খুকুর সকাল
প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৮
লেখকঃ আওয়ার ক্যানভাস

আওয়ার ক্যানভাস বই প্রেমীদের মিলন মেলা। লেখকদের লেখা পাঠকের কাছে বই আকারে পৌঁছে দেওয়া, আওয়ার ক্যানভাসের সাথে জড়িতদের সম্মানজনক জীবিকার ব্যবস্থা করার স্বপ্ন নিয়েই আমাদের পথ চলা।

 1,879 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ আওয়ার ক্যানভাস

ছড়া: “খুকুর সকাল”
লেখা: আখলাকুর রহমান
.
রোজ সকালে ছোট্ট খুকু
উঠল বিছানা ছেড়ে,
চোখ দু’টোতে ঘুম ঢুলু
পড়বে নামাজ তেড়ে।
দাদির সাথে তাল মিলিয়ে
চলল পুকুর পাড়ে,
নিয়ম মেনে ওযু করবে
ইসলামী আলোর টানে।

দাদির পাশে নামাজ শেষে
বসবে কুরআন নিয়ে,
সেরার বেশে মনের আশে
পড়বে মাখরাজ দিয়ে।
বিদ্যা পাঠে মন বসাবে
মায়ের শাষন মেনে,
যোগ গুণে অঙ্ক কষবে
বইয়ে নিয়ম জেনে।

সম্পর্কিত পোস্ট

যদি পাশে থাকো

যদি পাশে থাকো

তাসফিয়া শারমিন ** আজকের সকালটা অন্য রকম। সাত সকালে আম্মু বকা দিলো। মানুষের ঘুম একটু দেরিতে ভাঙতেই পারে। তাই বলে এত রাগার কী আছে ?একেবারে যে দোষ আমারও তাও নয়। মানুষ ঘুম থেকে উঠে ফোনে বা দেওয়াল ঘড়িতে সময় দেখে। কিন্তু আমি উঠি জানালার পর্দা সরিয়ে বাইরের আলো দেখে।কে জানে...

কুড়িয়ে পাওয়া রত্ন

কুড়িয়ে পাওয়া রত্ন

অনন্যা অনু 'আমিনা বেগম' মেমোরিয়াল এতিমখানার গেট খুলে ভেতরে ঢুকতেই ওমরের বুকটা ধুক ধুক করতে শুরু করে। ওমর ধীর গতিতে ভেতরে প্রবেশ করে। চারদিকে তখন সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। ওমর গত রাতের ফ্লাইটে আমেরিকা থেকে এসেছে। সে এসেই সোজা আমিনা বেগম মেমোরিয়াল এতিমখানায়...

দাদাভাইকে চিঠি

দাদাভাইকে চিঠি

প্রিয় দাদাভাই, শুরুতে তোকে শরতের শিউলি ফুলের নরম নরম ভালোবাসা। কেমন আছিস দাদাভাই? জানি তুই ভালো নেই, তবুও দাঁতগুলো বের করে বলবি ভালো আছি রে পাগলী! দাদাভাই তুই কেন মিথ্যা ভালো থাকার কথা লেখিস প্রতিবার চিঠিতে? তুই কি মনে করিস আমি তোর মিথ্যা হাসি বুঝি না? তুই ভুলে গেছিস,...

৮ Comments

  1. সাইয়িদ রফিকুল হক

    বিষয়টি সুন্দর। কিন্তু ছন্দ বিঘ্নিত হয়েছে।
    শুভকামনা বন্ধু।

    Reply
  2. Halima tus sadia

    সুন্দর ছড়া।
    লেখনিও ভালো।
    বাচ্চাদের ছোট থেকেই আরবি পড়া শিখাতে হয়।
    ঘুম থেকে ভোরে উঠিয়ে দিতে হয়।
    তবেই না ইসলামি শিক্ষা গ্রহণ করতে পারবে।
    শুভ কামনা রইলো।

    Reply
  3. Naeemul Islam Gulzar

    অসাধারণ ছড়া।সুন্দর ইসলামিক ভাবনা।তবে নামাজ কি তেড়ে পড়া হয়?
    “দাদির সাথে তাল মিলিয়ে
    চলল পুকুর পাড়ে,
    নিয়ম মেনে ওযু করবে
    ইসলামী আলোর টানে।”-এই লাইনগুলোও কেমন লেগেছে।
    এছাড়া ছড়াটি দারুণ ছিলো।শুভকামনা

    Reply
  4. Tanjina Tania

    ছড়াটা সুন্দর। খুব ভালো একটা কন্টেটে লেখা ছিল তাই আর চার লাইনের মতো বড় করলে ইসলামী ভাবটা আরেকটু ফুঁটে উঠতো বোধহয়।

    Reply
  5. Md Rahim Miah

    ছড়াটা ভালো, তবে প্রথম সারিতে অন্ত্যমিল ঠিক রাখলেও বাকি একটাতেও অন্ত্যমিল ঠিক নেই। আর কিছু বানান ভুল আছে বলে দিচ্ছি
    শাষন-শাসন
    আর সেরার মানে ঠিক বুঝলাম না শব্দটা কি বলবেন একটু? যাইহোক শুভ কামনা

    Reply
    • K.M. Akhlak

      সালাম গ্রহণ করবেন প্রিয়। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
      সেরা শব্দটি ব্যবহার করেছি, “সুন্দর, অর্থাৎ সবচেয়ে ভালো করার অর্থে।”

      Reply
  6. সুস্মিতা শশী

    পড়বে নামাজ তেড়ে লাইনটা যেন কেমন লেগেছে। এছাড়া ভাল ছিল।

    Reply
  7. অচেনা আমি

    আসসালামু আলাইকুম। ছড়াটি আর একটু বড় হলে পুরো ভাবটা ফুটে উঠতো। মোটামুটি ভালো ছিল।
    শাষন – শাসন
    যাইহোক সব মিলিয়ে ভালো লেগেছে। শুভ কামনা।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *