যদি পাশে থাকো
তাসফিয়া শারমিন ** আজকের সকালটা অন্য রকম। সাত সকালে আম্মু বকা দিলো। মানুষের ঘুম একটু দেরিতে ভাঙতেই পারে। তাই বলে এত রাগার কী আছে ?একেবারে যে দোষ আমারও তাও নয়। মানুষ ঘুম থেকে উঠে ফোনে বা দেওয়াল ঘড়িতে সময় দেখে। কিন্তু আমি উঠি জানালার পর্দা সরিয়ে বাইরের আলো দেখে।কে জানে...
ছড়াটি কেনো যেন পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারেনি।সামনে আরো ভালো কিছুর জন্য শুভকামনা।ভালোবাসা♥
দোয়া রাখবেন।ছড়াটিতে মায়ের ব্যস্ততা এবং বাচ্চাকে সময় না দিয়ে শুধু পড়তে বলাটাকে বুঝানো হয়েছে।ধন্যবাদ।
“ছোট্ট খোকন মজার বড়
খেলা করো কম
গুণিজনে বলো শুধু
পড়ো হরদম।” এই অংশটুকু কেমন অগোছালো লাগলো। এছাড়া ছড়ায় ছড়ায় খোকার অভিযোগ সুন্দর ছিল।
খোকার অভিযোগ, সু্ন্দর ছিলো।
ভালো লিখেছেন। ছোট বাচ্চারা খেলাধুলা করতেই বেশি পছন্দ করে। বড়রাও শুধু তাদের পড়তে বসতে বলে, অথচ পড়ার ফাঁকে যে খেলারও দরকার আছে সেটা তারা ভুলে যায়। আর ছোট বাচ্চাদের তো সবকিছুতেই অভিমান থাকে তাই সে তার মায়ের কাছে অভিযোগ জানিয়েছে।
ভালো লাগলো। তবে ছন্দমিলের প্রতি আরো ধ্যান দিবেন। বানানে তেমন কোন ভুল নেই।
শুভ কামনা রইল।