প্রতীক্ষা
প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৮
লেখকঃ augustmault0163

 3,162 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লেখক: রেজাউল করিম।

একটা পদ্ম
নীল রূপের পদ্ম।
ফুটেছে হাওড়া বিলে।
ছেলেটি দাড়িয়ে,
ফ্যালফ্যাল করে তাকিয়ে;
এমন করে তাকিয়ে!
যেন পদ্মটি তার বহুবছরের চেনা।
চেনা বলেই চাইছে তাকে।
ইচ্ছে করছে কাছে যেতে!
ব্যর্থ প্রেমের পৃষ্ট হৃদয়,
ফিরে পাবে এই প্রণয়ে।
পুষে রাখবে মনদানিতে
শিকড়সহ তুলে এনে।
কিন্তু ওই যে জল,
হাওড়া বিলের কালোজল!
তাকে ডিঙ্গোবে কে?
সে তো সাঁতার জানে না!
তবুও সে বসে,
ঘাপটি মেরে বসে।
জল শুকানোর এক নিদ্রাহীন প্রতিক্ষায়।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৬ Comments

  1. Rezaul Karim Reza

    অসাধারন হয়েছে।

    Reply
  2. M H Shakil

    অসাধারণ একটি কবিতা পড়লাম। প্রতিটি লাইনের একটি সুন্দর ভাবার্থ রয়েছে। আন্তরিকভাবে লেখকের প্রতি রইল শুভ কামনা।

    Reply
  3. shahrulislamsayem@gmail.com

    ভালো লাগলো

    Reply
  4. Rifat

    ‘তবুও সে বসে,
    ঘাপটি মেরে বসে।
    জল শুকানোর এক নিদ্রাহীন প্রতিক্ষায়।’
    শেষের এই লাইন তিনটিই অসাধারণ লেগেছে। কবিতার মাঝে দক্ষতার পরিচয় ফুটে উঠেছে।
    শুভ কামনা।

    Reply
  5. Naeemul Islam Gulzar

    মনের মাধুরী মিশিয়ে লেখা কবিতা।অসাধারণ।এখানে কবি তার ভালোবাসার মানুষকে পদ্ম বলে সম্বোধন করেছেন হয়তো।শুভকামনা

    Reply

Leave a Reply to shahrulislamsayem@gmail.com Cancel reply

Your email address will not be published. Required fields are marked *