আন্তরিক ত‌ওবা
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,403 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163
মাহদী হাসান ফরাজী
নিদ্রাবিহীন শেষ নিশিতে
   সিক্ত নয়ন উর্ধ্ব হাতে
      গুপ্ত কথন প্রভুর সাথে
         করে অনুনয়,
পাপ করেছি ভুল করেছি
   ভুলের স্বীকার আজ করেছি
      তোমার কৃপার আাশায় আছি
         ওগো দয়াময়!
পুণ্য যাদের জীবন তরে
   তাদের মাঝে গণ্য করে
      নাও না আমায় আপন করে!
         করে মার্জনা,
সরল পথের পথিক ভবে
   করম প্রীতি সঙ্গে নিবে
      তব প্রেমে লিপ্ত রবে
         করে আরাধনা।
তপ্ত আঁখির অশ্রু ঝরে
   কপোল বেয়ে নহর গড়ে
      অনুশোচনা টপকে পড়ে
         করে দৃঢ় পণ,
কৃত মন্দ কর্ম গুলি
   সব পুড়িয়ে হবে অলি
      প্রভুর পথে জীবন বিলি
         করে শক্ত মন।
পাপী লোকের খাঁটি তাওবা
   দেয় ছড়িয়ে মুমিন আভা
      নেয় জড়িয়ে সন্ধ্যা-প্রভা
         কর্মে নিত্য,
সিয়াম,সালাত,হজ্জ ও জিহাদ
   ভালবাসা হৃদয়ে নিখাদ
      সব পালনে পায় সে সুস্বাদ
         প্রফুল্ল চিত্র।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

২ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    অনেক সুন্দর আর অসাধারণ লিখেছেন। প্রতিটি শব্দচয়ন খুবই চমৎকার। শব্দের গাঁথুনি অত্যন্ত মজবুত।
    আল্লাহর কাছে একটাই দোয়া, তিনি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তার ইবাদাত- বন্দেগীতে মশগুল করে দিন,শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের দূরে রাখুক।
    আশায় হবে শব্দটা
    করম শব্দটি সম্ভবত কর্ম হবে। করম বলে কোন শব্দ আছে কিনা জানি না,থাকলে এর মানে দয়া করে জানাবেন।
    হজ্জ- হজ্জ্ব।

    Reply
  2. Halima tus sadia

    ইসলামিক কবিতা।পড়ে ভালো লাগলো।

    আমাদের প্রত্যেকেরেই উচিৎ শেষ রাতে নামাজ পড়ে মহান আল্লাহর নিকট পাপের প্রাশ্চিত্য করা।আল্লাহর কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে,তবেই না আল্লাহ ক্ষমা করবেন।বান্দাদের অনুশোচনা করতে হবে।
    প্রতিটি লাইনের মর্মার্থ গভীর।তবে আমাদের উপলদ্ধি করতে হবে।
    বানানেও তেমন ভুল নেই।
    হজ্জ-হজ্জ্ব
    করম–সম্ভবতো কর্ম হবে।
    শুভ কামনা।

    Reply

Leave a Reply to আফরোজা আক্তার ইতি Cancel reply

Your email address will not be published. Required fields are marked *