জীবনের মোকাবেলা
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,343 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163
লেখাঃ রাজ রাজিব
.
আসে যদি জীবনে দুঃখ,
গড়ে তোল তার সাথে সখ্য।
ঝরে যদি চোখে কভু জল,
কেউ দেখার আগেই তা মুছে ফ্যাল।।
.
বেরোয় যদি বুক চিড়ে রক্ত,
মোকাবেলা করার জন্য হতে শেখ্ শক্ত।
বড়ই কঠিন এ জগত সংসার,
সুখ-দুঃখ নিয়ে জন্ম তার।।
.
ভাঙে যদি হৃদয়,
হতে দিস্ না পুরোটা ক্ষয়।
নতুন করে চেষ্টা কর গড়তে,
দুঃখ যেন পারে না নতুন করে ধরতে।।
.
ভাঙে যদি মন,
নতুন করে কর তার যতন।
চেষ্টা কর তাকে জোড়াতে,
কষ্ট যেন নতুন করে না পারে আর পোড়াতে।।
.
হারায় যদি ভালোবাসা,
নতুন করে রাখিস্ আশা।
আসে যদি নতুন করে আঘাত,
ঠেকাস্ তুলে দুই হাত।।
.
জীবনে কভু নামে যদি কষ্ট,
করিস্ না আর সময় নষ্ট।
দিস বুকটা পেতে,
নতুন করে হবে না আর কিছু হারাতে।।
.
আসে যদি বেদনা,
নতুন করে আর কেঁদো না।
বয়ে যেতে দে জীবনে,
ভালবাসা জাগাস্ না আর নতুন করে মনে।।
.
আসে যদি অভাব,
করিস্ না নষ্ট যেন স্বভাব।
চেষ্টা করিস্ থাকতে অনাহারে,
কলঙ্ক যেন চাঁপতে না পারে ঘাড়ে।।
.
হারায় যদি বিশ্বাস,
পাওয়ার জন্য করিস্ না আর প্রয়াস।
এ জগতে সবকিছু ফিরে পাওয়া যায়,
বিশ্বাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়।।
.
হারায় যদি মানুষ,
হইস্ না যেন বেহুশ।
তারই শোকে হইস্ না আর কাতর,
বাঁচতে চেষ্টা কর হয়ে কঠিন পাথর।।
.
আসে যদি কান্না,
বুকে চেপে রাখিস্ না।
কেঁদে যদি পাওয়া যায় সুখ,
তবে কেন চেপে রাখবি বুক!
.
কেউ যদি হয় পর,
ভাঙিস্ না আর নিজের ঘর।
ভুলে যা তাকে,
সে থাকুক নিজের মত সুখে।।
.
এভাবেই কর জীবনের মোকাবেলা,
এই জীবনটা শুধুই ভাঙা আর গড়ার খেলা।।
.

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

১০ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    দারুণ সুন্দর একটি কবিতা। যে কবিতা মনে স্পৃহা জাগে বেঁচে থাকার, মনে শক্তি আসে সকল বাধা বিপত্তি পার হবার। বেশ সুন্দর লিখেছেন। এভাবেই যদি সবাই বুকে বল, মনে সাহস নিয়ে জীবনের সকল কষ্টের মোকাবিলা করতে পারে তাহলে তো আর কোন কষ্টই থাকবে না জীবনে।
    ছন্দমিল খুবই জোরালো। বানানেও তেমন কোন ভুল নেই। তবে রাখিস, করিস, ঠেকাস এসব শব্দের নিচে হসন্ত না দিলেও চলে।
    বেহুশ- বেহুঁশ।
    চাঁপতে- চাপতে

    Reply
    • Rajib Molla

      অনুপ্রাণিত হলাম প্রিয় পাঠক। ছোট হাতের লেখায় একটু-আধটু ভুল হবে এটাই স্বাভাবিক। গঠনমূলক সমালোচনা করে সংশোধন করে নেবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।

      Reply
    • Rajib Molla

      অসংখ্য ধন্যবাদ প্রিয় পাঠিকা আপসার সুচিন্তিত গঠনমূলক মন্তব্যের জন্য। ভুলগুলো সংশোধন করে নেবার চেষ্টা করবো। অনেক বেশি অনুপ্রাণিত ও উৎসাহিত হলাম।

      Reply
  2. আরাফাত তন্ময়

    অনুপ্রেরণা জাগানো সুন্দর একটি কবিতা। অনেক ভালো লাগলো। চমৎকারভাবে শেষ করেছেন।
    শুভ কামনা রইলো।

    Reply
    • Rajib Molla

      অনুপ্রাণিত হলাম প্রিয় পাঠক। ছোট হাতের লেখায় একটু-আধটু ভুল হবে এটাই স্বাভাবিক। গঠনমূলক সমালোচনা করে সংশোধন করে নেবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।

      Reply
  3. Badal Sheikh

    অনেক অনেক সুন্দর হইছে।জীবনে চলার পথে এসব মেনে চললে আশা করি শত কষ্টের মাঝে ও সুখ খুজে পাওয়া যাবে।

    Reply
  4. sha md sadik

    আসাধারন অতুলনীয় একটি লেখা যা নিয়ে আসাধারন ছাড়া কোনো মন্তব্য করা সম্ভব নয়

    Reply
  5. Asif Sanket

    আপনার কবিতা খুব চমৎকার হয়েছে।
    শব্দ চয়ন এবং শব্দের গাঁথুনি মনোমুগ্ধকর।

    Reply
  6. Halima tus sadia

    মনোমুগ্ধকর কবিতা।চমৎকার লেখনী।
    ছন্দের ধারাবাহিকতা রয়েছে।
    সুন্দর,পরিপাটি ও গুছিয়ে লিখেছেন।
    প্রতিটি চরণই অনুপ্রেরণামূলক।

    জীবনে যত দিন বেঁচে থাকি লড়াই করে বেঁচে থাকতে হবে।চলার পথে সফলতা,ব্যর্থতা থাকবেই।মোকাবেলা করতে হবে।তবেই জয়ী হওয়া যায়।
    ঘারে–ঘাঁড়ে
    ভাঙিস না–ভাঙ্গিস না
    শুভ কামনা রইলো।লেখার হাত ভালো।এগিয়ে যান সফলতা আসবেই।

    Reply
  7. মাহফুজা সালওয়া

    চমৎকার একটি কবিতা।
    অনুপ্রেরণামূলক এই কবিতায় কবি তার সর্বোচ্চ চেষ্টা করেছেন ছন্দের অন্ত্যমিল রাখতে।
    তবে,কিছু জায়গায় ছন্দপতন হয়েছে।
    বানানেও অল্পকিছু ভূল চোখে পড়েছে।
    পরেরবার শোধরে নেবেন।।
    শুভকামনা রইলো।

    Reply

Leave a Reply to মাহফুজা সালওয়া Cancel reply

Your email address will not be published. Required fields are marked *