-Tanzib R Rishad
ছড়ার নাম:রোদ বৃষ্টি
রোদ মামা,
রোদ মামা,
একটুখানি ঘুমাও,
বৃষ্টি এলে,
মেঘের তলে,
দিব্যি তো পালাও.
ঝড় আসে,
তুফান আসে,
তখন তো কাদো,
বৃষ্টি শেষে,
এসে ভেসে,
ঠিকই তো হাসো.
একটুখানি তাপ ছড়ালে,
কি তাহাতে ক্ষতি,
মনটা আরো প্রশান্ত হতো,
আরেকটুখানি বাড়তি.
তোমার তলে বসে,
থাকা বড্ড দায়,
কি করিলে ঊপায় মিলিবে,
মিলেনা সে উপায়.
বৃষ্টিহীনা দুপুরবেলা,
একটুখানি এসে,
বৃষ্টি এলে ভিজব তবে,
দুজনে ভালবেসে..
সুন্দর।ছড়াটিতে রোদকে সরিয়ে বৃষ্টিকে আসার আহবান করা হয়েছে।তবে ছড়াটিতে অন্তমিল এবং মাত্রার বেশ অসংগতি লক্ষণীয়।
শুভকামনা নিরন্তর
চমৎকার ছড়া।ভালো লাগলো।
ছন্দের মিল আছে।
রোদ মামা বৃষ্টি এলে পালায়।আর বৃষ্টটিতে ভিজতে খুবই ভালো লাগে।
ঊপায়-উপায়
শুভ কামনা রইলো।
ঊপায় – উপায়
কাদো – কাঁদো। কাদো দিয়ে কাদামাটিকে বুঝায়।
মজার ছড়া। ভালোলেগেছে।
কাদো -কাঁদো
ঊপায়-উপায়
মিলেনা-মিলে না
তাহলে বুঝা গেল তিন সারিতেও ছড়া লেখা যায়। তবে এই ছড়াটা প্রথমে অন্ত্যমিল থাকলেও পরে আর অন্ত্যমিল নেই। আর মাত্রা প্রথমে ৩টাতে মিল থাকলেও, পরে আর মিল নেই বলা যায়। সময় তাঁর আপন গতিতে চলে কাউকে বলতে হয় না। যাইহোক ভালো লেগেছে শুভ কামনা রইল।
আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটি ছড়া রোদ আর বৃষ্টিকে নিয়ে। তবে মাঝে মাঝে কেমন যেন খাপছাড়া হয়ে গেছে। তাছাড়া এই কয়েক লাইনের মধ্যে বেশ কিছু ভুলও রয়েছে।
কাদো – কাঁদো
ঊপায় – উপায়
কি তাহাতে ক্ষতি – কী তাহাতে ক্ষতি
মিলেনা – মিলে না
কি করিলে ঊপায় মিলিবে – কী করিলে উপায় মিলবে/মিলিবে
ভালবেসে – ভালোবেসে
আগামীর জন্য শুভ কামনা।
কাদো বানানে চন্দ্রবিন্দু হবে। ভালো। তবে দুই এক জায়গায় ছন্দ মিলেনি। শুভকামনা