মা
প্রকাশিত: অক্টোবর ১১, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,636 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

তুহিন আহমেদ

মা মাগো সকল ভালোবাসা তোমারই জন্য ,
দিয়ে জন্ম আমায় করেছ অনেক ধন্য ।
যখন আমায় করেছ ধারণ ঐ ওরশতলে ,
কত লাথি-গুতো দিয়েছি তোমায় নানা খেলার ছলে।
দিনের পর দিন রাতের পর রাত রয়েছ না ঘুমিয়ে ,
বিছানায় রয়েছ পড়ে আমার যন্ত্রণায় কাতর হয়ে।
এত কষ্ট যন্ত্রণার পরে ও দেখে আমার মুখ ,
ভালোবাসার চুমু এঁকে ভুলে গিয়েছ অতীতের সব দুখ।
জন্মের পরে ও দেইনি শান্তি এক মুহূর্ত ,
তবুও দিয়েছ বুকের দুধ যখনি রয়েছি ক্ষুধার্ত ।
বুকের মাঝে রেখেছ আমায় অতি আদরে ,
নির্ঘুম রাত কেটেছে কত ভেজা এক কাপড়ে।
কত রাত শুনিয়েছ ঘুম পাড়ানি গান ,
সদা প্রস্তুত দিতে তোমায় এই অধম প্রাণ ।
শত ঝড় বৃষ্টিতে করেছ রক্ষা তোমার আভায়,
জীবনভর নিয়োজিত থাকবো তোমারই সেবায়।
সৃষ্টিকর্তার মায়ায় বাঁধা শুতো অদ্ভুত এক নাড়ীর টানে,
করিবোনা এমন কিছু যা আঘাত হানে তোমার সম্মানে।
আমার অস্তিত্ব রয়েছ হৃদয়ে ,
সদা তৈরী লুঠিতে তোমার পায়ে ।
শত অভাব অনটনের মাঝেও কষ্ট বুঝতে দাওনি আমায়,
অনেক ভালোবাসি মা ভালোবাসি তোমায় ।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৪ Comments

  1. রেজাউল করিম

    মায়ের তুলনা হয় না। সন্তানের প্রতি যে কর্তব্য মা পালন করে তা সত্যিই কোনদিন কোনকিছুর বিনিময়ে শোধ হবার নয়।
    ওরশতলে–> ঔরসতলে।
    নাড়ীর টানে–> নারীর টানে।

    Reply
    • মোঃ তুহিন আহমেদ

      ঔরষতলে আর ওরশতলে অর্থের দিক দিয়ে এক ।
      নাড়ী মানে হৃদয়
      নারী মানে মহিলা বা মেয়ে লোক

      Reply
  2. Rifat

    মায়ের কোনো তুলনা হয় না। মা নিয়ে কবিতা লিখতে গেলে তা কখনো শেষ হওয়ার নয়।
    ভীষণ ভালো লাগলো।

    Reply
  3. Naeemul Islam Gulzar

    অসাধারণ কবিতা।সত্যি মায়েরা নিজেরা সারাজীবন কষ্ট করেন যান সন্তানের জন্য।যার ঋণ কখনোই শোধ করা যাবে না।শুভকামনা

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *