গল্প লেখকঃ
Moniruzzaman Sarkar
(ফেব্রুয়ারী)
…………………
সকালের ট্রেনে ঢাকা গিয়েছিলাম। কাজ শেষে ফিরতি ট্রেনে এই মাত্র রাজশাহী পৌঁছালাম। ট্রেন ঘন্টা দুয়েক লেট। তার উপর ১৬ আনা রাস্তার ১২ আনাই দাঁড়িয়ে এলাম। চাটমোহর স্টেশনে এসে এক ব্যক্তির পাশে বসার সুযোগ হলো। তিনি আপাদমস্তক ভদ্রলোক। মধ্যবয়সী ব্যক্তিটি অসম্ভব বিনয়ীও বটে। কিছুক্ষণের মধ্যেই ভদ্রলোকের সাথে গল্প শুরু হয়ে গেল…
-তুমি কি কর বাবা?
-পড়াশুনা করি।
-কোথায় পড়ো?
– যথারীতি উত্তর দিলাম
-কোন বিষয়ে?
-এবারও উত্তর দিলাম।
-কোন ইয়ার?
-বললাম মাস্টার্সে পড়ি।
এবার ভদ্রলোকটি আমার রেজাল্ট শুনতে চাইলেন। আমি মনে মনে প্রচন্ড বিরক্ত হলেও যথাসম্ভব হাসিমুখে উত্তর দিলাম। তারপর ভদ্রলোক বললেন উনার ছেলে ঢাবিতে Applied Physics এ পড়ে। আমার তো বুঝতে বাকি রইলো না তিনি তার ছেলের প্রসঙ্গ তোলার জন্যই এতগুলো কথা বললেন।
ভদ্রলোক-বাবা আমার ছেলে তো অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইছে।
আমি-(চরম অবাক হওয়ার ভান করে) ওমা তাই নাকি!!! ভালো তো।
-ওকে তো গোল্ড মেডেল দিবে।
-খুব ভালো।
-শোনো বাবা আমার ছেলে কিন্তু Excellence award ও পাবে। সকল ফার্স্টরাই কিন্তু এই award পায় না। আমার ছেলে ডবল গোল্ডেন পেয়েছিল আর অনার্সে ৩.৯২ পেয়েছে তাই পাবে।
-Excellent.
-ওকে তো ঢাবিতে টিচার হওয়ার জন্য ডাকতেছে।
-ভালোতো
-কিন্তু এত কম বেতন দিয়ে ও কি করবে?
-তা ঠিক
-বাবা আমার মেয়েটাও ঢাবিতে পড়ে
-কোন বিষয়ে?
– ফিশারিজ
একমাত্র ছেলে আর মেয়েটার সাফল্যের গল্প করতে গিয়ে তিনি একধরনের তৃপ্তি অনুভব করছিলেন।
বিষয়টা খেয়াল করে নিজের অজান্তেই চোখের কোনে জল চলে এলো। আমার বাবা ট্রেনে/বাসে যাওয়ার সময় পাশে বসা ছেলেটাকে বলতে পারেন না,’এই ছেলে তুমি কোথায় পড়ো কিংবা তোমার রেজাল্ট কি?’ বাবার কলিগরা যখন তাদের ছেলেমেয়েদের সাফল্যের গল্প করে তখন আমার বাবাকে কেবল শ্রোতা হতে হয়।
তুমি তো আমার কাছে কিছু চাওনি? তুমি কেবল আমাকে নিয়ে গর্ব করতে চেয়েছিলে। আমি তোমার সেই সামান্য চাওয়াটুকুকে পাওয়ায় পরিণত করতে পারিনি। বাবা অক্ষমতার জন্য আমায় ক্ষমা করো।
০ Comments