লেখাঃ রাজ রাজিব
.
আসে যদি জীবনে দুঃখ,
গড়ে তোল তার সাথে সখ্য।
ঝরে যদি চোখে কভু জল,
কেউ দেখার আগেই তা মুছে ফ্যাল।।
.
বেরোয় যদি বুক চিড়ে রক্ত,
মোকাবেলা করার জন্য হতে শেখ্ শক্ত।
বড়ই কঠিন এ জগত সংসার,
সুখ-দুঃখ নিয়ে জন্ম তার।।
.
ভাঙে যদি হৃদয়,
হতে দিস্ না পুরোটা ক্ষয়।
নতুন করে চেষ্টা কর গড়তে,
দুঃখ যেন পারে না নতুন করে ধরতে।।
.
ভাঙে যদি মন,
নতুন করে কর তার যতন।
চেষ্টা কর তাকে জোড়াতে,
কষ্ট যেন নতুন করে না পারে আর পোড়াতে।।
.
হারায় যদি ভালোবাসা,
নতুন করে রাখিস্ আশা।
আসে যদি নতুন করে আঘাত,
ঠেকাস্ তুলে দুই হাত।।
.
জীবনে কভু নামে যদি কষ্ট,
করিস্ না আর সময় নষ্ট।
দিস বুকটা পেতে,
নতুন করে হবে না আর কিছু হারাতে।।
.
আসে যদি বেদনা,
নতুন করে আর কেঁদো না।
বয়ে যেতে দে জীবনে,
ভালবাসা জাগাস্ না আর নতুন করে মনে।।
.
আসে যদি অভাব,
করিস্ না নষ্ট যেন স্বভাব।
চেষ্টা করিস্ থাকতে অনাহারে,
কলঙ্ক যেন চাঁপতে না পারে ঘাড়ে।।
.
হারায় যদি বিশ্বাস,
পাওয়ার জন্য করিস্ না আর প্রয়াস।
এ জগতে সবকিছু ফিরে পাওয়া যায়,
বিশ্বাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়।।
.
হারায় যদি মানুষ,
হইস্ না যেন বেহুশ।
তারই শোকে হইস্ না আর কাতর,
বাঁচতে চেষ্টা কর হয়ে কঠিন পাথর।।
.
আসে যদি কান্না,
বুকে চেপে রাখিস্ না।
কেঁদে যদি পাওয়া যায় সুখ,
তবে কেন চেপে রাখবি বুক!
.
কেউ যদি হয় পর,
ভাঙিস্ না আর নিজের ঘর।
ভুলে যা তাকে,
সে থাকুক নিজের মত সুখে।।
.
এভাবেই কর জীবনের মোকাবেলা,
এই জীবনটা শুধুই ভাঙা আর গড়ার খেলা।।
.
দারুণ সুন্দর একটি কবিতা। যে কবিতা মনে স্পৃহা জাগে বেঁচে থাকার, মনে শক্তি আসে সকল বাধা বিপত্তি পার হবার। বেশ সুন্দর লিখেছেন। এভাবেই যদি সবাই বুকে বল, মনে সাহস নিয়ে জীবনের সকল কষ্টের মোকাবিলা করতে পারে তাহলে তো আর কোন কষ্টই থাকবে না জীবনে।
ছন্দমিল খুবই জোরালো। বানানেও তেমন কোন ভুল নেই। তবে রাখিস, করিস, ঠেকাস এসব শব্দের নিচে হসন্ত না দিলেও চলে।
বেহুশ- বেহুঁশ।
চাঁপতে- চাপতে
অনুপ্রাণিত হলাম প্রিয় পাঠক। ছোট হাতের লেখায় একটু-আধটু ভুল হবে এটাই স্বাভাবিক। গঠনমূলক সমালোচনা করে সংশোধন করে নেবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ প্রিয় পাঠিকা আপসার সুচিন্তিত গঠনমূলক মন্তব্যের জন্য। ভুলগুলো সংশোধন করে নেবার চেষ্টা করবো। অনেক বেশি অনুপ্রাণিত ও উৎসাহিত হলাম।
অনুপ্রেরণা জাগানো সুন্দর একটি কবিতা। অনেক ভালো লাগলো। চমৎকারভাবে শেষ করেছেন।
শুভ কামনা রইলো।
অনুপ্রাণিত হলাম প্রিয় পাঠক। ছোট হাতের লেখায় একটু-আধটু ভুল হবে এটাই স্বাভাবিক। গঠনমূলক সমালোচনা করে সংশোধন করে নেবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।
অনেক অনেক সুন্দর হইছে।জীবনে চলার পথে এসব মেনে চললে আশা করি শত কষ্টের মাঝে ও সুখ খুজে পাওয়া যাবে।
আসাধারন অতুলনীয় একটি লেখা যা নিয়ে আসাধারন ছাড়া কোনো মন্তব্য করা সম্ভব নয়
আপনার কবিতা খুব চমৎকার হয়েছে।
শব্দ চয়ন এবং শব্দের গাঁথুনি মনোমুগ্ধকর।
মনোমুগ্ধকর কবিতা।চমৎকার লেখনী।
ছন্দের ধারাবাহিকতা রয়েছে।
সুন্দর,পরিপাটি ও গুছিয়ে লিখেছেন।
প্রতিটি চরণই অনুপ্রেরণামূলক।
জীবনে যত দিন বেঁচে থাকি লড়াই করে বেঁচে থাকতে হবে।চলার পথে সফলতা,ব্যর্থতা থাকবেই।মোকাবেলা করতে হবে।তবেই জয়ী হওয়া যায়।
ঘারে–ঘাঁড়ে
ভাঙিস না–ভাঙ্গিস না
শুভ কামনা রইলো।লেখার হাত ভালো।এগিয়ে যান সফলতা আসবেই।
চমৎকার একটি কবিতা।
অনুপ্রেরণামূলক এই কবিতায় কবি তার সর্বোচ্চ চেষ্টা করেছেন ছন্দের অন্ত্যমিল রাখতে।
তবে,কিছু জায়গায় ছন্দপতন হয়েছে।
বানানেও অল্পকিছু ভূল চোখে পড়েছে।
পরেরবার শোধরে নেবেন।।
শুভকামনা রইলো।