সাদিয়া ইসলাম
খুকু যাবে মামার বাড়ি,
পড়েছে তাই নতুন জামা।
সঙ্গে আরো যাবে ছোটন,
সে বিরাট এক হাঙ্গামা।
মা বলেছে যাচ্ছিস তবে,
ফিরবি কিন্তু পরশু।
মুখ করে ভার খুকু বলছে,
না মা, থেকে আসি দিন কিছু।
যেইনা মা রাজি হল,
খুকুর যেন ঈদ এল।
জরিয়ে ধরে বলছে এবার,
তুমিই মা সেরা সবার।
অন্তমিলের দূর্বলতা দৃশ্যমান।ছড়ার ক্ষেত্রে যেটি অবশ্যই প্রয়োজন । তাছাড়া বিষয় নির্ধারণ খুবই চমৎকার।একটু নজর দিলে ভালো হয়ে যাবে????।ভালোবাসা♥
ধন্যবাদ, ভালবাসা জানবেন
শিশুর অানন্দ অার অাব্দার মাখা মজার ছড়া। ভালো লাগলো। মামা বাড়ি যাওয়ার অানন্দ অাসলেই অনেক। তারপর যদি মায়ের অনুমতিপত্র পাওয়া যায় বেশ কিছুদিন বেড়ানোর তবে তো সোনায় সোহাগা।
জরিয়ে – জড়িয়ে
ধন্যবাদ, ভালবাসা রইল
অসাধারন একটা ছড়া।
ধন্যবাদ, ভালবাসা জানাই
কথায়ই আছে, “মামার বাড়ি, রসের হাঁড়ি।” মামার বাসায় এতো মজা যে অন্য যেকোনো জায়গায় বেড়াতে যাওয়ার চেয়ে মামাবাড়িতে বেড়াতে যাওয়ার মজা দ্বিগুণ হয়। খোকা-খুকুও তেমনি মামাবাড়িতে যাওয়ার আবদার ধরেছে মায়ের কাছে। মায়ের অনুমতি না পাওয়ায় মন খারাপ হয়ে গেলেও অনুমতি পাওয়ার পরেই খুশিতে নেচে উঠে।
বানানে তেমন কোনো ভুল নেই তবে ছন্দপত্ন হয়েছে মাঝখানে।
শুভ কামনা।
ধন্যবাদ, ভালবাসা রইল
হল — হলো
এল — এলো
জরিয়ে — জড়িয়ে
ভালো লাগল। তবে ছন্দমিলে আরও জোর দিন।
শুভ কামনা।
ধন্যবাদ