আহমেদ জনি
বই জ্ঞান, বই আলো,
বই পড়া সদা ভালো।
সৎ সুন্দর মানুষ বানায়,
বইয়ে ভ্রমন জানা-অজানায়।
বই পড়ার নাই বিকল্প,
প্রতিদিন পড় হলেও অল্প।
বই পড়ার গুরুত্ব অনেক,
বই করে জাগ্রত বিবেক।
বই পড়ার রইল অনুরোধ,
বই বৃদ্ধি করে চেতনা মূল্যবোধ।
বই পড়ুয়া আলোয় আলোকিত,
সৃজনী প্রতিভা হয় বিকশিত।
অলসতা করতে পারে উচ্ছেদ,
বইয়ের ভালো একটি অনুচ্ছেদ।
প্রসারিত হবে দৃষ্টি ভঙ্গি,
বইকে কর জীবন সঙ্গী।
বইয়ের পাতায় স্বপ্ন বলে,
বইয়ের পাতায় প্রদীপ জ্বলে।
বই পড়া কত মজা!
বই রাখে মন তাজা।
জয় হোক বইয়ের। জয় হোক লেখকের। শুভ কমনা।
খুব সুন্দর ছড়া। ছড়ায় বই পড়ার গুরুত্ব ফুটে উঠেছে। বই একটি মানুষকে ১০০ বন্ধুর সমান আনন্দ দেয়। “Good” Best of luck
আসলেই। বই পড়ার চেয়ে আনন্দের আর কিছুই নেই। বই মানুষকে জ্ঞান দেয়,নিয়ে আসে অন্ধকার থেকে আলোর পথে। বই পড়ে মানুষ অজানাকে জানতে পারে, জয় করতে পারে অনেক কিছু। ভ্রমণ না করেও ভ্রমণকাহিনী পড়ে ভ্রমণের স্বাদ নিতে পারে।
বানান প্রায় নির্ভুল। শব্দগুচ্ছ ও ছন্দমিল খুবই অসাধারণ।
ভ্রমন- ভ্রমণ।
চমৎকার ছন্দ অলংকারে বই পড়ার গুরুত্ব তুলে ধরেছেন। শিশু বয়স থেকে পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য ছড়াটা বেশ ভূমিকা রাখতে পারবে।
ভ্রমন – ভ্রমণ
আপনাদের সকলকে ধন্যবাদ মন্তব্য করার জন্য এবং ভুল ধরিয়ে দেওয়ার জন্য।
খুবই সুন্দর বইপড়ার গুরুত্ব নিয়ে ছড়া।তবে ছড়ার ক্ষেত্রে স্বার্থক অন্তমিল খুবই জরুরী। এদিক থেকে লেখক একটু পিছিয়ে গেছেন।শুভকামনা♥
খুব সুন্দর ছড়া, অল্প কোথায় বই পড়ার ভালো দিকগুল বেশ ভালভাবেই ফুটে উঠেছে