মন বসে না
প্রকাশিত: অক্টোবর ৩, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,948 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

মোঃ সোয়াইব হোসেন।

মন বসে না লেখা পড়ায়, কি যে আমি করি!
মনে থাকে না তাও আবার, যাহ একটু পড়ি।
কি যে মজা লাগে! খেলাধুলা আর ঘুরাঘুরি
মনটা তাতে থাকে, মনোযোগ পুরোপুরি।
পড়ার বেলায় হয় না কেন? দুষ্টমিতে এক নাম্বার,
মস্তিষ্কটা আমার নাকি, মস্ত বড় অলস চেম্বার!
পড়তে গেলে আসে ঘুম, এটাই বড় মুশকিল
বাবা-মার প্রতি দিন পড়াশুনার তাশকিল।
শিক্ষক বলে আমাকে, আর কত দিবে ফাঁকি!
জীবন তোমার কেবল শুরু, আছে পুরো বাকি।
মনটা বলে আজকে নয়, কাল সকালে পড়ি
বই খাতা বন্ধ করে, এখন ঘুমিয়ে পরি।
ক্লাস রুমে ভয়ে থাকি, প্রশ্ন করবে স্যার
পড়া আমি না পারিলে, দিবে বেতের মার।
মারের ভয়ে প্রায় আমি, ফাঁকি দেই ক্লাস,
ভাগ্যে আমার কেমনে, জুটবে গোল্ডেন এ প্লাস!
চিন্তা কেন একটুও নাই? গড়তে হবে আগামী?
লেখাপড়া ছাড়া আমি, কেমনে হব সফলকামী।

সম্পর্কিত পোস্ট

যদি পাশে থাকো

যদি পাশে থাকো

তাসফিয়া শারমিন ** আজকের সকালটা অন্য রকম। সাত সকালে আম্মু বকা দিলো। মানুষের ঘুম একটু দেরিতে ভাঙতেই পারে। তাই বলে এত রাগার কী আছে ?একেবারে যে দোষ আমারও তাও নয়। মানুষ ঘুম থেকে উঠে ফোনে বা দেওয়াল ঘড়িতে সময় দেখে। কিন্তু আমি উঠি জানালার পর্দা সরিয়ে বাইরের আলো দেখে।কে জানে...

কুড়িয়ে পাওয়া রত্ন

কুড়িয়ে পাওয়া রত্ন

অনন্যা অনু 'আমিনা বেগম' মেমোরিয়াল এতিমখানার গেট খুলে ভেতরে ঢুকতেই ওমরের বুকটা ধুক ধুক করতে শুরু করে। ওমর ধীর গতিতে ভেতরে প্রবেশ করে। চারদিকে তখন সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। ওমর গত রাতের ফ্লাইটে আমেরিকা থেকে এসেছে। সে এসেই সোজা আমিনা বেগম মেমোরিয়াল এতিমখানায়...

দাদাভাইকে চিঠি

দাদাভাইকে চিঠি

প্রিয় দাদাভাই, শুরুতে তোকে শরতের শিউলি ফুলের নরম নরম ভালোবাসা। কেমন আছিস দাদাভাই? জানি তুই ভালো নেই, তবুও দাঁতগুলো বের করে বলবি ভালো আছি রে পাগলী! দাদাভাই তুই কেন মিথ্যা ভালো থাকার কথা লেখিস প্রতিবার চিঠিতে? তুই কি মনে করিস আমি তোর মিথ্যা হাসি বুঝি না? তুই ভুলে গেছিস,...

১২ Comments

  1. শাহাদাত আবিন

    দারুণ অসম্ভব সুন্দর হয়েছে

    Reply
  2. Halima tus sadia

    অসাধারণ একটি ছড়া।পাঠিকা পড়ে মুগ্ধ।
    ছন্দের যথেষ্ট মিল আছ।
    কিছু কিছু ছেলে- মেয়ে আছে পড়ায় একদম মনোযোগ থাকে না।শুধু খেলা,দুষ্টমি নিয়ে ব্যস্ত।পড়তে গেলে আসে ঘুম।পড়াশোনায় শুধু ফাঁকি।স্কুলে গেলে পড়া শিখে না।
    প্রতিদিনই পড়তে বসবে বলে আর বসে না।দিন যায়, সময় যায় আর ভাবতে থাকে,লেখাপড়া ছাড়া কেমনে আমি হব সফলকামী।
    শুভ কামনা রইলো।
    এগিয়ে যান,লেখার হাত ভালো।

    Reply
    • MD Soyaib Hossain

      ধন্যবাদ সবাইকে ভালো মন্তব্য করার জন্য। দোয়া করবেন যেনো ভালো কিছু করতে পারি। আপনাদের প্রতি রইল দোয়া এবং শুভ কমোনা।

      Reply
  3. আফরোজা আক্তার ইতি

    বাহ! ছড়াটা দারুণ লাগল। শিশুতোষ ছড়া হিসেবে এটি চমৎকার। লেখাপড়ায় সব বাচ্চারাই ফাঁকি দিতে চায়। কিন্তু লেখাপড়া না শিখলে কেউই জীবনে উন্নতি করতে পারবে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড। সুন্দর লিখেছেন। ছন্দমিল এবং ছড়ার ধারাবাহিকতা বেশ ভালো লাগলো।
    বানানে কোন ভুল পাই নি।
    শুভ কামনা।

    Reply
  4. MD:Soyaib Hossain

    ধন্যবাদ আপনাদের ভালো মন্তব্য করার জন্য। আপনাদের দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই। আমার জন্য দোয়া করবেন। দোয়া করি আপনারা যেনো সফলগামী হতে পারেন।

    Reply
  5. MD Soaibe Hossain

    ধন্যবাদ সবাইকে ভালো মন্তব্য করার জন্য। দোয়া করবেন যেনো ভালো কিছু করতে পারি। আপনাদের প্রতি রইল দোয়া এবং শুভ কমোনা।

    Reply
  6. MD Soyaib Hossain

    ধন্যবাদ সবাইকে ভালো মন্তব্য করার জন্য। দোয়া করবেন যেনো ভালো কিছু করতে পারি। আপনাদের প্রতি রইল দোয়া এবং শুভ কমোনা।

    Reply
  7. Ahmed JoNy

    একটি শিক্ষনীয় ছড়া। পড়ে অনেক মজা পেলাম। চালিয়ে যান ভাই।

    Reply
  8. Tasnim Rime

    ছড়ার মধ্যে অামাদের ছাত্রজীবনের চিত্র যেন অনেকটাই উঠে এসেছে। ঘুম অার ফাঁকিবাজি করেই কাটাতে চাই জীবন অথচ সফলকাম হতে পরিশ্রম করা জরুরী। কয়েক জায়গায় একটু খটকা লাগলো দেখে নিবেন,
    কি যে অামি করি- কী যে…
    যাহ একটু পড়ি -যাহ শব্দটা বেমানান লাগলো
    প্রতি দিন – প্রতিদিন

    Reply
  9. MD Soyaib Hossain

    আবারো সাবাইকে ধন্যবাদ।

    Reply
  10. Naeemul Islam Gulzar

    খুব সুন্দর একটি ছড়া।ভালো লেগেছে।তবে ছড়ার ক্ষেত্রে স্বার্থক অন্তমিল খুবই জরুরী।যেটা এই ছড়াটিতে কিছু জায়গায় পাওয়া যায় নি।
    যেমন-নাম্বার/চেম্বার,মুশকিল/তাশকিল,আগামী/সফলকামী-এই গুলো স্বার্থক অন্তমিল নয়।শুভকামনা♥

    Reply
  11. Rifat

    অনেক ভালো লাগলো। তবে আরও একটু ভালো হতে পারতো যদি একটু যত্নবান হয়ে ছন্দমিল করতে পারতেন।
    শুভ কামনা।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *