তুলসী বনের বাঘ
তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...
অনেক অনেক অনেক সুন্দর হয়েছে কবিতাটা। পড়ে চোখে পানি এসে গেলো। একমাত্র মায়েরাই বুঝে কতটা কষ্ট নিজের পেটে ধারণ করা, সযত্নে বড় করা সন্তানবিয়োগের দুঃখ। তাইতো মায়ের মন কেঁদে উঠে। তবে এ তার হার নয়, জিত। একজন শহীদের মা হওয়ার গৌরব।
ভালো লিখেছেন। কিছু বানানে ভুল আছে। উল্লেখ করছি।
আর.- এখানে ফুলস্টপ দিয়েছেন, দাঁড়ি হবে।
ঝেরে- ঝেড়ে।
বাঙালি- বাঙালী।
দারুণ একটি ছন্দ কবিতা। খুব মর্মস্পর্শী।
শুভ কামনা রইলো।
ফুল স্টপ এর ব্যবহারটা ছাড়া বাকি সব ঠিক ছিল।
ছন্দে ছন্দে আপনি খুব সুন্দরভাবে কবিতাটি উপস্থাপন করেছেন।
শুভ কামনা রইলো।
একজন শহিদের মাকে নিয়ে লেখা কবিতাটি ভালো লেগেছে।আসলেই সন্তান বিয়োগের কষ্ট একজন মায়ের জন্য কেমন তা ভাষায় বর্ণনা করা যাবে না।আপনার লেখায় তা অসাধারণভাবে ফুঁটিয়ে তুলেছেন।শুভকামনা
আসলেই খুব সুন্দর হয়েছে কবিতাতি,মাতৃভাষার প্রেক্ষাপটে খুব ভালো ছড়া, বানান……………’ঝেরে’ -‘ঝেড়ে’