বুনোহাঁস।
ফুলে ফুলে উঠলো ভরে
আমার ফুলের বাগান
পাখির ডাকে কিচিরমিচির
কণ্ঠে হলো গান।
দখিনা হাওয়া বইলো বুকে
উঠলো ভরে প্রাণ
চারিদিকে ছড়িয়ে পড়লো ফুলেরই সুঘ্রাণ।
পাখির ডাকে হলাম পাগল
হলাম দিশেহারা
ফুলের গন্ধে হলাম মাতাল
হলাম ঘর ছাড়া।
এমন সুন্দর ফুল বাগানে
সুখের খবর দিতে
বসন্তকে স্বাগতম জানালো
পাতা ঝরা শীতে।
বসন্তের এই ফুল বাগানে
লাগছে দারুণ বেশ
এমন সুখের সুরভী যেন
কভু না হয় শেষ!
অসম্ভব সুন্দর হয়েছে ছড়াটা। পড়ে ভীষণ ভালো লেগেছে। বসন্তের এক অপরূপ দৃশ্য ছড়ার মধ্যে আংশিকভাবে তুলে ধরেছেন। বসে আছি বসন্তের অপেক্ষায়। তবে তার আগে শীত আসি আসি করছে।
বানানে ভুল নেই। তবে কবিতায় বিরামচিহ্ন কমা ব্যবহার করলে ভালো হত।
শুভ কামনা।
যদিও এখন বসন্ত চলছে না। তবুও ছড়াটি দারুণ লেগেছে।সুন্দর ভাবে বসন্তের রূপ তুলে ধরা হয়েছে।শুভকামনা♥
ছড়াটা ভালোই লেগেছে
বসন্তের সৌন্দর্যগুলোকে সুন্দরভাবে ছড়ার মধ্যে উপস্থাপন করেছেন যা সত্যি অসাধারণ।
শুভ কামনা।
অসাধারণ লেখনি,
সহজ ও সুন্দর ভাষায়।
বসন্তকে নিয়ে ছড়া,
ফুলে ফুলে উঠলো ভরে, আমার ফুলের বাগান।
বসন্তকালে সত্যিই আমাদের দেশের প্রাকৃতিক দৃশ্যটা মনোরম ও চমৎকার।প্রাণ জুড়ে যায় কোকিলের সুরে।
শুভ কামনা রইলো।
চারিদিকে ছড়িয়ে পড়লো ফুলেরই সুঘ্রাণ। এই লাইনটি দুই লাইন করলে ছন্দের মিল জোড়ালো হত।
বসন্তকে স্বাগতম জানালো – স্বাগত জানালো