গল্প লেখকঃ
Swarnali Mallick
(মার্চ – ২০১৮)
———————-
সময়টা ভালো যাচ্ছে না। যে দিকে তাকাই শুধুই ঝামেলা। এদিকে স্কুল থেকে কতগুলো H.W দিয়েছে। মাঝে মাঝে আমার মাথায় অদ্ভুত অদ্ভুত চিন্তা আসে।ধরুন আমি চা খেতে বসেছি। ঠিক তখনি মাথায় ঘুরপাক খায়:আচ্ছা চা পাতা দিয়ে এভাবে যে চা বানানো যায়,তা মানুষ কিভাবে বুঝল? থাক। আর বিব্রত করব না। এগুলো ভাবতে ভাবতে অন্য চিন্তাও আসে। তখনি মা ঘরে ঢুকল।
-এই, তুই যে রোজ স্কুলে যাস, তোকে কেউ কিছু বলে?
-নাতো। কেন?
মা কোনো প্রশ্নের উত্তর না দিয়েই চলে গেল। তার এই অভ্যাসটা খুব খারাপ।এদিকে আমি আবার পড়ায় মন দিলাম। তখনি আবার কে যেন ডাকল।
-রুপা!
-ওহ,বাবা তুমি! এস।
-হুম। আয় একটু গল্প করি। বাইরে বৃষ্টি,ভালো লাগছে না কিছু।
-আচ্ছা বাবা আমার নাম তুমি রুপা কেনো রেখেছিলে?
-ছোট বেলায়ও তুই খুব সুন্দর ছিলি। ফরসা রং, টানা চোখ। এখন ও সে রকমই আছিস, তাই রেখেছিলাম।
এভাবেই গল্প করতে করতে সময় কেটে গেল। সন্ধ্যায় বৃষ্টি থামল। আমি পড়া শেষ করে খেয়ে দেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পরলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এবার স্কুলে যেতে হবে। স্কুলে গিয়ে ৩য় বেঞ্চে বসলাম। এভাবে কিছু সময় পর টিফিনের ঘন্টা পরল। ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম। তখনি একটু দূরে ভিড় খেয়াল করলাম। কাছে গিয়ে দেখলাম, স্কুলের নাম করা কিছু সুন্দর ছেলে মেয়ে একটা মেয়েকে কালো মেয়ে বলে অপমান করছে। মেয়েটি কাঁদছে। আরে! এতো শিমু! আমার ক্লাসেই তো পড়ে। সবাই চলে গেলে আমি ওর কাছে গেলাম। ওর কাধে হাত রাখতেই আমাকে জড়িয়ে ধরে বলতে লাগল: আমি এত কালো কেন?
এ প্রশ্নের আমি কোনো উত্তর দিতে পারলাম না। ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম মেয়েটি ঠিক কালো না, শ্যামলা। টিফিনের শেষ ঘন্টা পরে গেল। ওকে নিয়ে ক্লাসরুমে গেলাম। এরপর এগুলো ভাবতে ভাবতে কখন যেন স্কুল ছুটি হয়ে গেল। বাসায় এসে পরেছি। ব্যাগটা রেখে রান্নাঘরে গেলাম। মা আর বুয়া কথা বলছে।
মা: কিরে? তোর বোনের নাকি মেয়ে হয়েছে?
বুয়া:হ,খালাম্মা।
-ভালো। মেয়েতো ঘরের আলো।
-তা ঠিকই। কিন্তু মাইয়া তো কালা হইসে,বাপের নাহান।
-কি? তাহলে তো বিয়ে দিতে খবর আছে।
কথাটা শুনে আমি তাকিয়ে রইলাম। তখনি নিজের রুমে গিয়ে চাদর টেনে শুয়ে পরলাম। নিজের প্রচন্ড ঘৃণা হচ্ছে এই সাদা চামড়ার উপর। আরে,মেয়েটা কালো হয়েছে তাতে ওর কি দোষ? স্কুলের মেয়েটার কথা মনে পরল। বড় হয়ে ওই মেয়েটাও কাঁদবে। নিজের অজান্তেই চোখের জলে বালিশ ভিজে গেল। আবার বৃষ্টি পরছে। কখন যেন ঘুমিয়ে পরলাম।
০ Comments