ছড়াকার: জিন্নাত রিমা
ফ্লোরে বসে আপন মনে
ভাবছে খোকা খুবি,
কেমন হবে আর্টপেপারে
আঁকলে মায়ের ছবি?
এমন সময় মা এসে কই
আমার বড্ড শখ
খোকা, বড় হয়ে হবিরে তুই
আদর্শ শিক্ষক।
খোকার কানে আসলো এবার
বাবার গলার স্বর
খোকা বড় হয়ে ডাক্তার হবি
ভালো করে পড়।
চিন্তিত খুব ভাবছে খোকা
পড়ল ভীষণ চাপে,
কার ইচ্ছেটা করবে পূরণ
কোনটা ভারী মাপে!
না, সে হলো শিক্ষক এখন
না,সে হলো ডাক্তার,
বিশটি বছর পরে বুঝে
খোকা তাদের বেকার।
“এমন সময় মা এসে কই” কই শব্দটার জন্য বাক্যটা একটু অন্যরকম হয়ে গেছে মনে হলো। তাছাড়া খুব সুন্দর একটা ছড়া সব মিলিয়ে। অাসলেই ছোট বেলায় সবার নানা রকমম ইচ্ছে থাকে কিন্তু শেষ পর্যন্ত কে কী হয় বা হবে তার ঠিক থাকে না।
খুবি- খুবই ( এমন হবে হয়তো)
শুভ কামনা
খুবির সাথে ছবি এবং ডাক্তারের সাথে বেকার অন্তমিল দূর্বল।এছাড়া ছড়ার বিষয় নির্ধারণ এবং চিন্তা দারুণ।পড়তে ভালো লাগছে????
মা বাবা অনেক সময় নিজের ইচ্ছাকে ছেলের উপর চাপিয়ে দেয়। তেমনি একটা মনোভাব প্রকাশ পেয়েছে। ভালো লাগলো।
ছোট্ট একটা ছড়া হলেও বাস্তবতার একটি দৃশ্য তুলে ধরেছেন। বর্তমান সমাজে কোনো ভালো চাকরি পাওয়া বা প্রতিষ্ঠিত হওয়া এতোটাই জরুরি হয়ে দাঁড়িয়েছে যে বাবা মায়েরা সন্তানের কি চাওয়া বা ইচ্ছা সেদিকে ফিরেও তাকায় না। তাঁদের নিজস্ব ইচ্ছামতোই সেই বাচ্চাটিকে চলতে হয় তার উপর চাপিয়ে দেয়া হয়। এতোকিছুর চাপে বাচ্চা কোনোদিকেই প্রতিষ্ঠিত হতে পারে না। বেকার হয়ে ঘুরঘুর করে।
ছড়াটা খুবই ভালো ছিল। তবে ছন্দমিলের প্রতি আরো ধ্যান দিবেন।
খুবি- খুবই।
ভালো হয়েছে তবে ছন্দমিলটা আরও ভালো করতে হতো।
শুভ কামনা।