ইচ্ছে পূরণ
প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,207 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

ছড়াকার: জিন্নাত  রিমা

ফ্লোরে বসে আপন মনে
ভাবছে খোকা খুবি,
কেমন হবে আর্টপেপারে
আঁকলে মায়ের ছবি?
এমন সময় মা এসে কই
আমার বড্ড শখ
খোকা, বড় হয়ে হবিরে তুই
আদর্শ শিক্ষক।
খোকার কানে আসলো এবার
বাবার গলার স্বর
খোকা বড় হয়ে ডাক্তার হবি
ভালো করে পড়।
চিন্তিত খুব ভাবছে খোকা
পড়ল ভীষণ চাপে,
কার ইচ্ছেটা করবে পূরণ
কোনটা ভারী মাপে!
না, সে হলো শিক্ষক এখন
না,সে হলো ডাক্তার,
বিশটি বছর পরে বুঝে
খোকা তাদের বেকার।

সম্পর্কিত পোস্ট

যদি পাশে থাকো

যদি পাশে থাকো

তাসফিয়া শারমিন ** আজকের সকালটা অন্য রকম। সাত সকালে আম্মু বকা দিলো। মানুষের ঘুম একটু দেরিতে ভাঙতেই পারে। তাই বলে এত রাগার কী আছে ?একেবারে যে দোষ আমারও তাও নয়। মানুষ ঘুম থেকে উঠে ফোনে বা দেওয়াল ঘড়িতে সময় দেখে। কিন্তু আমি উঠি জানালার পর্দা সরিয়ে বাইরের আলো দেখে।কে জানে...

কুড়িয়ে পাওয়া রত্ন

কুড়িয়ে পাওয়া রত্ন

অনন্যা অনু 'আমিনা বেগম' মেমোরিয়াল এতিমখানার গেট খুলে ভেতরে ঢুকতেই ওমরের বুকটা ধুক ধুক করতে শুরু করে। ওমর ধীর গতিতে ভেতরে প্রবেশ করে। চারদিকে তখন সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। ওমর গত রাতের ফ্লাইটে আমেরিকা থেকে এসেছে। সে এসেই সোজা আমিনা বেগম মেমোরিয়াল এতিমখানায়...

দাদাভাইকে চিঠি

দাদাভাইকে চিঠি

প্রিয় দাদাভাই, শুরুতে তোকে শরতের শিউলি ফুলের নরম নরম ভালোবাসা। কেমন আছিস দাদাভাই? জানি তুই ভালো নেই, তবুও দাঁতগুলো বের করে বলবি ভালো আছি রে পাগলী! দাদাভাই তুই কেন মিথ্যা ভালো থাকার কথা লেখিস প্রতিবার চিঠিতে? তুই কি মনে করিস আমি তোর মিথ্যা হাসি বুঝি না? তুই ভুলে গেছিস,...

৫ Comments

  1. Tasnim Rime

    “এমন সময় মা এসে কই” কই শব্দটার জন্য বাক্যটা একটু অন্যরকম হয়ে গেছে মনে হলো। তাছাড়া খুব সুন্দর একটা ছড়া সব মিলিয়ে। অাসলেই ছোট বেলায় সবার নানা রকমম ইচ্ছে থাকে কিন্তু শেষ পর্যন্ত কে কী হয় বা হবে তার ঠিক থাকে না।

    খুবি- খুবই ( এমন হবে হয়তো)

    শুভ কামনা

    Reply
  2. Naeemul Islam Gulzar

    খুবির সাথে ছবি এবং ডাক্তারের সাথে বেকার অন্তমিল দূর্বল।এছাড়া ছড়ার বিষয় নির্ধারণ এবং চিন্তা দারুণ।পড়তে ভালো লাগছে????

    Reply
  3. রেজাউল করিম

    মা বাবা অনেক সময় নিজের ইচ্ছাকে ছেলের উপর চাপিয়ে দেয়। তেমনি একটা মনোভাব প্রকাশ পেয়েছে। ভালো লাগলো।

    Reply
  4. আফরোজা আক্তার ইতি

    ছোট্ট একটা ছড়া হলেও বাস্তবতার একটি দৃশ্য তুলে ধরেছেন। বর্তমান সমাজে কোনো ভালো চাকরি পাওয়া বা প্রতিষ্ঠিত হওয়া এতোটাই জরুরি হয়ে দাঁড়িয়েছে যে বাবা মায়েরা সন্তানের কি চাওয়া বা ইচ্ছা সেদিকে ফিরেও তাকায় না। তাঁদের নিজস্ব ইচ্ছামতোই সেই বাচ্চাটিকে চলতে হয় তার উপর চাপিয়ে দেয়া হয়। এতোকিছুর চাপে বাচ্চা কোনোদিকেই প্রতিষ্ঠিত হতে পারে না। বেকার হয়ে ঘুরঘুর করে।
    ছড়াটা খুবই ভালো ছিল। তবে ছন্দমিলের প্রতি আরো ধ্যান দিবেন।
    খুবি- খুবই।

    Reply
  5. Rifat

    ভালো হয়েছে তবে ছন্দমিলটা আরও ভালো করতে হতো।
    শুভ কামনা।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *