বোয়াল-মাছের ছেলে
সাইয়িদ রফিকুল হক
বোয়াল-মাছের ছোট্ট ছেলে
যাচ্ছে নানার বাড়ি,
পথের মধ্যে রামছাগলে
করছে বাড়াবাড়ি!
রামছাগলে ভয় দেখিয়ে
এলো ভীষণ তেড়ে,
অমনি ছানা নামলো জলে
ছোট্ট লেজটা নেড়ে!
রামছাগলে শিং বাগিয়ে
তবুও দেখায় ভয়,
‘ধরতে তুমি পারবে নাতো’
বোয়াল-ছানা কয়।
জলের ভয়ে রামছাগলে
যায় না নদীর ঘাটে,
বোয়াল-ছানা সামনে গিয়ে
আবার পথে হাঁটে।
তাই না দেখে রামছাগলে
এলো আবার তেড়ে,
বোয়াল-ছানার হাতের ব্যাগটা
নিবে এবার কেড়ে!
রামছাগলের কাণ্ড দেখে
হাসে বোয়াল-ছানা,
একটু পরেই আসবে কাছে
তার যে বিশাল নানা!
রামছাগলটা দৌড়ে গিয়ে
হোঁচট খেল সামনে,
বিশালবড় আসছে বোয়াল
বাঁচবে এবার কেমনে?
বোয়াল-মাছের হা-টা দেখে
কাঁপছে রামের ঠ্যাং,
এতবড় হা-য়ের সামনে
সে যে ছোট্ট ব্যাং!
রামছাগলে ছুটে পালায়
তাকায় না আর পিছে,
তাই দেখে যে মরলো হেসে
বোয়াল-ছানা মিছে!
সাইয়িদ রফিকুল হক
০৬/১১/২০১৮
চমৎকার লিখেছেন।
ছড়াটা পড়ে বেশ হাসিও পেলো।
বোয়াল ছানাকে ভয় দেখিয়ে রাম ছাগল নিজেকে সাহসী ভাবছিল।কিন্তু শেষে রামছাগলই ভয় পেয়ে গেল।:
আর বোয়াল ছানা হাসল।
বিশালবড়–বিশাল বড়
শুভ কামনা রইলো।
অনেক-অনেক ধন্যবাদ আপনাকে।
আর শুভেচ্ছা ও শুভকামনা রেখে যাচ্ছি।
খুব মজার একটি ছড়া।পড়ে ভালো লাগলো।ছড়াকারের জন্য শুভকামনা নিরন্তর♥
শুনে খুব খুশি হলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর সঙ্গে শুভেচ্ছা ও শুভকামনা।
ভালো লিখেছেন। কবিতার নামটাও আকর্ষণীয়। হাঁটা বানানটা এভাবে হবে বোধহয়। আপনার ছড়া পড়ে বোয়াল মাছ খেতে ইচ্ছা হচ্ছে।
বন্ধু, আপনি ভুল করেছেন।
এখানে, ‘হা’ বলতে মুখের হা। হাঁটা অর্থে নয়।
ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।
ভালো লিখেছেন। ছড়ার নামটাও আকর্ষণীয়। হাঁটা বানানটা এভাবে হবে বোধহয়। আপনার ছড়া পড়ে বোয়াল মাছ খেতে ইচ্ছা হচ্ছে। শুভকামনা রইলো।
বন্ধু, আপনি ভুল করেছেন।
এখানে, ‘হা’ বলতে মুখের হা। হাঁটা অর্থে নয়।
ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।
বিশালবড়-বিশাল বড়
হা-টা-হাঁটা
ব্যাং – ব্যাঙ
বাহ্ ছড়ার অন্ত্যমিল একদম ঠিক আছে। তবে অন্ত্যমিল থাকলেও অনেক জায়গাতে মাত্রা মিল নেই বলা যায়।
তাই দেখে যে মারলো হেসে
বোয়াল ছানা যে মিছে। এইখানে অন্ত্যমিল ঠিক নেই। এটা যদি এইভাবে দেওয়া হয়।
তাই দেখে যে মারলো হেসে
বোয়াল ছানা যে মিশে।
তাহলে বলা যেত মিল। মাত্রার দিকে খেয়াল রাখবেন। ৪মাত্রার সাথে ৪মাত্রা হবে ৩মাত্রা না। শুভ কামনা রইল।
সব বানান ঠিক আছে।
আর মাত্রাও সবখানে সঠিক।
আপনি আসলে ছন্দটা বুঝতে পারেননি।
ধন্যবাদ আপনাকে।
ছড়াটি বেশ মজার ছিল। শিশুরা খুব আনন্দ পাবে পড়ে। সামান্য কিছু ভুল রয়েছে। ভুলগুলো না থাকলে আরও আকর্ষণীয় হবে।
বাগিয়ে – বাঁকিয়ে
বিশালবড় – বিশাল বড়
এতবড় – এতো বড়
আগামীর জন্য অনেক অনেক শুভ কামনা।
আপনার দেখানো শব্দগুলো ভুল। ছড়ার প্রতিটি স্থানে যথাশব্দ ব্যবহার করা হয়েছে।
ধন্যবাদ আপনাকে।
শিশুদের উপযোগী মজার একটা ছড়া লিখেছেন। ছন্দ মিলও ঠিকঠাক। অসাধারণ হয়েছে।
আপনাকে অশেষ ধন্যবাদ।
আর সঙ্গে রইলো শুভেচ্ছা ও শুভকামনা।