মশা তাড়ানোর যন্ত্র
তাসফিয়া শারমিন
হাতি চলে হেলে দুলে পিঠে রাজা মশাই,
রাজা তো নয় দেখতে যেন আস্তো একটা কসাই।
রাজার বড় ইচ্ছে হলো শিখবে সে যে গান,
না পারলে রাজার যে আর থাকবে না তো মান।
এত ছেড়ে ধরলো রাজা মশার সাথে বাজি,
রাজার গানে মশা মশাই হারবে বুঝি আজি।
শিয়াল শিখালো গান রাজাকে দরজা বন্ধ করে,
ব্যাঙ্গ করে মশা উড়ে রাজার কানের গোড়ে।
কানের কাছে প্যানপ্যান সকাল,বিকেল সাঁঝে,
দুষ্টু মশা দূরে যাও তুমি গান গাও বড্ড বাজে।
বিনা সুরে গান গাও হারমোনিয়াম ছাড়া,
বাজিতে হারলে তোমায় করবো লাঠি তাড়া।
বসলো আজ গানের আসর ধরলো রাজা গান,
ভয়ে মজা উড়াল দিলো বাঁচাতে আপন প্রাণ।
রাজার গানে ছিল এক মশা তাড়ানোর মন্ত্র,
এটাই ছিল শিয়াল মামার বুদ্ধির সেরা যন্ত্র।
চমৎকার একটি ছড়া।খুব হাসির।
ছন্দেরও মিল আছে।ভালো লাগলো।
রাজা গান গাওয়া শুরু করলো।আর শিয়ালও বুদ্ধি শিখিয়ে দিলো।মশা তাড়ানোর যন্ত্র।
বানানে দুটো ভুল
গোড়ে–ঘুরে
মজা উড়াল–মশা উড়াল
শুভ কামনা রইলো।
খুব মজার ছড়া।তবে ছড়াটিতে রাজার চরিত্রটা অন্য কোন প্রাণী দিলে আরো ভালো হতো।রাজা শিয়ালের কাছে গান শিখছে মশার সাথে বাজিতে জেতার জন্যে।বিষয়টা কেমন দেখায় না?
শুভকামনা নিরন্তর
রাজার এখানে রাজা’র এভাবে লিখতে হত বোধহয়। সুন্দর ছড়া। শুভকামনা।
গোড়ে-ঘুরে
মজা-মশা(শব্দটা মনে হয় মশা হবে)
খুব সুন্দর একটা ছড়া পড়লাম, তাল প্রায় মিল ছিল। তবে রাজা কি গান গেয়েছে উল্লেখ করে দিল আরেকটু ভালো হত। যাইহোক শুভ কামনা আপনার জন্য
ব্যাঙ্গ – ব্যঙ্গ
ভয়ে মজা উড়াল দিল – মশা হবে
ভালোই ছিল
খুব মজার একটি ছড়া পড়লাম। একদম শিশুদের উপযোগী। দুই একটা টাইপিং মিসটেক আছে।যেমন –
মজা – মশা
সব মিলিয়ে ভালো ছিল। শুভ কামনা।