লেখা :- রাফসান সাইদুল
যার আশায় বেঁচে আছি
পৃথিবীর এই অজানা তীরে
সেতো চায়নি কভু
মোর দিকে ফিরে।
প্রেমার্থ হৃদয় ভরে
গাই তারই গান
তুমি মোর জীবনরে বন্ধু
তুমি মোর প্রাণ;
ওগো মোর স্বপ্নের রাণী
প্রিয় এসো মোর সাথে
ফিরে এসো আমারি বুকে
যেওনা অচেনা পথে।
বেশ ভালো একটি প্রেমময় ছড়া। যাকে মন-প্রাণ দিয়ে ভালোবাসা হয় সে যদি কখনো ফিরেও না তাকায় বা ভালোবাসার প্রকাশে সাড়া না জআনায় তবে দুঃখের সীমা থাকে না। তাকে কাছে পাওয়ার আবেদন প্রকাশ পেয়েছে ছড়ায়।
ছড়ার গঠন খুবই দূর্বল লাগলো শব্দচয়ন ও ছন্দমিলের প্রতি আরো যত্ন নিবেন। ছড়ার ভাবার্থ সুন্দর ছিল।
আমারি- আমারই।
জ্বী আপু ধন্যবাদ। প্রথম ছড়া লেখার চেষ্টা করেছি তাই সবদিক ভালোভাবে ফুটিয়ে তুলতে পারিনি।
ছড়াকার তার স্বপ্নের রাণীকে তার কাছে ফিরে আসার জন্য ডাকছেন।????ভালো লেগেছে।এভাবে আমাদের আরোও ছড়া উপহার দিবেন আশা করি।তবে ছড়ায় ‘মোর’ শব্দের ব্যবহার বেশি হয়ে গেছে।আসলে আধুনিক যুগে এখন এই শব্দের ব্যবহার নেই বললেই চলে।শুভকামনা♥
তৃপ্তি পেলাম না।
অনেকটা কবিতার মতো হয়ে গেলো না?
একটু ভেবে লেখা উচিৎ ছিল আপনার।
তারপরেও ভালো লেগেছে।
শুভ কামনা।
যার আশায় বেঁচে থাকা,সে যদি না বুঝে তার পিছনে সময় নষ্ট করা বোকামি ছাড়া কিছু নয়।
সে যদি না তাকায়, তার দিকে তাকিয়ে কোন লাভ নেই।শুধু নিজের আবেগ প্রকাশ করে তো কিছু হবে না।আবেগকে প্রশ্রয় দিতে নেই।
এক তরফা ভালোবাসা হয় না।
চমৎকার ছড়া লিখেছেন।
আপনার জন্য শুভ কামনা।