সুমন আহমদ
বল তো রে ভাই বল তো-
কেমন করে আকাশ পথে
নৌকাগুলো চলতো?
কেমন করে রসোমালাই
করতো শুধু পালাই?
কেমন করে তালগাছেতে
কামরাঙ্গা ফল ফলতো?
কেমন করে আমের গাদা
কোঁচর ভরে আনতো দাদা?
সেই কথাটি কানে কানে
একটু খানি বলতো।
সুমন আহমদ
বল তো রে ভাই বল তো-
কেমন করে আকাশ পথে
নৌকাগুলো চলতো?
কেমন করে রসোমালাই
করতো শুধু পালাই?
কেমন করে তালগাছেতে
কামরাঙ্গা ফল ফলতো?
কেমন করে আমের গাদা
কোঁচর ভরে আনতো দাদা?
সেই কথাটি কানে কানে
একটু খানি বলতো।
তাসফিয়া শারমিন ** আজকের সকালটা অন্য রকম। সাত সকালে আম্মু বকা দিলো। মানুষের ঘুম একটু দেরিতে ভাঙতেই পারে। তাই বলে এত রাগার কী আছে ?একেবারে যে দোষ আমারও তাও নয়। মানুষ ঘুম থেকে উঠে ফোনে বা দেওয়াল ঘড়িতে সময় দেখে। কিন্তু আমি উঠি জানালার পর্দা সরিয়ে বাইরের আলো দেখে।কে জানে...
অনন্যা অনু 'আমিনা বেগম' মেমোরিয়াল এতিমখানার গেট খুলে ভেতরে ঢুকতেই ওমরের বুকটা ধুক ধুক করতে শুরু করে। ওমর ধীর গতিতে ভেতরে প্রবেশ করে। চারদিকে তখন সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। ওমর গত রাতের ফ্লাইটে আমেরিকা থেকে এসেছে। সে এসেই সোজা আমিনা বেগম মেমোরিয়াল এতিমখানায়...
প্রিয় দাদাভাই, শুরুতে তোকে শরতের শিউলি ফুলের নরম নরম ভালোবাসা। কেমন আছিস দাদাভাই? জানি তুই ভালো নেই, তবুও দাঁতগুলো বের করে বলবি ভালো আছি রে পাগলী! দাদাভাই তুই কেন মিথ্যা ভালো থাকার কথা লেখিস প্রতিবার চিঠিতে? তুই কি মনে করিস আমি তোর মিথ্যা হাসি বুঝি না? তুই ভুলে গেছিস,...
দারুণ একটা ছড়া পড়লাম।সবকিছুই ভালো লেগেছে।তবে প্রশ্নবোধক চিহ্ন বিভ্রান্তি সৃষ্টি করেছে।এভাবেই লিখে যান।ভালোবাসা♥
বেশ মিষ্টি একটা ছড়া। ঠিক যেন রসমালাইয়ের স্বাদে ভরা।
পড়তে পড়তেই শেষ হয়ে গেল। সু্ন্দর ছিলো।
বাহ্! ছড়াটা দারুণ ছিলো।
শুভ কামনা।