লেখা: নাইমা সুলতানা
নামাজ পড়ো,রোযা রাখো
ওহে মুসলমান,
রহমাতের মাস এলো মাহে রমযান।
এই মাসেতে নাযিল হলো
পবিত্র আল-কুরআন,
এই মাসের ইবাদতে মহান আল্লাহ
দিবে প্রতিদান।
রমযানের ইবাদতে আছে বেশি সওয়াব,
সবাই মিলে মানবো আল্লাহ কে
মানবো এক রব।
এই মাসে সবাই করো বেশি বেশি দান,
রহমাত,নাজাত,মাগফিরাত নিয়ে এলো মাহে রমযান।
লেখকের ভাবনাকে ধন্যবাদ জানাই।তবে ছড়া লিখতে হলে প্রথমে বেশি বেশি ছড়া পড়তে হয় বলে জানি।লেখক কি তা করেছেন?
শুভকামনা♥
ইসলাম ভিত্তিক ছড়া রচনা করার জন্য ছড়াকারের মানবিকতাকে সম্মান জানাই।
তবে ছড়া লেখার প্রথম শর্ত হলো, লেখাতে সহজ,সাবলীল শব্দ ব্যাবহার করে সেটাকে শিশুতোষ হিসেবে রচিত করতে হবে। যাতে শিশু পড়ে আনন্দ, উৎসাহ,শিক্ষা সবই নিতে পারে।
সে জন্য আপনাকে অত্যাধিক চর্চার আহবান জানাই।
হ্যাঁ, তবে এটা ভালো গজল বা নাত ছিলো।
সুবহান আল্লাহ।
ছড়াটির ছন্দ খুব ভালো লেগেছে। এভাবে সুন্দর করে ছড়ার মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় উপস্থাপন করলে ছোটোরাও কিছু শিখতে পারবে ইন শা আল্লাহ।
রমযান মাসকে নিয়ে লেখা ছড়া রমযান!
চমৎকার হয়েছে ছড়াটি। শিশুদের ধর্মের প্রতি আকৃষ্ট করবে, আরও আগ্রহী করে তুলবে এই ছড়াটি।
শুভ কামনা।
আমাদের প্রত্যকের উচিৎ নামাজ পড়া,রোযা রাখা।শুধু রমযান মাসে নয়।প্রতিদিনই নামায পড়া দরকার।
সুন্দরও ইসলামিক একটি ছড়া।
ভালো লাগলো।তবে ছড়া আরও বড় হওয়া উচিৎ।
শুভ কামনা রইলো।