তুলসী বনের বাঘ
তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...
অনেক সুন্দর আর অসাধারণ লিখেছেন। প্রতিটি শব্দচয়ন খুবই চমৎকার। শব্দের গাঁথুনি অত্যন্ত মজবুত।
আল্লাহর কাছে একটাই দোয়া, তিনি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তার ইবাদাত- বন্দেগীতে মশগুল করে দিন,শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের দূরে রাখুক।
আশায় হবে শব্দটা
করম শব্দটি সম্ভবত কর্ম হবে। করম বলে কোন শব্দ আছে কিনা জানি না,থাকলে এর মানে দয়া করে জানাবেন।
হজ্জ- হজ্জ্ব।
ইসলামিক কবিতা।পড়ে ভালো লাগলো।
আমাদের প্রত্যেকেরেই উচিৎ শেষ রাতে নামাজ পড়ে মহান আল্লাহর নিকট পাপের প্রাশ্চিত্য করা।আল্লাহর কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে,তবেই না আল্লাহ ক্ষমা করবেন।বান্দাদের অনুশোচনা করতে হবে।
প্রতিটি লাইনের মর্মার্থ গভীর।তবে আমাদের উপলদ্ধি করতে হবে।
বানানেও তেমন ভুল নেই।
হজ্জ-হজ্জ্ব
করম–সম্ভবতো কর্ম হবে।
শুভ কামনা।