মায়ের চোখে বিজয়
প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,452 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163
এম.এ.রশ্মি
মাগো তুই কাঁদছিস কেন
এই মহান বিজয়ের মাসে,
কার ছবি মা জড়াস বুকে
নিবিড় ভালোবেসে।
তোর ছেলে মা যুদ্ধে গিয়ে
ফিরে আসেনি আর.
এই কি তোর কষ্ট মাগো
এই কি তোর হার?
তোর মুখেরই ভাষার জন্য
শহিদ হল তোর ছেলে,
শহিদ কত কৃষক শ্রমিক
শহিদ হল কত জেলে।
কত মা বোন হারালো সম্ভ্রম
এই মহান বিজিয়ের তরে,
কাঁদিসনে মা চোখের জল
ঝেরে ফেলে দে দূরে।
তোর চোখে মানায় না মা
সাগর সমান জল,
এই বিজয়ে আমার সাথে
স্মৃতিসৌধে মাগো চল।
দেখবি সেথায় কত জন
তোর ছেলেরে স্মরণ করে,
এসব দেখে নিশ্চয় মা তোর
চোখ যাবেনা জলে ভরে।
তোর তো মা সার্থক জীবন
তুই শহিদ ছেলের মাতা,
কাঁদিয়ে আর ভিজাস না মা
তোর দু’চোখের পাতা।
তোর চোখে মা বিজয় দেখি
কোটি বাঙালি  মিলে,
আর কিছুতো চাইনা মাগো
শুধু তুই খুশি হলে।
তোর ছেলেকে স্মরণ করতেই
একসাথে মালা গাঁথি,
ওরা বিজয় এনেছে বলেই
আজ আমরা বীরের জাতি।
সিরাজগঞ্জ সরকারি কলেজ
 সিরাজগঞ্জ

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৫ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    অনেক অনেক অনেক সুন্দর হয়েছে কবিতাটা। পড়ে চোখে পানি এসে গেলো। একমাত্র মায়েরাই বুঝে কতটা কষ্ট নিজের পেটে ধারণ করা, সযত্নে বড় করা সন্তানবিয়োগের দুঃখ। তাইতো মায়ের মন কেঁদে উঠে। তবে এ তার হার নয়, জিত। একজন শহীদের মা হওয়ার গৌরব।
    ভালো লিখেছেন। কিছু বানানে ভুল আছে। উল্লেখ করছি।
    আর.- এখানে ফুলস্টপ দিয়েছেন, দাঁড়ি হবে।
    ঝেরে- ঝেড়ে।
    বাঙালি- বাঙালী।

    Reply
  2. বুনোহাঁস

    দারুণ একটি ছন্দ কবিতা। খুব মর্মস্পর্শী।
    শুভ কামনা রইলো।

    Reply
  3. Rifat

    ফুল স্টপ এর ব্যবহারটা ছাড়া বাকি সব ঠিক ছিল।
    ছন্দে ছন্দে আপনি খুব সুন্দরভাবে কবিতাটি উপস্থাপন করেছেন।
    শুভ কামনা রইলো।

    Reply
  4. Naeemul Islam Gulzar

    একজন শহিদের মাকে নিয়ে লেখা কবিতাটি ভালো লেগেছে।আসলেই সন্তান বিয়োগের কষ্ট একজন মায়ের জন্য কেমন তা ভাষায় বর্ণনা করা যাবে না।আপনার লেখায় তা অসাধারণভাবে ফুঁটিয়ে তুলেছেন।শুভকামনা

    Reply
  5. shahrulislamsayem@gmail.com

    আসলেই খুব সুন্দর হয়েছে কবিতাতি,মাতৃভাষার প্রেক্ষাপটে খুব ভালো ছড়া, বানান……………’ঝেরে’ -‘ঝেড়ে’

    Reply

Leave a Reply to আফরোজা আক্তার ইতি Cancel reply

Your email address will not be published. Required fields are marked *