ছড়া: “খুকুর সকাল”
লেখা: আখলাকুর রহমান
.
রোজ সকালে ছোট্ট খুকু
উঠল বিছানা ছেড়ে,
চোখ দু’টোতে ঘুম ঢুলু
পড়বে নামাজ তেড়ে।
দাদির সাথে তাল মিলিয়ে
চলল পুকুর পাড়ে,
নিয়ম মেনে ওযু করবে
ইসলামী আলোর টানে।
দাদির পাশে নামাজ শেষে
বসবে কুরআন নিয়ে,
সেরার বেশে মনের আশে
পড়বে মাখরাজ দিয়ে।
বিদ্যা পাঠে মন বসাবে
মায়ের শাষন মেনে,
যোগ গুণে অঙ্ক কষবে
বইয়ে নিয়ম জেনে।
বিষয়টি সুন্দর। কিন্তু ছন্দ বিঘ্নিত হয়েছে।
শুভকামনা বন্ধু।
সুন্দর ছড়া।
লেখনিও ভালো।
বাচ্চাদের ছোট থেকেই আরবি পড়া শিখাতে হয়।
ঘুম থেকে ভোরে উঠিয়ে দিতে হয়।
তবেই না ইসলামি শিক্ষা গ্রহণ করতে পারবে।
শুভ কামনা রইলো।
অসাধারণ ছড়া।সুন্দর ইসলামিক ভাবনা।তবে নামাজ কি তেড়ে পড়া হয়?
“দাদির সাথে তাল মিলিয়ে
চলল পুকুর পাড়ে,
নিয়ম মেনে ওযু করবে
ইসলামী আলোর টানে।”-এই লাইনগুলোও কেমন লেগেছে।
এছাড়া ছড়াটি দারুণ ছিলো।শুভকামনা
ছড়াটা সুন্দর। খুব ভালো একটা কন্টেটে লেখা ছিল তাই আর চার লাইনের মতো বড় করলে ইসলামী ভাবটা আরেকটু ফুঁটে উঠতো বোধহয়।
ছড়াটা ভালো, তবে প্রথম সারিতে অন্ত্যমিল ঠিক রাখলেও বাকি একটাতেও অন্ত্যমিল ঠিক নেই। আর কিছু বানান ভুল আছে বলে দিচ্ছি
শাষন-শাসন
আর সেরার মানে ঠিক বুঝলাম না শব্দটা কি বলবেন একটু? যাইহোক শুভ কামনা
সালাম গ্রহণ করবেন প্রিয়। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
সেরা শব্দটি ব্যবহার করেছি, “সুন্দর, অর্থাৎ সবচেয়ে ভালো করার অর্থে।”
পড়বে নামাজ তেড়ে লাইনটা যেন কেমন লেগেছে। এছাড়া ভাল ছিল।
আসসালামু আলাইকুম। ছড়াটি আর একটু বড় হলে পুরো ভাবটা ফুটে উঠতো। মোটামুটি ভালো ছিল।
শাষন – শাসন
যাইহোক সব মিলিয়ে ভালো লেগেছে। শুভ কামনা।