ব্যক্তিগত নদী
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,032 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

-আহমেদ সবুজ

একখানা জলরঙা নদী,
যে নদীতে নীল আকাশ আর শুভ্র মেঘের ছায়া পরে;
যে নদীতে হরিৎ বর্ণের কচুরিপানারা ভেসে বেরায়;
মৃদু বাতাসে মোলায়েম ঢেউ ওঠে যে নদীতে;
যে নদীতে এক ঝাঁক পোনা-মাছ দল বেধে নির্বিঘ্নে এপার ওপার ঘুরে বেড়ায়;
এমন একখানা নদী আমার চাই।
যে নদীর জল রাসায়নিক বর্জ্যে দূষিত হয়নি;
যে নদীতে কারখানার বর্জ্যের স্তুপ নেই;
চামড়ার বর্জ্যের দুর্গন্ধ নেই যে নদীতে;
এমন একটা নির্মল নদী চাই।
যে নদীতে কংক্রিটের বাঁধ থাকবে না – সবুজ ঘাস আর কাশফুলে ভরে থাকবে নদীর পার।
যে নদীর বুকে বালি উত্তোলক ড্রেজার থাকবে না,
যে নদীর পার ঘেঁষে থাকবে বকুল আর হিজল গাছ।
মৃতদের রক্ত বয়ে বেড়াবে না যে নদী,
অনাকাঙ্ক্ষিত বেওয়ারিশ লাশ বুকে বয়ে বেড়াতে হবে না যে নদীর…
এরকম একখানা নদী আমার চাই।
কোনো বালি তোলা ঠিকাদারের সাথে কিংবা ট্যানারি মালিকের সাথে এ নদী আমি ভাগ করে নিতে পারবো না।
সে নদী একান্তই আমার,
নদীর ভাগ আমি কাউকেই দিতে পারবো না।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৫ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    কবিতায় বর্ণনাভঙ্গি অত্যন্ত সুন্দর। পাঠক নিমিষেই কল্পনার নদীতে সাঁতরে যেতে পারবে। সুন্দর হয়েছে। এরকম মনোমুগ্ধকর, বিশুদ্ধ নদী সবারই কাম্য। কিন্তু আদৌ কি আমরা এরকম নদী পাব?
    বানানে তেমন কোন ভুল নেই।
    বেধে- বেঁধে।

    Reply
    • Ahmed sobuj

      Thankyou dear

      Reply
  2. Halima tus sadia

    অসাধারণ কবিতা।
    লেখক কবিতায় একটি সুন্দর নদীর কথা প্রকাশ করেছেন।যে নদীতে থাকবে না কোনো রক্ত।থাকবে না কোনো দূষিত বর্জ্য।এমন একটা নদী পাওয়া বড়ই কঠিন।

    তবে এমন নির্মল নদী লেখক তার মনের অজান্তেই পাবেন।বাস্তবে নয়।
    শুভ কামনা রইলো।

    Reply
    • Sompa Moni Shikha

      অনেক ভালো লেগেছে কবিতাটা।এমন নদী পাওয়া বড়ই কঠিন

      Reply
  3. মাহফুজা সালওয়া

    বেশ চমকপ্রদ, আন কমন একটা টপিক।
    কবিতায় কবি এক পবিত্র, নির্মল নদীর স্বপ্ন দেখেছেন।
    বলেছেন তার আকাঙ্খার কথা।
    খুব সুন্দর উপস্থাপন ছিলো।
    ভালো লেগেছে।
    শুভকামনা।।

    Reply

Leave a Reply to Ahmed sobuj Cancel reply

Your email address will not be published. Required fields are marked *