লেখক: রেজাউল করিম।
একটা পদ্ম
নীল রূপের পদ্ম।
ফুটেছে হাওড়া বিলে।
ছেলেটি দাড়িয়ে,
ফ্যালফ্যাল করে তাকিয়ে;
এমন করে তাকিয়ে!
যেন পদ্মটি তার বহুবছরের চেনা।
চেনা বলেই চাইছে তাকে।
ইচ্ছে করছে কাছে যেতে!
ব্যর্থ প্রেমের পৃষ্ট হৃদয়,
ফিরে পাবে এই প্রণয়ে।
পুষে রাখবে মনদানিতে
শিকড়সহ তুলে এনে।
কিন্তু ওই যে জল,
হাওড়া বিলের কালোজল!
তাকে ডিঙ্গোবে কে?
সে তো সাঁতার জানে না!
তবুও সে বসে,
ঘাপটি মেরে বসে।
জল শুকানোর এক নিদ্রাহীন প্রতিক্ষায়।
অসাধারন হয়েছে।
ধন্যবাদ
অসাধারণ একটি কবিতা পড়লাম। প্রতিটি লাইনের একটি সুন্দর ভাবার্থ রয়েছে। আন্তরিকভাবে লেখকের প্রতি রইল শুভ কামনা।
ভালো লাগলো
‘তবুও সে বসে,
ঘাপটি মেরে বসে।
জল শুকানোর এক নিদ্রাহীন প্রতিক্ষায়।’
শেষের এই লাইন তিনটিই অসাধারণ লেগেছে। কবিতার মাঝে দক্ষতার পরিচয় ফুটে উঠেছে।
শুভ কামনা।
মনের মাধুরী মিশিয়ে লেখা কবিতা।অসাধারণ।এখানে কবি তার ভালোবাসার মানুষকে পদ্ম বলে সম্বোধন করেছেন হয়তো।শুভকামনা