ওপারের ডাক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,551 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

ওপারের ডাক

          জাহিদুল ইসলাম
হিংসের তোপানলে
                       জ্বলে পুড়ে মরিস না,
জীবন থাকতে তুই
                       রেষারেষি  করিস না।
হৃদয়ের মাঝে রাখ
                        খোদারই ভয় সব,
ওইখানে বসে আছে
                        সকলের দাতা রব।
যার কাছে নেই লাজ
                        সে ছাড়বে পাপ কাজ?
বয়স হলে অনেক
                        শরীরে পড়বে ভাজ।
উদয় হলেও বুঝ
                        বয়সের শেষদিকে,
তখন শুধালে কেউ
                        সাড়া দেবে না তো ডাকে।
থাকতে জান তোমার
                        গড়ে নাও স্ব-জীবন,
পাবেনা সময় আর
                        স্বর্গ অতি মূল্যবান।
স্বর্গ সুখ যদি চাও
                        যপো বিধাতার নাম,
গাইলে খোদার গান
                        হবে তোমার সুনাম।
খোদার বিধান মেনে
                        স্বর্গসুখ আনো কিনে;
বিধির জান্নাত তুমি
                        পাবে না নামাজ বিনে।
ওপারের ডাক এলে
                        থাকবেনা তো উপায়,
সর্বস্ব ভুলে হিংসা-
                        বিভেদ ছাড়ো সবাই।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৭ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    খুবই সুন্দর কবিতা। লেখার ধাঁচ সুন্দর। শব্দচয়ন আর ছন্দমিলও বেশ ভালো। কবিতার মূলবার্তাও অত্যন্ত সুন্দর ও শিক্ষণীয়। কখন আমাদের ওপারে চলে যাওয়ার ডাক আসে তার ঠিক নেই। তাই সময় থাকতে এখনই আমাদের উচিৎ বেহেশতে যাওয়ার ব্যবস্থা করা, আল্লাহর ইবাদাত করা।
    খুব ভালো লিখেছেন। বানানে কোন ভুল আমার নজরে পড়ে নি।
    ভাজ- ভাঁজ।

    Reply
  2. Rajib Molla

    খুব উপদেশ ও অনুপ্রেরণামমূলক কবিতা। তবে যপোর জায়গায় জপো হবে বোধহয়।

    Reply
  3. Halima tus sadia

    আমরা হিংসের তোপানলে জ্বলে পুড়ে মরি।একে অপরের রেষারেষি করি।কারও ভালো দেখতে পারি না।সময় থাকতে বুঝি না স্বর্গ কত মূল্যবান।নামাজ বিনে সেই স্বর্গের সুখ কখনোই লাভ করা যায় না।
    হিংসা,অহংবার ভুলে আমাদের সবার উচিৎ আল্লাহর ইবাদত করা।

    খুব সুন্দর একটি কবিতা।মনোমুগ্ধকর হয়ে গেলাম।
    শুভ কামনা রইলো।

    Reply
  4. Halima tus sadia

    আমরা হিংসের তোপানলে জ্বলে পুড়ে মরি।একে অপরের রেষারেষি করি।কারও ভালো দেখতে পারি না।সময় থাকতে বুঝি না স্বর্গ কত মূল্যবান।নামাজ বিনে সেই স্বর্গের সুখ কখনোই লাভ করা যায় না।
    হিংসা,অহংকার ভুলে আমাদের সবার উচিৎ আল্লাহর ইবাদত করা।

    খুব সুন্দর একটি কবিতা।মনোমুগ্ধকর হয়ে গেলাম।
    শুভ কামনা রইলো।

    Reply
  5. Jahidul Islam

    ভালোবাসা নিরন্তর আপু। এরকমভাবে উৎসাহ পেলেই কবিরা জেগে উঠবে।

    Reply
  6. Jahidul Islam

    ভালোবাসা নিরন্তর

    Reply
  7. মাহফুজা সালওয়া

    ভাবানুবাদ দারুণ, তবে উপস্থাপনভঙ্গী ভালো লাগে নি।
    কবিতার প্রথম প্রয়োজন শব্দের সমৃদ্ধতা।
    এজন্য আগে আপনাকে বেশি বেশি কবিতা পড়তে হবে, তবেই কবির রচনায় পক্বতা আসবে।।
    দ্বিতীয়ত,বেশি বেশি কবিতা লেখার চর্চা করতে হবে।
    শুভকামনা।

    Reply

Leave a Reply to মাহফুজা সালওয়া Cancel reply

Your email address will not be published. Required fields are marked *