা না থাকলে আরও সুন্দর হতো।
সুখেই মেলা – সুখের মেলা
আমাই – আমায়
হল – হলো
বশবাজ মানে কী বুঝলাম না ঠিক।
যাইহোক ভালো ছিল। আগামীতে আশা করি আরও ভালো হবে। শুভ কামনা।
ভালো লিখেছেন।
ভালো লাগলো।
পতুলের বিয়ে নিয়ে ছড়া।
ছোটবেলার কথা মনে পড়লো।
সুখেয়–সুখের
শুভ কামনা রইলো।
নিজের লেখা ছড়াতে কি আর মন্তব্য করবো। তারপরও পাঠক হিসাবে যেহেতু অংশ নিয়েছি মন্তব্য করতে হবেই।
সুখেই-সুখেরই(সুখেরই দিল আরেকটু ভালো হত মনে হয়।
আমাই-আমায়(এটা নিয়ে আমিও চিন্তাতে ছিলাম, প্রথমে আমায় দেওয়ার পরও আবার ই দিয়ে ফেলেছিলাম। যাইহোক ছড়ার মাঝে অন্ত্যমিল আর মাত্রা ও ছন্দ সব ঠিক আছে। তবে শেষে লাইনটা ছন্দ আরেকটু মিলে লিখলে ভালো হত।
সুখেই টা টাইপিং মিস্টেক মে বি। আমাই না হয়ে আমায় হলে ভালো হত। শুভকামনা
সুখেই~ সুখেরই হবে মনে হয়। বশবাজ মানে কি?
ছন্দের মিল সমান হয়নি ভাই। নেক্সট টাইম আরো ভালো করতে হবে।